Reasoning Practice Set in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
এখন সামনে যত গুলি পরীক্ষা আছে তার প্রায় প্রতিটি পরীক্ষাতে রিজনিং বিষয়টি আছে এবং পর্যাপ্ত পরিমানে আছে। তাই আমরা তোমাদের সেই রিজনিং বিষয়টিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি, রিজনিং প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে ৩০টি ভিন্ন টপিকের রিজনিং প্রশ্ন উত্তর দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের আগত WBP Constable, RPF Constable, Kolkata Police এবং আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
সুতরাং দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও এবং যদি ভাললাগে অবশ্যই PDF টি সংগ্রহ করে রাখবে।
রিজনিং প্র্যাকটিস সেট
01. অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কি হবে নির্ণয় করো: [1] Counter [2] Courier [3] Courage [4] Counsel [5] Country
a) 5,1,4,2,3
b) 5,4,2,1,3
c) 4,1,5,3,2
d) 4,1,2,3,5
02. লুপ্ত সংখ্যাটি নির্ণয় কর : 21, ?, 27, 35, 51, 83
a) 23
b) 24
c) 25
d) 26
03. a _ cead _ e _ dceadc _ ?
a) CCDC
b) ACDE
c) AAAB
d) DCAE
04. সঠিক উত্তর নির্বাচন করো : 7 : 56 : 8 : ?
a) 64
b) 72
c) 56
d) 81
05. লুপ্ত সংখ্যাটি নির্ণয় কর: 5,16,51,158, ?
a) 1452
b) 1454
c) 481
d) 483
06. একটি নির্দিষ্ট কোডে যদি HAPPY কে লেখা হয় IBQQZ তবে SORROW কি কিভাবে লেখা হবে ?
a) TPSSPX
b) TTPSSPX
c) TPSSXX
d) TPPSPX
07. সোনালী আঁশের দেশ : বাংলাদেশ : : হাজার দ্বীপের দেশ : ?
a) কিউবা
b) জার্মানি
c) জাপান
d) ফিনল্যান্ড
08. কোনটি ভুল সংখ্যা : 7, 28, 63, 124, 215, 342
a) 63
b) 342
c) 28
d) 124
09. সঠিক উত্তর নির্বাচন : ভারত : রূপী :: রাশিয়া : ?
a) পাউন্ড
b) ডলার
c) দিনার
d) রুবেল
10. "কমলালেবু" যদি "মাখন", হয় "মাখন" যদি "সাবান" হয়, "সাবান" যদি "কালি" হয়, "কালি" যদি "মধু" হয়, এবং "মধু" যদি "কমলালেবু" হয়, তবে কাপড়-জামা ধুতে কি ব্যবহার করা হয় ?
a) মধু
b) কমলালেবু
c) কালি
d) মাখন
11. ভুল সংখ্যাটি নির্ণয় কর : 3, 10, 29, 66, 107, 218
a) 55
b) 66
c) 107 *
d) 108
12. ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বললো, "তার বাবা হল আমার মায়ের একমাত্র পুত্র।" এটি কার ছবি ?
a) অনিলের বাবা
b) অনিলের পুত্র
c) অনিল
d) অনিলের ভাই
13. লুপ্ত সংখ্যাটি নির্ণয় কর : 5, 11, 21, 43, 53, 107, ?
a) 130
b) 120
c) 127
d) 117
14. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে : 5, 7, 17, 31, 65, 127, ?
a) 257
b) 255
c) 245
d) 240
15. 4, 8, 16, 32, ?, 128
a) 60
b) 64
c) 62
d) 68
16. FJUL : BOQQ :: LHRX : ?
a) HRYY
b) HMNC
c) BKPR
d) MNCC
17. MUMBAI : LTLAZH :: DELHI : ?
a) BCKGH
b) CDKGG
c) CDKGH
d) IHLED
18. কোনটি ভুল সংখ্যা: 232, 343, 454, 564, 676
a) 676
b) 564
c) 343
d) 454
19. বেমানান শব্দ চিহ্নিত করো :
a) ফিমার
b) ম্যালিয়াস
c) স্টেপিস
d) ইনকাস
20. শূন্যস্থানে কি বসবে : 21, 23, 27, 33, __ ?
a) 37
b) 49
c) 43
d) 41
21. যদি FISH কে লেখা হয় EHRG একটি নির্দিষ্ট কোডে,তবে JUNGLE কি কি ভাবে লেখা হবে ?
a) ITMFKD
b) TIMFKD
c) KVOHMF
d) ITNFKD
22. মানস : অসম : : বান্ধবগড় : ?
a) ছত্তিশগড়
b) উত্তরপ্রদেশ
c) মধ্যপ্রদেশ
d) ঝারখন্ড
23. পঞ্চতন্ত্র : বিষ্ণুগুপ্ত : : সূর্যসিদ্ধান্ত : ?
a) সুশ্রুত
b) বাৎস্যায়ন
c) সমুদ্রগুপ্ত
d) আর্যভট্ট
24. Doll, Dear, Dry, Drinks, Dust এখানে কোন Word অন্যদের চেয়ে আলাদা ?
a) প্রিয়
b) শুষ্ক
c) পানীয়
d) ধুলো
25. A এবং B দুই ভাই, C এবং D দুই বোন, A এর পুত্র D এর ভাই হলে B এবং C এর মধ্যে সম্পর্ক কি ?
a) বাবা
b) কাকা
c) ভাই
d) ঠাকুরদা
26. O = 12, MOM = 40 এবং FAN = 60 হলে, HAND = ?
a) 44
b) 77
c) 80
d) 81
27. শ্যামল প্রথমে 10 কিলোমিটার উত্তরে গেল, তারপর সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিনে গেল, তারপর সেখান থেকে সে 3 কিলোমিটার পূর্বে গেল, তাহলে এখন শ্যামল শুরুর স্থান থেকে বর্তমানে কত দূরে অবস্থিত ?
a) 4 কিলোমিটার
b) 5 কিলোমিটার
c) 6 কিলোমিটার
d) 7 কিলোমিটার
28. একজন ব্যক্তি পশ্চিম দিকে যাত্রা শুরু করল ,কিছুক্ষণ পর সে 45 ডিগ্রী ঘড়ির কাটার দিকে ঘুরে হাটতে শুরু করল এবং কিছুক্ষণ পর আবার সেই দিকেই 180 ডিগ্রি ঘুরে গেল, তার পরে 270 ডিগ্রী ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে গেলে বর্তমানে কোন দিকে অবস্থিত ?
a) দক্ষিণ
b) পশ্চিম
c) উত্তর-পশ্চিম
d) দক্ষিণ-পশ্চিম
29. একটি ঘড়িতে সবসময় থাকে -
a) ব্যাটারি
b) এলাম
c) কাটা
d) নাম্বার
30. Book : Publisher ; দুটি শব্দ একটি আরেকটির সাথে সম্পর্কিত হলে, Film : ? , এর সাথে নিম্নলিখিত কোন শব্দটি সম্পর্কিত -
a) প্রযোজক
b) পরিচালক
c) লেখক
d) সম্পাদক
রিজনিং প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো
File Details ::
File Name: রিজনিং প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 04
File Size: 314 KB
No comments:
Post a Comment