WBP কনস্টেবল প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট PDF | WBP Constable Practice Set: 03 in Bengali PDF
![]() |
WBP Constable Practice Set: 03 in Bengali PDF |
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন অনেক তরুণ-তরুণীর হৃদয়ে লালিত হয়। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দরকার সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং নিয়মিত অনুশীলন। পরীক্ষায় সফলতা শুধুমাত্র জ্ঞান দিয়ে আসে না, আসে আত্মবিশ্বাস এবং প্রস্তুতির দৃঢ়তায়।
এই প্র্যাকটিস সেটটি আপনাকে বাস্তব পরীক্ষার পরিবেশে নিয়ে যাবে। এখানে বাছাই করা প্রশ্নগুলি কেবলমাত্র সিলেবাস কভার করবে না, বরং আপনাকে শেখাবে সময় বাঁচিয়ে কীভাবে সঠিক উত্তর নির্বাচন করতে হয়। প্রতিটি অধ্যায় থেকে দেওয়া প্রশ্ন আপনার প্রস্তুতিকে আরও ধারালো করে তুলবে এবং আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে।
মনে রাখবেন, প্রতিদিনের সামান্য অনুশীলনই আগামী দিনের বড়ো সাফল্য এনে দেয়। তাই আজ থেকেই নিয়মিত প্র্যাকটিস শুরু করুন, সাফল্য নিশ্চিত আপনার হাতের মুঠোয়।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীদের সঠিক দিকনির্দেশনার উদ্দেশ্যে এই প্র্যাকটিস সেট প্রস্তুত করা হয়েছে। এতে সিলেবাস অনুযায়ী গণিত, সাধারণ জ্ঞান, রিজনিং, বাংলা ও ইংরেজি ভাষা এবং সাম্প্রতিক ঘটনাবলি (Current Affairs) সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে।
উক্ত প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের প্রাপ্তি স্বরূপ—
- প্রশ্নের ধরণ ও মান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন,
- পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের সঙ্গে মিল খুঁজে পাবেন,
- নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর প্রদানের দক্ষতা অর্জন করবেন,
- নিজের প্রস্তুতির মান যাচাই করতে সক্ষম হবেন।
সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলা যাচ্ছে যে, নিয়মিত এই ধরনের প্র্যাকটিস সেট সমাধান করলে মূল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজতর হবে।
WBP Constable Practice Set: 03
Part A: General Studies (25 Questions)
০১.ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা Smiling BuddhA) কবে হয়েছিল?
A) 1966
B) 1974
C) 1998
D) 2004
উত্তর: B) 1974
০২.পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘রাইস বোল অব বেঙ্গল’ বলা হয়?
A) বীরভূম
B) হাওড়া
C) মুর্শিদাবাদ
D) নদিয়া
উত্তর: C) মুর্শিদাবাদ
০৩.DNA ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করেন কে?
A) আলেকজান্ডার ফ্লেমিং
B) এম. এস. স্বামীনাথন
C) অ্যালেক জেফ্রিস
D) ওয়াটসন ও ক্রিক
উত্তর: C) অ্যালেক জেফ্রিস
০৪.ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ কোনটি?
A) সাম্বর লেক
B) লোকতাক লেক
C) চিলিকা লেক
D) ভেম্বানাদ লেক
উত্তর: C) চিলিকা লেক
০৫.2025 সালে ISRO কোন গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনের সফল পরীক্ষা করেছে?
A) চন্দ্রযান-3
B) গগনযান
C) আদিত্য-এল1
D) মার্স অরবিটার মিশন
উত্তর: B) গগনযান
০৬.ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কোন সালে জাতীয়করণ করা হয়েছিল?
A) 1935
B) 1947
C) 1949
D) 1951
উত্তর: C) 1949
০৭. ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন?
A) কিরণ বেদী
B) আরুণা রায়
C) সরোজিনী নাইডু
D) প্রতিভা পাটিল
উত্তর: A) কিরণ বেদী
০৮.‘শের-এ-পাঞ্জাব’ নামে কে পরিচিত?
A) ভগৎ সিং
B) লালা লাজপত রায়
C) বাল গঙ্গাধর তিলক
D) চন্দ্রশেখর আজাদ
উত্তর: B) লালা লাজপত রায়
০৯.পুলিশ কমিশনার ব্যবস্থা” প্রথম কোন শহরে চালু হয়েছিল?
