Breaking




Wednesday, 7 February 2024

প্রাইমারি টেট ইন্টারভিউ টিপস - ডকুমেন্ট || পোশাক || প্রশ্ন

প্রাইমারি টেট ইন্টারভিউ টিপস || WB Primary Interview Tips and Important Question Answer

প্রাইমারি টেট ইন্টারভিউ টিপস
প্রাইমারি টেট ইন্টারভিউ টিপস
ডিয়ার টেট প্রার্থী,
যারা প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দেবার জন্য অপেক্ষা করছেন বা যারা একবার দিয়েছেন কিন্তু পাশ করতে পারেননি ঠিকঠাক গাইডের জন্য। আর কোন রকম চিন্তা করার প্রয়োজন নেই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন এই পোস্টটি নিয়ে।
যে পোস্টটির মধ্যে প্রাইমারি টেট ইন্টারভিউ দেবার জন্য যাবতীয় তথ্য গুলি খুবই সহজ সরল ভাবে দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে প্রাইমারির চাকরির ক্ষেত্রে একাডেমিক স্কোর থাকলেও, ইন্টারভিউতে যদি পারদর্শিতা দেখানো যায়, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অধিক বেড়ে যাবে। তার জন্য দরকার সঠিক টিপস তাই আর দেরি না করে তাড়াতাড়ি মনোযোগ সহকারে নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নিন-

টেট ইন্টারভিউর ডকুমেন্ট ঃ-
যে সমস্ত ডকুমেন্ট ফর্ম ফিলাপের সময় দিয়েছিলেন সেই সকল ডকুমেন্ট গুলি নিয়ে যেতে হবে-
  1. অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
  2. অনলাইন ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফর্ম
  3. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট
  4. গ্র্যাজুয়েশন মার্কশিট ও সার্টিফিকেট
  5. ডি.এল.এড. ট্রেনিং মার্কশিট ও সার্টিফিকেট
  6. আধার কার্ড
  7. ভোটার কার্ড
  8. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

টেট ইন্টারভিউর পোশাক ঃ- 
টেট ইন্টারভিউর জন্য পোশাক হিসেবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা যেন দৃষ্টিকটুর না হয় এবং সাধারণ হয়, তার জন্য ট্রাই করা যেতে পারে-
  • ফর্মাল ফুল হাতা জামা ও প্যান্ট
  • মহিলাদের ক্ষেত্রে শাড়ি নাহলে চুড়িদার
  • ফর্মাল বুট বা জুতো
  • হাতে অবশ্যই একটা ঘড়ি
  • জামা, চুড়িদার বা শাড়ির রঙ যেন হালকা হয়

টেট ইন্টারভিউর প্রশ্ন
নিজের সম্পর্কিত কিছু তথ্য যেমন- নিজের নাম, গ্রামের নাম, জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে এখন কি করছেন এর পাশাপাশি নিজের নামের অর্থ, নামের সঙ্গে মিল থাকা কোনো পৌরানিক বা বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জেনে যাওয়া, নামের সন্ধি বা সমাস থাকলে তা জেনে যাওয়া। এছাড়াও কোন পরীক্ষায় কত মার্কস পেয়েছেন সেগুলি মুখস্ত রাখতে হবে

নিজের গ্রাম, জেলা ও রাজ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- বিখ্যাত স্থাপত্য, সাহিত্যিক-কবি, নদ-নদীর নাম, বিখ্যাত কিছু জিনিস, উল্লেখযোগ্য স্থান এবং রাজ্যের কিছু সরকারি প্রকল্প সম্পর্কে নিজেকে অবগত রাখতে হবে। 

যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে সেই বিষয়ের সাধারণ বিষয় গুলি খুব ভালোভাবে দেখে রাখতে হবে।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যে সকল পাঠ্যপুস্তক আছে, তাদের নাম এবং সিলেবাস গুলি দেখে রাখতে হবে।

D.El.Ed বা B.Ed সম্পর্কিত বিষয় গুলি যেমন:- বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, কে কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন, বিভিন্ন ফুলফর্ম, শিক্ষা কমিশন ইত্যাদি

কারেন্ট অ্যাফেয়ার্স, মূলত বিগত কয়েক মাসের কেবল গুরুত্বপূর্ণ তথ্য গুলি জেনে যেতে হবে।

এছাড়াও যে জিনিস গুলি লক্ষ্য রাখতে হবে-
  • নিজের দেশ সম্পর্কে জেনে রাখা।
  • বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীসভা।
  • নিজের হবি বা শখ সম্পর্কিত তথ্য জেনে যাওয়া।
  • যে দিন ইন্টারভিউ হবে, সেদিনের সংবাদপত্রটি দেখে যাওয়া।
  • ইন্টারভিউর দিনের বাংলা এবং ইংরেজি তারিখ।
ইন্টারভিউর বোর্ডে কি কি করবেন
  1. অনুমতি নিয়ে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা।
  2. বসতে বললে তবেই চেয়ারে বসা এবং ধন্যবাদ জ্ঞাপন।
  3. চেয়ার না টেনে বসা।
  4. মেরুদণ্ড সোজা করে ও হাত দুটি কাছে ফাইল থাকলে কোলের উপর রেখে বসা।
  5. যিনি প্রশ্ন করেছেন তার দিকে চোখে চোখ রেখে উত্তর দেওয়া। 
  6. সত্যি কথা বলা, মুখে হাসি রাখা। 
  7. ডেমো ক্লাস দেওয়ার সময় ডানহাতে চক এবং বাম হাতে ডাস্টার ধরা এবং ডেমোর শেষে অবশ্যই বোর্ড মুছে দেওয়া, বোর্ডের বাম দিকে দাঁড়িয়েই ডেমো দেওয়া। 
  8. উত্তর জানা না থাকলে Sorry বলা। 
  9. প্রশ্নের উত্তর সুস্পষ্ট ভাবে দেওয়া, খেয়াল রাখতে হবে বলার মধ্যে কোন যেন জড়তা না থাকে।
  10. ইন্টারভিউ শেষ হলে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের অনুমতি নিয়ে এবং পুনরায় অভিবাদন জানিয়ে প্রস্থান করতে হবে। 
ইন্টারভিউর বোর্ডে কি কি করবেননা -
  1. অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবেন না এবং ঘরে প্রবেশ করে অভিবাদন জানাতে ভুলবেন না। 
  2. বসার জন্য অনুমতি না নিয়ে বসবেন না। 
  3. বসার সময় কোন শব্দ করবেন না। 
  4.  বসার পর অযথা হাত-পা নাড়াবেন না বা প্রশ্নের উত্তর দেয়ার সময় হাত তুলবেন না। 
  5. যে প্রশ্ন করা হচ্ছে তার যথাযথ উত্তর দেবেন, Over Smartness দেখাতে যাবেন না। 
  6. বোর্ড মেম্বারদের সঙ্গে তর্কে জড়াবেন না।
  7. কোন উত্তরের মধ্যে কোন রকম রাজনৈতিক প্রসঙ্গ তুলা যাবেনা।
  8. বর্তমানে কি করছেন এমন প্রশ্ন করা হলে একদম বেকার বলে সমানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার নেগেটিভিটি প্রকাশ করে।টিউশনি করে সামান্য কিছু দিয়েও নিজ পরিবারকে সাহায্য করেন এমন কিছু পজিটিভ বক্তব্য রাখবেন।


No comments:

Post a Comment