Breaking




Wednesday, 30 July 2025

বিজ্ঞান: WBP SI-এর পূর্ববর্তী বছরের সমাধান প্রশ্নপত্র (২০২১-২০১৯-২০১৮)

ভূগোল: WBP SI-এর পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র (২০২১-২০১৯-২০১৮) | WBP SI Science Solved Question Paper PDF

বিজ্ঞান: WBP SI-এর পূর্ববর্তী বছরের সমাধান প্রশ্নপত্র
বিজ্ঞান: WBP SI-এর পূর্ববর্তী বছরের সমাধান প্রশ্নপত্র
হ্যালো বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা WBP SI বিজ্ঞান প্রশ্নপত্র PDF (সমাধান) এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে ২০২১, ২০১৯, ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া WBP SI পরীক্ষায় আসা সমস্ত বিজ্ঞান প্রশ্ন গুলি আমরা বেছে বেছে নিয়ে আলাদা আলাদা ভাবে সাজিয়ে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম।
সুতরাং দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মুখস্ত করে নাও আর যদি ভাললাগে অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দেবে। 

বিজ্ঞান: WBP SI-এর পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র

WB পুলিশ SI সমাধান প্রশ্নপত্র – 2021

01. অ্যামিবার কোষ বিভাজনের প্রক্রিয়াকে বলা হয়—
(ক) মাইকোসিস
(খ) অ্যামিটোসিস
(গ) মাইটোসিস ✓
(ঘ) মিয়োসিস

02. টর হল এর একক-
(ক) ভরবেগ
(খ) চাপ ✓
(গ) কাজ
(ঘ) বল

03. নিচের কোনটি ব্যাকটেরিয়া সম্পর্কিত রোগ নয়?
(ক) নিউমোনিয়া
(খ) টাইফয়েড
(গ) ইনফ্লুয়েঞ্জা ✓
(ঘ) ডিপথেরিয়া

04. নিচের কোনটি মিশ্র গ্রন্থি নামে পরিচিত?
(ক) লিভার
(খ) থাইরয়েড
(গ) অগ্ন্যাশয় ✓
(ঘ) পিটুইটারি

05. যদি ব্যারোমিটারে বুধের উচ্চতা দ্রুত হ্রাস পায় তবে তা নির্দেশ করে যে-
(ক) রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা
(খ) ঝড়ের সম্ভাবনা ✓
(গ) পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা
(ঘ) বৃষ্টির সম্ভাবনা

06. নিচের কোনটি ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য একটি ব্রাউজার?
(ক) আইওএস
(খ) গুগল ক্রোম
(গ) টর ✓
(ঘ) লিনাক্স

07. মানবদেহে রক্ত জমাট বাঁধে না কোথায়?
(ক) কৈশিক ✓
(খ) ধমনী
(গ) মস্তিষ্ক
(ঘ) শিরা

08. ব্যবহারকারীর পাসওয়ার্ড সংগ্রহের জন্য ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করাকে বলা হয়-
(ক) ধাওয়া করা
(খ) ধমকানো
(গ) ই-বোমা হামলা
(ঘ) ফিশিং ✓

09. 'ফায়ার আইস' কী?
(ক) প্রোপেন হাইড্রেট
(খ) মিথেন হাইড্রেট ✓
(গ) মিথিলিন হাইড্রেট
(ঘ) ইথেন হাইড্রেট

10. সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রাকে প্রতিনিধিত্ব করে?
(ক) -২৩৭.১৫°সে.
(খ) -২৭৩.১৫°সে. ✓
(গ) -৩৭৩.১৫°সে.
(ঘ) ০°সে.

WB পুলিশ SI সমাধান প্রশ্নপত্র – 2019

01. প্যালিওন্টোলজিতে কী অধ্যয়ন করা হয়?
(ক) উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম ✓
(খ) আগ্নেয়গিরি
(গ) বায়ুমণ্ডল
(ঘ) শিলা

02. নিউটনের গতির প্রথম সূত্রটি নামেও পরিচিত-
(ক) স্থিরতা নীতি
(খ) আপেক্ষিকতার নীতি
(গ) কার্যকারণ নীতি
(ঘ) জড়তার নীতি ✓

03. হীরা শক্ত কারণ-
(ক) এটি কার্বন পরমাণু দ্বারা গঠিত।
(খ) চারটি ভ্যালেন্স ইলেকট্রনই প্রতিটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ। ✓
(গ) এটি পোড়ানো যাবে না।
(ঘ) এটি একটি বিশাল অণু।

04. প্রাকৃতিক নির্বাচনের সূত্রটি কোনটির সাথে সম্পর্কিত?
(ক) ডারউইন ✓
(খ) মেন্ডেল
(গ) ডাল্টন
(ঘ) জেবিএস হ্যালডেন

05. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য নিচের কোনটি প্রয়োজন?
(ক) পেনিসিলিন
(খ) স্ট্রেপ্টোমাইসিন
(গ) ইনসুলিন ✓
(ঘ) স্টেরয়েড

06.' গোবর গ্যাস' -এর প্রধান উপাদান হল-
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) মিথেন ✓
(গ) ইথেন
(ঘ) হাইড্রোজেন

07. নিচের কোন এককটি বৈদ্যুতিক পরিমাপের একক নয়?
(ক) কুলম্ব
(খ) সিমেন
(গ) অ্যাংস্ট্রম ✓
(ঘ) ওহম

08. গরুর দুধ একটি সমৃদ্ধ উৎস হল-
(ক) ভিটামিন-বি ✓
(খ) ভিটামিন-ডি
(গ) ভিটামিন-এ
(ঘ) ভিটামিন-সি