A) দিল্লি
B) মুম্বাই
C) কলকাতা
D) চেন্নাই
উত্তর: C) কলকাতা
১০.ভারতীয় সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে? (২০২৫ পর্যন্ত সংশোধিত)
A) 448
B) 465
C) 470
D) 495
উত্তর: B) 465
১১.কেশবানন্দ ভারতি মামলাটি কোন নীতির সঙ্গে যুক্ত?
A) সার্বভৌমত্ব
B) মৌলিক অধিকার
C) বেসিক স্ট্রাকচার ডকট্রিন
D) রাষ্ট্রপতি শাসন
উত্তর: C) বেসিক স্ট্রাকচার ডকট্রিন
১২.ভারতের সবচেয়ে বড় রাজ্য (আয়তনে) কোনটি?
A) উত্তর প্রদেশ
B) মহারাষ্ট্র
C) রাজস্থান
D) মধ্যপ্রদেশ
উত্তর: C) রাজস্থান
১৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) বাল গঙ্গাধর তিলক
B) অ্যালান অক্টাভিয়ান হিউম
C) মহাত্মা গান্ধী
D) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: B) নন-কোঅপারেশন মুভমেন্ট
১৪.‘চৌরিচৌরা’ ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করেছিলেন মহাত্মা গান্ধী?
A) সিভিল অবিডিয়েন্স মুভমেন্ট
B) নন-কোঅপারেশন মুভমেন্ট
C) কুইট ইন্ডিয়া মুভমেন্ট
D) সোয়রাজ পার্টি
উত্তর: B) নন-কোঅপারেশন মুভমেন্ট
১৫.ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের বিধান আছে?
A) অনুচ্ছেদ 370
B) অনুচ্ছেদ 356
C) অনুচ্ছেদ 352
D) অনুচ্ছেদ 360
উত্তর: B) অনুচ্ছেদ 356
১৬.2024 সালের নোবেল শান্তি পুরস্কার কারা পেয়েছেন?
A) ইরানিয়ান মানবাধিকার সংগঠন
B) রাশিয়ান সাংবাদিক
C) ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা
D) ইথিওপিয়ার প্রধানমন্ত্রী
উত্তর: C) ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা
১৭.মানব দেহে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন দায়ী?
A) ভিটামিন A
B) ভিটামিন B12
C) ভিটামিন K
D) ভিটামিন D
উত্তর: C) ভিটামিন K
১৮.রাজা রামমোহন রায় ‘আত্মীয় সভা’ কোন সালে প্রতিষ্ঠা করেন?
A) 1815
B) 1828
C) 1830
D) 1857
উত্তর: A) 1815
১৯.ভারতীয় সংবিধানে লোকসভায় ভোটদানের বয়স ২১ থেকে ১৮ কবে করা হয়?
A) 1987
B) 1988
C) 1989
D) 1991
উত্তর: B) 1988
২০. ভারতীয় সংবিধানে “পুলিশ” কোন তালিকাভুক্ত বিষয়ে পড়ে?
A) ইউনিয়ন লিস্ট
B) স্টেট লিস্ট
C) কনকারেন্ট লিস্ট
D) বিশেষ লিস্ট
উত্তর: B) স্টেট লিস্ট
২১.“বাংলার বাঘ” উপাধি কাকে দেওয়া হয়েছিল?
A) সুভাষচন্দ্র বসু
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) বিপ্লবী ক্ষুদিরাম বসু
D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২২.দামোদর নদীর প্রধান উপনদী কোনটি?
A) বরাকার
B) সুবর্ণরেখা
C) মহানদী
D) গন্ডক
উত্তর: A) বরাকার
২৩.পশ্চিমবঙ্গ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
A) কলকাতা
B) সল্টলেক
C) বরাহনগর
D) সল্টলেকের রাজারহাট
উত্তর: D) সল্টলেকের রাজারহাট
২৪.ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) সরোজিনী নাইডু
C) সুষমা স্বরাজ
D) নির্মলা সীতারামন
উত্তর: A) ইন্দিরা গান্ধী
২৫.সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত?
A) গঙ্গা
B) মহানদী
C) গোদাবরী
D) কর্ণফুলি
উত্তর: A) গঙ্গা
Part B: English (10 Questions)
২৬. Choose the correct synonym of the word: "Abandon".
A) Forsake
B) Protect
C) Continue
D) Defend
উত্তর: A) Forsake
২৭. Choose the antonym of the word: "Transparent".
A) Clear
B) Opaque
C) Bright
D) Plain
উত্তর: B) Opaque
২৮. Fill in the blank with the correct preposition:
"He is good \_\_\_ Mathematics."
