Breaking




Monday, 1 September 2025

পাটিগণিত প্র্যাকটিস সেট: PDF | Arithmetic Practice Set: PDF

পাটিগণিত প্র্যাকটিস সেট: PDF | Arithmetic Practice Set: PDF

পাটিগণিত প্র্যাকটিস সেট: PDF
পাটিগণিত প্র্যাকটিস সেট: PDF
হ্যালো বন্ধুরা,
পাটিগণিত হলো সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র সংখ্যার সঙ্গে কাজ করার দক্ষতা নয়, বরং যুক্তি, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের ক্ষমতাকেও বৃদ্ধি করে। যে কোনো পরীক্ষার্থীর জন্য পাটিগণিতের উপর ভালো দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি, কারণ এটি বিভিন্ন পরীক্ষায় সরাসরি ফলাফলের উপর প্রভাব ফেলে।

আজকের এই প্র্যাকটিস সেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) বিভিন্ন পরীক্ষা, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি, স্টাফ সিলেকশন কমিশন (SSC) CGL ও CHSL, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এছাড়াও, ব্যাংকিং পরীক্ষায় যেমন SBI, IBPS PO বা Clerk এবং RBI-এর চাকরির পরীক্ষা, এবং অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও এটি কার্যকর।

সুতরাং বন্ধুরা আর কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং তার সাথে সাথে নীচে দেওয়া উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নেব। 

পাটিগণিত প্র্যাকটিস সেট

১) দুটি সংখ্যার HCF = ৬ এবং LCM = ২৫২।. যদি এক সংখ্যা ৫৪ হয়, অন্যটি কত?
(a) ২৪
(b) ২৮ 
(c) ৩৬
(d) ৪২

২) একটি পণ্যের খরচমূল্য ১০০ ধরা হলে—মার্কআপ ২০% করা হলো, পরে ১০% ছাড় দিলে মোট লাভ শতাংশ কত?
(a) ৬% 
(b) ৮% 
(c) ১০% 
(d) ১২%

৩) ₹৫০০০ মূলধনে বার্ষিক ১০% চক্রবৃদ্ধ সুদে ২ বছর শেষে মোট সুদের পরিমাণ কত?
(a) ১০০০ 
(b) ১০৫০ 
(c) ১১০০ 
(d) ১২০০

৪) ₹৮০০০-এ ৬% সরল সুদে ৩ বছরে সুদ কত?
(a) ১৩৬০ 
(b) ১৪৪০ 
(c) ১৫০০ 
(d) ১৬০০

৫) A\:B = ৩:৫ এবং A + B = ৬৪ হলে A কত?
(a) ২৪ 
(b) ২৮ 
(c) ৩৬ 
(d) ৪০

৬) ৩০% দ্রবণ ও ৫০% দ্রবণ মিশিয়ে ৪০% দ্রবণ পেতে দুটি দ্রবণের অনুপাত কত?
(a) ১:২ 
(b) ১:১ 
(c) ২:১ 
(d) ৩:২

৭) একটি ব্যাগে ২৭.২৫ টাকা আধুলি ও সিকি তে আছে । যদি মুদ্রার সংখ্যা ৭০ হয় , তাহলে আধুলির সংখ্যা কত?
(a) ৪৯
(b) ৩৬
(c) ৩৯
(d) ৪১

৮) দুটি নল A ৬ ঘন্টা ও B ১০ ঘন্টা-এ ট্যাংক পূর্ণ করে; উভয় খোলা হলে কত সময় লাগবে?
(a) ৩ ঘন্টা ৪৫ মিনিট 
(b) ৪ ঘন্টা 
(c) ৩ ঘন্টা ৩০ মিনিট 
(d) ২ ঘন্টা ৪০ মিনিট


৯) একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। এটি একটি ৩০০ মিটার লম্বা প্ল্যাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কত কিলোমিটার প্রতি ঘন্টা?
(a) ৮১ কিমি/ঘণ্টা 
(b) ৯০ কিমি/ঘণ্টা 
(c) ১০০ কিমি/ঘণ্টা 
(d) ৭২ কিমি/ঘণ্টা

১০) একটি নৌকার স্থির জলে গতি ঘণ্টায় ১০ কিমি। স্রোতের গতি ঘণ্টায় ২ কিমি হলে, ৩০ কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে?
(a) ৫ ঘণ্টা ১৫ মিনিট 
(b) ৬ ঘণ্টা ১৫ মিনিট 
(c) ৬ ঘণ্টা ৩০ মিনিট 
(d) ৭ ঘণ্টা

১১) ১০টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাদ দিলে নতুন গড় ১৪ হলে বাদ দেওয়া সংখ্যাটি কত?
(a) ২২ 
(b) ২৪ 
(c) ২৬ 
(d) ২৮

