পুলিশের পদ সংক্রান্ত ফুল ফর্ম তালিকা PDF || List of Police Posts Full Form
ডিয়ার স্টুডেন্ট,
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি পুলিশের পদ সংক্রান্ত ফুল ফর্ম তালিকা টি। যে তালিকা আমরা একটু অন্যরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা তোমাদের পড়তে এবং মনে রাখতে দারুন ভাবে সুবিধা হবে। অতএব তোমরা আর কোনো রকম সময়ের বিলম্ব না করে তাড়াতাড়ি পড়ে নাও যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কাজে আসে।
এই পোস্টটি একটি অন্যরকম পোস্ট প্রায় সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির ক্ষেত্রে। তোমরা যারা বিভিন্ন রকম পরীক্ষা গুলি দিয়েছো তোমাদের এই পোস্টটির গুরুত্ব আলাদা করে বলার প্রয়োজন নেই এবং যারা এই প্রথম প্রথম পরীক্ষা দেবে তোমাদের বলছি তোমরা অবশ্যই পোস্টটি একবার হলেও পড়ো।
পুলিশের পদ সংক্রান্ত ফুল ফর্ম
পদের নাম | ফুল ফর্ম |
---|---|
DGP | Director General of Police |
ADGP | Additional Director General of Police |
IGP/IG | Inspector General of Police |
DIG | Deputy Inspector General of Police |
SSP | Senior Superintendent of Police |
SP | Superintendent of Police |
Addl. SP | Additional Superintendent of Police |
ASP | Assistant Superintendent of Police |
DSP | Deputy Superintendent of Police |
ACP | Assistant Commissioner of Police |
DCP | Deputy Commissioner of Police |
PI | Police Inspector |
SI | Sub-Inspector |
ASI | Assistant Sub-Inspector |
CP | Commissioner of Police |
SCP | Special Commissioner of Police |
Addl. CCP | Additional Commissioner of Police |
JCP | Joint Commissioner of Police |
DCP | Deputy Commissioner of Police |
ACP | Assistant Commissioner of Police |
পুলিশ সংক্রান্ত ফুল ফরম-এর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পুলিশের পদ সংক্রান্ত ফুল ফর্ম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 130 KB
No comments:
Post a Comment