A) on
B) at
C) in
D) with
উত্তর: B) at
২৯. Choose the correctly spelt word:
A) Existance
B) Existence
C) Existenze
D) Exestance
উত্তর: B) Existence
৩০. Change the voice:
"She is writing a letter."
A) A letter was written by her.
B) A letter is written by her.
C) A letter is being written by her.
D) A letter has been written by her.
উত্তর: C) A letter is being written by her.
৩১. Identify the correct indirect speech:
He said, "I am reading a book."
A) He said that he was reading a book.
B) He said that I was reading a book.
C) He says that he was reading a book.
D) He told he is reading a book.
উত্তর: A) He said that he was reading a book.
৩২. Choose the correct article:
"\_\_\_ sun rises in the east."
A) A
B) An
C) The
D) No article
উত্তর: C) The
৩৩. Choose the correct passive form:
"Did they complete the project?"
A) Was the project completed by them?
B) Is the project completed by them?
C) Has the project been completed by them?
D) The project is being completed by them.
উত্তর: A) Was the project completed by them?
৩৪. One word substitution:
"A person who loves mankind."
A) Philanthropist
B) Misogynist
C) Optimist
D) Cynic
উত্তর: A) Philanthropist
৩৫. Choose the correct idiom:
"He is in high spirits" means—
A) He is drunk
B) He is very cheerful
C) He is very serious
D) He is very angry
উত্তর: B) He is very cheerful
Part C: Mathematics 25 Questions)
৩৬.একটি সংখ্যা 35 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 18 থাকে। সংখ্যাটি 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে?
A) 2
B) 3
C) 4
D) 5
উত্তর: C 4)
৩৭.একটি সংখ্যা 3, 4, 5 দ্বারা বিভাজ্য হলে সেটি অবশ্যই কোন সংখ্যায় বিভাজ্য হবে?
A) 15
B) 30
C) 60
D) 120
উত্তর: C 60)
৩৮.84, 90 ও 120 এর ল.সা.গু কত?
A) 1260
B) 2520
C) 3360
D) 5040
উত্তর: B 2520)
৩৯.একটি সংখ্যার 40% = 320 হলে সংখ্যাটি কত?
A) 600
B) 700
C) 800
D) 900
উত্তর: C 800)
৪০.1/2 + 1/3 + 1/4) এর মান কত?
A) 13/12
B) 12/13
C) 25/24
D) 1
উত্তর: A 13/12)
৪১.8% বার্ষিক সরল সুদে 2 বছরে সুদ ₹320 হলে আসল কত?
A) ₹1800
B) ₹2000
C) ₹2200
D) ₹2500
উত্তর: B ₹2000)
৪২.একটি পণ্যের ক্রয়মূল্য ₹500 এবং বিক্রয়মূল্য ₹575 হলে লাভের শতাংশ কত?
A) 10%
B) 12%
C) 15%
D) 20%
উত্তর: C 15%)
৪৩.A ও B যথাক্রমে ₹20,000 ও ₹25,000 বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 6 মাস পরে A তার ₹5000 তুলে নেয়। এক বছরের শেষে মোট লাভ ₹36,000 হলে A-এর অংশ কত?
A) ₹15,000
B) ₹16,000
C) ₹18,000
D) ₹20,000
উত্তর: A ₹15,000)
৪৪.একটি দ্রব্যে 25% ক্ষতি হলে বিক্রয়মূল্য ₹600। ক্রয়মূল্য কত?
A) ₹700
B) ₹750
C) ₹800
D) ₹900
উত্তর: C ₹800)
৪৫. 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ₹1120 টাকা কত হবে?
A) ₹1406.4
B) ₹1500
C) ₹1800
D) ₹1254.4
উত্তর: A ₹1406.4)
৪৬.A 10 দিনে একটি কাজ করতে পারে, B 15 দিনে। উভয়ে একসাথে করলে কত দিনে কাজ শেষ হবে?
A) 5 দিন
B) 6 দিন
C) 8 দিন
D) 12 দিন
উত্তর: B 6 দিন)
৪৭.একটি ট্রেন 60 কিমি/ঘণ্টা বেগে চলে। 120 কিমি যেতে কত সময় লাগবে?
A) 1 ঘণ্টা
B) 2 ঘণ্টা
C) 3 ঘণ্টা
D) 4 ঘণ্টা
উত্তর: B 2 ঘণ্টা)
৪৮.একটি নল 12 ঘণ্টায় ট্যাঙ্ক ভর্তি করে। আরেকটি নল 18 ঘণ্টায় খালি করে। একসাথে খোলা হলে ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে?