১২) ক্রয়মূল্য ₹১২০০ হলে ১৫% লাভে বিক্রয়মূল্য কত?
(a) ১৩২০ 
(b) ১৩৮০ 
(c) ১৪২০ 
(d) ১৫০০

১৩) মার্কেট প্রাইস ₹১০০০; প্রথমে ১০% ছাড়, পরে ২০% ছাড় দিলে চূড়ান্ত মূল্য কত?
(a) ₹৭০০ 
(b) ₹৭২০ 
(c) ₹৮০০ 
(d) ₹৮২০

১৪) ৩৬ এবং ৯০ সংখ্যার LCM কত?
(a) ৯০ 
(b) ১৮০ 
(c) ২৭০ 
(d) ৩৬০

১৫) P ও Q এর সাপ্তাহিক আয়ের অনুপাত ৭:১১ এবং ব্যয়ের অনুপাত ৩:৫। যদি উভয়েই সপ্তাহে ৩০০ টাকা করে সঞ্চয় করে , তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত?
(a) ৫৪০০
(b) ২১০০
(c) ২৮০০
(d) ৬৩০০

১৬) ৩x + ৪ = ১৯ হলে x = ?
(a) ৪ 
(b) ৫ 
(c) ৬ 
(d) ৭

১৭) একটি পণ্যের মূল্য প্রথমে ২৫% বেড়ে পরে ২০% কমলে মোট পরিবর্তন কত?
(a) +৫% 
(b) −৫% 
(c) ০% 
(d) +১০%

১৮) তিন ধারাবাহিক পূর্ণসংখ্যার গুণফল ২১০ হলে মাঝে সংখ্যা কত?
(a) ৫ 
(b) ৬ 
(c) ৭ 
(d) ৮

১৯) শব্দটি "LEVEL" দিয়ে কতটি ভিন্ন সাজানো শব্দ পাওয়া যায়?
(a) ১৫ 
(b) ২০ 
(c) ৩০ 
(d) ৬০

২০) এক শ্রেণিতে মোট ছাত্রসংখ্যার ২০% ছিলেন ছাত্রী। তাদের ৩০% ছাত্রী কক্ষ ছেড়ে গেলে (মূল মোট ছাত্রসংখ্যার ভিত্তিতে) এখন ছাত্রীর শতাংশ কত?
(a) ১২% 
(b) ১৪% 
(c) ১৬% 
(d) ১৮%

২১) A, B একই কাজের ক্ষেত্রে A, B তুলনায় A ২০% বেশি দক্ষ; একসাথে কাজটি করতে ৫ দিন লাগে। B একাই কত দিন নেবে?
(a) ৯ 
(b) ১০ 
(c) ১১ 
(d) ১২

২২) A ₹৫০০০ ৬ মাস, B ₹৮০০০ ৩ মাস লগ্নি করল; মোট লাভ ₹৯০০০ হলে A-র লাভ অংশ কত?
(a) ৪০০০ 
(b) ৪৫০০ 
(c) ৫০০০ 
(d) ৫৫০০

২৩) ২ বছরে ৫% বার্ষিক চক্রবৃদ্ধ সুদে অঙ্ক P থেকে জমা পরিমাণ ১১০২৫ হলে P কত?
(a) ১০০০০ 
(b) ১০৫০০ 
(c) ১১০০০ 
(d) ১১৫০০

২৪) ১৭² কে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?
(a) ১ 
(b) ২ 
(c) ৩ 
(d) ৪

২৫) প্রথম ১৫টি বিজোড় সংখ্যার যোগফল কত?
(a) ২০০ 
(b) ২২৫ 
(c) ২৪০ 
(d) ২৫৬

Answer Key

০১.(b) ২৮, ০২. (b) ৮%, ০৩. (b) ১০৫০, ০৪.(b) ১৪৪০, ০৫. (a) ২৪, 

০৬.(b) ১:১, ০৭.(c) ৩৯, ০৮.(a) ৩ ঘন্টা ৪৫ মিনিট, ০৯.(b) ৯০ কিমি/ঘণ্টা, ১০.(b) ৬ ঘণ্টা ১৫ মিনিট, 

১১.(b) ২৪, ১২.(b) ১৩৮০, ১৩.(b) ₹৭২০, ১৪.(b) ১৮০, ১৫.(a) ৫৪০০, 

১৬.(b) ৫, ১৭.(c) ০% , ১৮.(b) ৬, ১৯.(c) ৩০, ২০.(b) ১৪%, 

২১.(c) ১১ দিন, ২২.(c) ৫০০০, ২৩.(a) ₹১০০০০, ২৪.(d) ৪, ২৫.(b) ২২৫


পাটিগণিত প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: পাটিগণিত প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  326 KB  



No comments:

Post a Comment