09. নিচের কোনটি নাইট্রোজেন স্থিরকারী ব্যাকটেরিয়ার উদাহরণ?
(ক) ইউক্যারিওটিক
(খ) রাইজোবিয়াম
(গ) অ্যাজোটোব্যাক্টর ✓
(ঘ) প্রোক্যারিওটিক

10. সালোকসংশ্লেষণে সাহায্যকারী রঞ্জক পদার্থ-
(ক) ক্রোমাটোফোর
(খ) লিউকোপ্লাস্ট
(গ) ক্লোরোপ্লাস্ট ✓
(ঘ) ক্রোমাটোপ্লাস্ট

11. নিচের কোনটি একটি ভেক্টর রাশি?
(ক) বল ✓
(খ) ভর
(গ) ঘনত্ব
(ঘ) জড়তা

12. সূর্যালোকের সংস্পর্শে একজন ব্যক্তির স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে কারণ-
(ক) প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
(খ) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন-ডি তে রূপান্তরিত করে ✓
(গ) ইনফ্রা-রেড আলো শরীরের ব্যাকটেরিয়া মেরে ফেলে।
(ঘ) ত্বকের রঙ্গক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি স্বাস্থ্যকর ট্যান তৈরি করে।

13. সূর্য নিচের কোনটি থেকে শক্তি পায়?
(A) নিউক্লিয়ার ফিশন
(খ) আলোক তড়িৎ প্রভাব
(গ) রাসায়নিক বিক্রিয়া
(ঘ) নিউক্লিয়ার ফিউশন ✓

14.' অ্যাথলিটের পা ', একটি রোগ যা দ্বারা সৃষ্ট-
(ক) ছত্রাক ✓
(খ) প্রোটোজোয়া
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) নিমাটোড

15. স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের বেগ হল-
(ক) 332 মি/সেকেন্ড ✓
(খ) ৩৩২০ মি/সেকেন্ড
(গ) ৩০ মি/সেকেন্ড
(ঘ) ৩২০০ মি/সেকেন্ড

16. একটি রকেটের কার্যকারিতা নীতির উপর ভিত্তি করে তৈরি হয়-
(ক) কেপলারের সূত্র
(খ) প্যাসকেলের সূত্র
(গ) বয়েলের সূত্র
(ঘ) নিউটনের সূত্র ✓

17. বাণিজ্যিক সারে কোন উপাদানটি সবচেয়ে কম পাওয়া যায়?
(ক) ফসফরাস
(খ) সিলিকন ✓
(গ) নাইট্রোজেন
(ঘ) পটাশিয়াম

18. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
(ক) কোক
(খ) গ্রাফাইট
(গ) কাঠকয়লা
(ঘ) হীরা ✓

19. নিম্নলিখিত সকল মহৎ গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত, ব্যতীত-
(ক) হিলিয়াম
(খ) জেনন
(গ) আর্গন
(ঘ) রেডন ✓

20. নিচের কোনটি কণা নয়?
(ক) বিটা
(খ) গামা
(গ) আলফা
(ঘ) বদ্বীপ ✓

WB পুলিশ SI সমাধান প্রশ্নপত্র – 2018

01. টেলিযোগাযোগের জন্য নিচের কোন তরঙ্গ ব্যবহার করা হয়?
(ক) মাইক্রোওয়েভ ✓
(খ) অতিবেগুনী রশ্মি
(গ) ইনফ্রা-রেড রশ্মি
(ঘ) এক্স-রে

02. 'উচ্চতার ভয়' কে বলা হয়-
(ক) অ্যাক্রোফোবিয়া ✓
(খ) অ্যাংলোফোবিয়া
(গ) এরগোফোবিয়া
(ঘ) অ্যাগোরাফোবিয়া

03. গাড়ির হেড ল্যাম্পে ব্যবহৃত আয়নার ধরণ হল-
(ক) গোলাকার অবতল দর্পণক
(খ) গোলাকার উত্তল দর্পণ
(গ) সমতল আয়না
(ঘ) প্যারাবোলিক অবতল দর্পণ ✓

04. জীবাশ্ম অধ্যয়নের বিষয় হল-
(ক) পেট্রোলজি
(খ) জীবাশ্মবিদ্যা ✓
(গ) প্যালিওবোটানি
(ঘ) প্রত্নতত্ত্ব

05. খুব কম তাপমাত্রায় ঘটনাবলীর অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানটি পরিচিত-
(ক) ফ্রোজেনিকস
(খ) সাইটোজেনেটিক্স
(গ) রেফিজেনিক্স
(ঘ) ক্রায়োজেনিক্স ✓

06. রোগ সংক্রমণের জন্য দায়ী পোকামাকড়কে বলা হয়-
(ক) ভেক্টর ✓
(খ) ড্রোন
(গ) ট্রান্সমিটার
(ঘ) পরিবাহী

07. সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
(ক) ক্রোনোমিটার
(খ) ওডোমিটার
(গ) গ্যালভানোমিটার
(D) ফ্যাথোমিটার ✓

08. মানুষের খুলি _____ সংখ্যক হাড় দিয়ে তৈরি।
(ক) ২৬
(খ) ১৪
(গ) ২২ ✓
(ঘ) ১৫

09. পোলিও টিকা কে আবিষ্কার করেন?
(ক) কনরাড জুস
(খ) জোনাস সল্ক ✓
(গ) লুই পাস্তুর
(ঘ) এলি হুইটনি

WBP SI বিজ্ঞান মাধান প্রশ্নপত্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Nowলেখায় ক্লিক করো

File Details :: 

File Name: WBP SI ভূগোল সমাধান প্রশ্নপত্র

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  323 KB 


No comments:

Post a Comment