A) 30 ঘণ্টা
B) 36 ঘণ্টা
C) 72 ঘণ্টা
D) 24 ঘণ্টা
উত্তর: B 36 ঘণ্টা)
৪৯.A ও B একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। একসাথে করলে কত দিনে শেষ হবে?
A) 10 দিন
B) 12 দিন
C) 15 দিন
D) 25 দিন
উত্তর: B 12 দিন)
৫০.দুটি শহরের দূরত্ব 120 কিমি। একটি গাড়ি 40 কিমি/ঘণ্টায় এবং অন্যটি 60 কিমি/ঘণ্টায় মুখোমুখি চললে কতক্ষণে দেখা হবে?
A) 1 ঘণ্টা
B) 1.2 ঘণ্টা
C) 2 ঘণ্টা
D) 3 ঘণ্টা
উত্তর: B 1.2 ঘণ্টা)
৫১.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। ক্ষেত্রফল কত?
A) 200 m²
B) 250 m²
C) 300 m²
D) 400 m²
উত্তর: C 300 m²)
৫২. একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে ক্ষেত্রফল কত? (π = 22/7)
A) 132 cm²
B) 144 cm²
C) 154 cm²
D) 168 cm²
উত্তর: C 154 cm²)
৫৩.একটি ঘনক cube)-এর প্রান্ত 5 সেমি হলে আয়তন কত?
A) 100 cm³
B) 125 cm³
C) 150 cm³
D) 225 cm³
উত্তর: B 125 cm³)
৫৪.একটি ত্রিভুজের ভূমি 12 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে ক্ষেত্রফল কত?
A) 36 cm²
B) 42 cm²
C) 48 cm²
D) 54 cm²
উত্তর: C 48 cm²)
৫৫.একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 10 সেমি হলে আয়তন কত? (π = 22/7)
A) 1540 cm³
B) 1400 cm³
C) 1320 cm³
D) 1200 cm³
উত্তর: A 1540 cm³)
৫৬. a + b)² = ?
A) a² + b² + 2ab
B) a² + b² – 2ab
C) a² – b²
D) ab + b²
উত্তর: A
৫৭. যদি x² – 5x + 6 = 0 হয় তবে x = ?
A) 2, 3
B) 1, 6
C) –2, –3
D) 4, 1
উত্তর: A 2, 3)
৫৮. sin²θ + cos²θ = ?
A) 0
B) 1
C) 2
D) cotθ
উত্তর: B 1)
৫৯. যদি sin θ = 3/5 হয়, তবে cos θ = ?
A) 4/5
B) 5/4
C) 12/13
D) 4/3
উত্তর: A 4/5)
৬০. tan 45° + cos 60° এর মান কত?
A) 1
B) 3/2
C) 2
D) √3
উত্তর:B 3/2)
Part D: General Intelligence Reasoning – 25 Questions)
৬১.একটি নির্দিষ্ট কোডে, "POLICE" লেখা হয় "QPMJDF"।তাহলে "CRIME" কিভাবে লেখা হবে?
A) DSJNF
B) DSJNG
C) BRJND
D) DRJNF
উত্তর: A. DSJNF
৬২.একজন মানুষ দক্ষিণ দিকে 4 কিমি হেঁটে তারপর পূর্ব দিকে 3 কিমি হেঁটে আবার উত্তর দিকে 4 কিমি হাঁটল। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?
A) 3 কিমি
B) 4 কিমি
C) 5 কিমি
D) 7 কিমি
উত্তর: A. 3 কিমি
৬৩.MOTHER : FATHER :: SISTER : ?
A) DAUGHTER
B) BROTHER
C) SON
D) UNCLE
উত্তর: B. BROTHER
৬৪.যদি A = 1, B = 3, C = 5, D = 7, তবে J এর মান কত হবে?
A) 17
B) 19
C) 21
D) 23
উত্তর: B. 19
৬৫.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 এবং প্রস্থ 3। যদি প্রতিটি বাহু দ্বিগুণ করা হয়, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে?
A) 2 গুণ
B) 3 গুণ
C) 4 গুণ
D) 6 গুণ
উত্তর: C. 4 গুণ
৬৬.একটি নির্দিষ্ট ভাষায়, 357 লেখা হয় "ACE"। 468 লেখা হয় "BDF"। তাহলে 579 কীভাবে লেখা হবে?
A) CEG
B) DFG
C) BEH
D) CFI
উত্তর: A. CEG
৬৭.একটি নির্দিষ্ট কোডে, DELHI = 73541, CALCUTTA = 82589662 হলে LUCKNOW এর কোড কত?
