পাটিগণিতের সকল সূত্র একসাথে PDF | Arithmetic All Formulas in Bengali PDF
হ্যালো বন্ধুরা,
সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে পাটিগণিত এমন একটি অধ্যায়, যেটি ছাড়া পরীক্ষার প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যায়। প্রায় সব ধরনের সরকারি চাকরির পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Banking, PSC, UPSC, WB Police, Primary TET— প্রতিটি পরীক্ষায় পাটিগণিত থেকে একাধিক প্রশ্ন আসবেই আসবে। তাই পরীক্ষার্থীদের জন্য এই বিষয়টিকে দৃঢ় ভাবে তৈরি করা খুবই জরুরি।
পাটিগণিত এমন একটি অংশ, যেখানে সূত্র মুখস্থ রাখা ও সঠিকভাবে প্রয়োগ করা শিখতে পারলে প্রশ্ন সমাধান অনেক দ্রুত ও সহজ হয়। কিন্তু সমস্যাটি হলো— বিভিন্ন টপিকের সূত্রগুলি আলাদা আলাদা জায়গায় পড়তে হয় বলে অনেক সময় পরীক্ষার্থীরা গুলিয়ে ফেলে। সেই কারণে আমরা এখানে পাটিগণিতের সমস্ত গুরুত্বপূর্ণ সূত্র একত্রিত করে একটি PDF আকারে সাজিয়ে দিলাম। এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও গোছানো ও কার্যকর করে তুলবে।
এই নোটে পাটিগণিতের প্রায় সব গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূত্র রয়েছে, যেমন—
* সংখ্যা পদ্ধতি (Number System)
* ভগ্নাংশ ও দশমিক (Fractions & Decimals)
* HCF ও LCM
* শতকরা (Percentage)
* লাভ ও ক্ষতি (Profit & Loss)
* সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ (Simple & Compound Interest)
* গতি, সময় ও দূরত্ব (Speed, Time & Distance)
* সময় ও কাজ (Work & Time)
* সময় ও দূরত্ব (Time and distance)
* গড় (Average)
* অনুপাত ও সমানুপাত (Ratio & Proportion)
* বর্গ, বর্গমূল, ঘন ও ঘনমূল (Square, Square root, Cube, Cube root)
* নৌকা ও স্রোত (Boat and stream)
* ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব (Train times and distances)
* নল ও চৌবাচ্চা (Pipe and tub)
* সম্ভাবনা (Probability)
সুতরাং, তুমি যদি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নাও, তবে এই পাটিগণিতের সকল সূত্র PDF পোস্টটি তোমার জন্য একটি নির্ভরযোগ্য স্টাডি ম্যাটেরিয়াল হতে চলেছে, তাই আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া PDF-টি সংগ্রহ করে মনোযোগ সহকারে দেখে নাও-
বিঃ দ্রঃ- আমরা এই পোস্টটি ফেসবুকের কোন একটি পেজ থেকে সংগ্রহ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
পাটিগণিতের সকল সূত্র একসাথে PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ক্যালেন্ডার অঙ্ক সমাধানের সহজ উপায়
File Format: PDF
No. of Pages: 48
File Size: 4.7 MB
No comments:
Post a Comment