Breaking




Friday, 5 April 2024

বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF | Highest Peak of Mountains

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF

বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF
বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের ভূগোল বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, যে পোস্টটি আশা করছি তোমাদের আগত সকল চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের পোস্টটি হল ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF। যে পোস্টটি আমরা তালিকা আকারে তোমাদের সামনে তুলে ধরলাম। 
তাই তোমরা প্রথমে নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।

বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা

পর্বত সমূহ সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা
কারাকোরাম পর্বত গডউইন অস্টিন/K2 8611 মি.
হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা 8586 মি.
কুমায়ুন হিমালয় ত্রিশূল 7120 মি.
গাড়োয়াল হিমালয় নন্দা দেবী 7816 মি.
নীলগিরি পর্বত দোদাবেতা 2637 মি.
আন্নামালাই পর্বত আনাইমুদি 2695 মি.
পশ্চিমঘাট পর্বত আনাইমুদি 2695 মি.
পূর্বঘাট পর্বত জিন্দাগাড়া 1690 মি.
আরাবল্লী পর্বত গুরুশিখর 1722 মি.
সাতপুরা পর্বত ধূপগড় 1352 মি.
মহাকাল পর্বত অমরকণ্টক 1057 মি.
মিশমি পর্বত দাফাবুম 4579 মি.
বিন্ধ্য পর্বত কালুমার শৃঙ্গ/সদ্ভাবনা শিখর 752 মি
জাস্কার পর্বতমালা কামেট 7756 মি.
নাগা পাহাড় সারামতী 3826 মি.
গারো পাহাড় নকরেক 1412 মি.
কোহিমা পাহাড় জাপাভো 2995 মি.
বাবা বুদান পাহাড় মুলানগিরি 1923 মি.
শিলং পাহাড় শিলং শৃঙ্গ 1961 মি.
মিকির পাহাড় ডামবুকচো 1363 মি.
ছোটনাগপুর মালভূমি পরেশনাথ 1366 মি.

বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ PDF টি সংগ্রহ করতে নীচের Download Nowলেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  222 KB 


No comments:

Post a Comment