A) 4957643
B) 4957543
C) 4958443
D) 4957642
উত্তর: A. 4957643
৬৮.পাঁচজন ছাত্রের গড় বয়স 15 বছর। যদি একজন নতুন ছাত্র দলে যোগ দেয়, গড় বয়স 16 হয়। নতুন ছাত্রের বয়স কত?
A) 20
B) 21
C) 22
D) 23
উত্তর: C. 21
৬৯.যদি P এর মান 16 এবং Q এর মান 81 হয়, তবে R এর মান কত হবে, যদি ধারাটি হয়: 2², 3⁴, 4³...?
A) 64
B) 125
C) 256
D) 243
উত্তর: C. 256
৭০. 1, 4, 9, 16, 25, ?
A) 35
B) 36
C) 49
D) 64
উত্তর: B. 36
৭১. 3, 9, 27, ?, 243
A) 54
B) 72
C) 81
D) 108
উত্তর: C. 81
৭২.একজন লোক একটি আয়নার দিকে তাকিয়ে বললেন, "ওইজন আমার মায়ের একমাত্র ছেলের ভাই।" আয়নায় কে ছিল?
A) তিনি নিজে
B) তার ভাই
C) তার ছেলে
D) তার বাবা
উত্তর: A. তিনি নিজে
৭৩.একটি শব্দ জোড়া দেওয়া আছে: TREE : FOREST :: BOOK : ?
A) PAGE
B) AUTHOR
C) LIBRARY
D) READER
উত্তর: C. LIBRARY
৭৪.যদি A + B = 10, B + C = 14 এবং A + C = 12 হয়, তবে A, B, C এর গড় কত?
A) 6
B) 7
C) 8
D) 9
উত্তর: A. 6
৭৫.যদি 2 = 6, 3 = 12, 4 = 20, তবে 5 = ?
A) 25
B) 30
C) 35
D) 40
উত্তর: B. 30
৭৬.RAM এর বিপরীত শব্দ কি হবে অক্ষর অনুযায়ী ইংরেজি বর্ণমালায়?
A) INZ
B) IZN
C) ZNI
D) IZM
উত্তর: B. IZN
৭৭.একটি ঘড়ি প্রতিদিন 5 মিনিট পিছিয়ে যায়। 6 দিনে এটি মোট কত মিনিট পিছিয়ে যাবে?
A) 25
B) 30
C) 35
D) 40
উত্তর: D. 30
৭৮.যদি 15 : 225 :: 18 : ?
A) 324
B) 3240
C) 256
D) 289
উত্তর: A. 324
৭৯.একজন ব্যক্তি পশ্চিমে মুখ করে দাঁড়িয়েছিল। সে 90° ডানদিকে ঘুরল, তারপর আবার 180° ঘুরল। এখন সে কোন দিকে মুখ করছে?
A) উত্তর
B) দক্ষিণ
C) পূর্ব
D) পশ্চিম
উত্তর: B. দক্ষিণ
৮০.কোনটি অন্যদের থেকে ভিন্ন?
A) কম্পিউটার
B) কীবোর্ড
C) মাউস
D) মনিটর
উত্তর: A. কম্পিউটার
৮১.যদি LION = 50 অক্ষরের মানের যোগফল, যেখানে A=1, B=2, ... Z=26), তবে HORSE = ?
A) 57
B) 60
C) 63
D) 65
উত্তর: D. 65
৮২.একটি নির্দিষ্ট কোডে, FISH লেখা হয় EHRG। তাহলে BIRD লেখা হবে—
A) AIRC
B) CHQE
C) AHQC
D) CHPE
উত্তর: C. AHQC
৮৩.ধারাটির পরবর্তী সংখ্যা কী? 7, 21, 63, ?
A) 126
B) 189
C) 243
D) 256
উত্তর: B. 189
৮৪.একজন লোককে দেখিয়ে একজন মহিলা বললেন, "তার মা আমার মায়ের একমাত্র কন্যা।" মহিলা লোকটির কে?
A) বোন
B) মা
C) ফুফু
D) মেয়ে
উত্তর: B. মা
৮৫.‘Doctor : Patient :: Teacher : ?’
A) Student
B) Book
C) School
D) Knowledge
উত্তর: A. Student
WBP Constable Practice Set - 03 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
File Details ::
File Name: WBP Constable Practice Set: 03
File Format: PDF
No. of Pages: 09
File Size: 444 KB
No comments:
Post a Comment