SSC GD Constable GK Question Answer PDF In Bengali || এসএসসি জিডি কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF
ডিয়ার SSC পরীক্ষার্থী,
তোমাদের জন্য আমরা আজকে SSC GD Constable GK Question Answer PDF In Bengali -টি শেয়ার করছি। যে PDF-টিতে জিকে বিষয়ের কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে যে প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার জন্য বিশেষ ভাবে উপযোগী। তোমরা অবশ্যই প্রশ্ন গুলি মনোযোগ সহকারে মুখস্থ করে নাও এবং ভালো ভাবে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।
আমরা নীচে কিছু নমুনা প্রশ্ন শেয়ার করছি সব গুলি প্রশ্ন পড়ার জন্য PDF-টি সংগ্রহ করে পড়তে হবে। সুতরাং PDF-টি সংগ্রহ করে পড়া শুরু করে নাও।
এসএসসি জিডি কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর
❒ বেদ সমাজের স্থাপনা কোথায় হয়েছিল ?
Ans: মাদ্রাসে
❒ রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: ফুটবল
❒ ভারতীয় সংবিধানের ৫০ তম সংশোধন কবে হয়েছিল ?
Ans: ১৯৮৪ সালে
❒ ২০২১ সালে কুস্তিতে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছেন ?
Ans: রবি কুমার দাহিয়া
❒ ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ?
Ans: পিনাকী চন্দ্র ঘোষ
❒ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
Ans: নর্মদা
❒ AIDS এর পুরো নাম কি ?
Ans: অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম
❒ বায়ু শক্তি উৎপাদনের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
Ans: তামিলনাড়ু
❒ ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
Ans: ক্যালসিফেরল
❒ জাতীয় মহিলা দিবস কবে পালিত হয় ?
Ans: ১৩ই ফেব্রুয়ারি
❒ কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয় ?
Ans: ইংল্যান্ডের বার্মিংহামে
❒ আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ?
Ans: ১২ই আগস্ট
❒ পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ?
Ans: কেরালা এবং তামিলনাড়ু
❒ বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
Ans: ২২শে মার্চ
❒ কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় ?
Ans: রাজস্থান
❒ কে দেশবন্ধু নামে খ্যাত ?
Ans: চিত্তরঞ্জন দাশ
❒ জালিকাট্টু ফেস্টিভ্যাল কি ?
Ans: ষাঁড়ের লড়াই
❒ বাল্বের ফিলামেন্ট কোনটি দ্বারা তৈরি ?
Ans: টাংস্টেন
❒ বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
Ans: ২রা ফেব্রুয়ারি
❒ আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে ?
Ans: ৭টি পর্যায় ও ১৮টি শ্রেণি আছে
❒ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয় ?
Ans: হ্যারোড ডোমার মডেল
❒ রোধাঙ্কের SI একক কি ?
Ans: ওহম-মিটার
❒ রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত ভিটামিনের নাম কি ?
Ans: ভিটামিন কে
❒ পর্যায় সারণির কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থিত ?
Ans: ১৮
❒ নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: জ্যাভলিন থ্রো
❒ কোষের প্রোটিন এবং ফ্যাট কোনটির অংশ ?
Ans: প্রোটোপ্লাজম
❒ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
Ans: সমুদ্রগুপ্তকে
❒ তামিলনাড়ুতে কোন পার্টির সরকার রয়েছে ?
Ans: AIADMK.
❒ আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
Ans: লাইসোজোমকে
❒ NABARD এর পুরো নাম কি ?
Ans: National Bank For Agriculture And Rural Development (ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট)
❒ হিলিয়ামের জারণ সংখ্যা কত ?
Ans: শূন্য
❒ বেঙ্গল টাইগার কোন ধরনের অরণ্যে পাওয়া যায় ?
Ans: ম্যানগ্রোভ অরণ্য
❒ সাঙ্গাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ans: মণিপুর
❒ ২০২৩ এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক কোথায় হবে ?
Ans: মুম্বাই
❒ বাসভারাজ বোম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
Ans: কর্ণাটক
❒ বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans: পাঞ্জাব
❒ মৌসিনরাম কোথায় অবস্থিত ?
Ans: পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত
❒ পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?
Ans: তামিলনাড়ু
❒ অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি ?
Ans: নর্মদা
❒ হর্নবিল উৎসব কোথায় পালন করা হয় ?
Ans: নাগাল্যান্ড
❒ নভরোজ বা নওরোজ উৎসব কারা পালন করে ?
Ans: পারসিরা
❒ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক্স কে ?
Ans: দেবেন্দ্র ঝাঝারিয়া
❒ SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: ২৪শে জানুয়ারি ১৯৭৩ সালে
❒ জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
Ans: ২৮শে ফেব্রুয়ারি
❒ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন ?
Ans: জওহরলাল নেহেরু
SSC GD Constable প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: SSC GD Constable GK Question Answer
File Format: PDF
No. of Pages: 04
File Size: 211 KB
SSC GD Constable GK Quiz in Bengali | Click Here |
SSC GD Constable GK Quiz in Bengali | Click Here |
No comments:
Post a Comment