WBJEEB ANM GNM 2025-26: সর্বশেষ বিজ্ঞপ্তি, সময়সূচি ও সম্পূর্ণ তথ্য
ডিয়ার ছাত্রছাত্রীরা,
তোমাদের জন্য আজকে আমরা দারুন একটি আনন্দের খবর নিয়ে হাজির হিয়েছি, যে খবরটির জন্য তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে। তোমদের সেই অপেক্ষার অবশান ঘটতে চলেছে।
গতকাল অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে WBJEEB ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কলেজ/ইনস্টিটিউটে ভর্তির জন্য ANM(R) & GNM-২০২৫ এবং কাউন্সেলিং পরিচালনা করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই পরীক্ষাটি দুটি বছরের সহায়ক নার্সিং ও মিডওয়াইফারি (সংশোধিত) কোর্স এবং তিন বছরের জেনারেল নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের জন্য সম্পাদিত হবে। তাই আরা এখন সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে একটি প্রতিবেদন তোমাদের জন্য উপস্থাপন করলাম, যার ভাষা এবং ধরন অত্যন্ত সহজ বাংলা ভাষায় থাকবে।
তাই আর দেরি না করে নীচে দেওয়া পয়েন্ট অনুযায়ী তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন এবং প্রস্তুতি নিয়ে নাও-
WBJEEB ANM ও GNM ২০২৫-২৬: সম্পূর্ণ তথ্য
১. পরীক্ষার সময়সূচি ও সময়সীমা
বুলেটিন পাবলিশ | ২৮শে আগস্ট ২০২৫ |
আবেদন শুরু | ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ |
আবেদন শেষ | ১৫ই সেপ্টেম্বর ২০২৫ |
সংশোধনের তারিখ | ১৭–১৮ই সেপ্টেম্বর, ২০২৫ |
এডমিট কার্ড সংগ্রহের তারিখ | ১০–১৯শে অক্টোবর ২০২৫ |
পরীক্ষার সম্ভাব্য তারিখ | ১৯ অক্টোবর ২০২৫ (রবিবার) |
২. যোগ্যতা ও যোগ্যতা শর্ত
- প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের ডোমিসাইল/নিবাসী হতে হবে।
- আবেদকের বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কমপক্ষে ১৭ বছর হওয়া আবশ্যিক।
- ANM-তে শুধুমাত্র মহিলা প্রার্থী, GNM-এ উভয় লিঙ্গ প্রার্থী আবেদন করতে পারবে
৩. পরীক্ষার কাঠামো ও বিষয়বস্তু
- মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি
- মোট নম্বর : ১১৫
- সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট
- প্রশ্নের ধরন : MCQ
- মোট ক্যাটাগরি : ২টি
- প্রতিটি প্রশ্নের মান : ক্যাটাগরি ১ - ১ নম্বর, ক্যাটাগরি ২ - ২ নম্বর
- নেগেটিভ মার্কিং : -০.২৫ (শুধুমাত্র ক্যাটাগরি ১)
জীবন বিজ্ঞান- ৪০টি, ভৌত বিজ্ঞান- ২০টি, ইংরেজি- ১৫টি, অঙ্ক- ১০টি, সাধারণ জ্ঞান- ১০টি, লজিক্যাল রিজনিং- ৫টি প্রশ্ন থাকবে
৪. যোগাযোগ
যেকোনো সন্দেহ বা সহায়তা প্রয়োজনে:
- Officer on Special Duty, WBJEEB, RUPANNA, DB-118, Salt Lake City, Kolkata-700064
- হেল্পডেস্ক নম্বর: 1800-123-4782 (Extn. No – 2)
- ইমেইল: info@wbjeeb.in
বিঃ দ্রঃ-
- নতুন নিয়মাবলী, সময়সীমা ও প্রবেশিকার সম্পর্কে জানতে হলে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
- Information Bulletin PDFটি সংগ্রহ করে খুব ভালোভাবে দেওয়া গুরুত্বপূর্ণ নিয়ম, প্রবেশিকা কাঠামো, নম্বর বন্টন, এবং প্রবেশিকার নিয়মাবলী গুলি দেখে নেবে।
৫. বিজ্ঞপ্তির সকল PDF সমূহ-
বুলেটিন | View Now |
পরীক্ষার সময়সূচী | View Now |
পরীক্ষার নিয়মাবলী | View Now |
পরীক্ষার ক্ষেত্র | View Now |
আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক | Join Now |
আরও পড়ুন - WBJEE বিগত দশ বছরের প্রশ্নপত্র (2014-2024)
No comments:
Post a Comment