Breaking




Thursday 29 September 2022

ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম তালিকা PDF || List of names and heights of highest peaks in various states of India.

ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম || উচ্চতা তালিকা PDF
ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম || উচ্চতা তালিকা PDF
ডিয়ার স্টুডেন্ট >>>>
তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজ খুব সুন্দর ভাবে ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF আকারে দিচ্ছি। যে পোস্টটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম এবং উচ্চতা গুলি খুব গচ্ছিত আকারে দেওয়া হছে। তাই তোমরা যারা এই পোস্টটি আগে পড়েছো তোমরা আরেকবার ঝালিয়ে নাও এবং যারা এখনও পড়োনি তোমরা অতি অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নাও। 

ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ

❆ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ সান্দাকফু, উচ্চতা ৩৬৩৬ মিটার

❆ ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ দেওমালি, উচ্চতা ১৬৭২ মিটার

❆ সিকিমের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ কাঞ্চনজঙ্ঘা, উচ্চতা ৮৫৮৬ মিটার

❆ ঝাড়খন্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ পরেশনাথ, উচ্চতা ১৩৭০ মিটার

❆ মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ কালসুবাই, উচ্চতা ১৬৪৬ মিটার

❆ তেলেঙ্গানার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ লক্ষ্মীদেবীপল্লী, উচ্চতা ৬৭০ মিটার

❆ উত্তরাখন্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ নন্দাদেবী, উচ্চতা ৭৮১৬ মিটার

❆ ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ বেতালংছিপ, উচ্চতা ৯৩০ মিটার

❆ কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ মুল্যায়নাগিরি, উচ্চতা ১৯৩০ মিটার 

❆ মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ ধুপগড়, উচ্চতা ১৩৫০ মিটার

❆ মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ শিলং শৃঙ্গ, উচ্চতা ১৯৬৫ মিটার

❆ মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ ফংপুই, উচ্চতা ২১৫৭ মিটার 

❆ গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ গিরনার, উচ্চতা ১০৬৯ মিটার 

❆ ছত্তিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ বৈলাডিয়া রেঞ্জ, উচ্চতা ১২৭৬ মিটার

❆ অরুনাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ কঙ্গটো, উচ্চতা ৭০৬০ মিটার 

❆ বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ সোমেশ্বর ফোর্ট, উচ্চতা ৮৮০ মিটার

❆ রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ গুরু শিখর, উচ্চতা ১৭২২ মিটার 

❆ কেরালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ আনাইমুদি, উচ্চতা ২৬৯৫ মিটার

❆ উত্তরপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ আমসট শৃঙ্গ, উচ্চতা ৯৫৭ মিটার

❆ নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ মাউন্ট সারামতি, উচ্চতা ৩৮৪০ মিটার 

❆ তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ দোদাবেত্তা, উচ্চতা ২৬৩৭ মিটার 

❆ হিমাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ রিয়ো পুরগিল, উচ্চতা ৬৮১৬ মিটার 

❆ অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ আর্মা কোন্ডা, উচ্চতা ১৬৮০ মিটার 

❆ গোয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ সোসোগদ, উচ্চতা ১০২২ মিটার 

❆ মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
➺ মাউন্ট ইসো, উচ্চতা ২৯৯৪ মিটার 

❆ হরিয়ানার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
করোহ শৃঙ্গ, উচ্চতা ১৪৬৭ মিটার
ভারতের সর্বোচ্চ শৃঙ্গের PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ 

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  337 KB

Download Link : 

No comments:

Post a Comment