বিভিন্ন দেশের পর্বতমালা তালিকা PDF | List of Mountains of Different Countries In Bengali PDF
পৃথিবীর বিভিন্ন পর্বতমালা তালিকা PDF |
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের পৃথিবীর বিভিন্ন পর্বতমালা তালিকা PDF-টি দিচ্ছি। যে পোস্টটির মধ্যে পৃথিবীর বেশ কিছু উল্লেখযোগ্য পর্বতমালা তার অবস্থান এবং তার দৈর্ঘ্য এই সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি দেওয়া আছে, যা তোমাদের এই পোস্টটি পড়তে দারুন ভাবে সাহায্য করবে। তাই আর দেরি না করে নীচের দেওয়া তালিকাটি দেখে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে, কারনা চাকরির পরীক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট।
(বিঃ দ্রঃ- এই পোস্টটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বানানো, যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে অবশ্যই টেলিগ্রামে কমেন্ট করে জানাবে। আমরা সেটা যাচাই করে আপডেট করে দেবো।)
বিভিন্ন দেশের পর্বতমালা তালিকা
পর্বতমালা | অবস্থান | দৈর্ঘ্য |
---|---|---|
রকি পর্বতমালা | উত্তর আমেরিকা | ৪৮০০ কিমি |
ট্রান্স-অ্যান্টার্কটিক | কুমেরু | ৩৫০০ কিমি |
ইউরাল পর্বতমালা | রাশিয়া | ২৫০০ কিমি |
হিমালয় পর্বতমালা | এশিয়া | ২৪০০ কিমি |
আন্দিজ পর্বতমালা | দক্ষিণ আমেরিকা | ৭০০০ কিমি |
গ্রেট ডিভাইডিং রেঞ্জ | পূর্ব অস্ট্রেলিয়া | ৩৫০০ কিমি |
আলতাই পর্বতমালা | এশিয়া | ২০০০ কিমি |
ককেশাস পর্বতমালা | ইউরোপ | ১২০০ কিমি |
আল্পস পর্বতমালা | ইউরোপ | ১০৫০ কিমি |
হিন্দুকুশ পর্বতমালা | দক্ষিন মধ্য এশিয়া | ৮০০ কিমি |
অন্নপূর্ণা | নেপাল | ৫৫ কিমি |
অ্যাটলাস পর্বতমালা | উত্তর-পশ্চিম আফ্রিকা | ২৫০০ কিমি |
পশ্চিমঘাট পর্বতমালা | পশ্চিম ভারত | ১৬০০ কিমি |
কারাকোরাম পর্বতমালা | দক্ষিন মধ্য এশিয়া | ৫০০ কিমি |
আরাবল্লি পর্বতমালা | দক্ষিণ-পশ্চিম ভারত | ৮০০ কিমি |
আলাস্কা পর্বতমালা | মার্কিন যুক্তরাষ্ট্র | ১১৩০ কিমি |
অ্যাপালেচিয়ান পর্বতমালা | পূর্ব-উত্তর আমেরিকা | ২৪০০ কিমি |
বিভিন্ন দেশের পর্বতমালা তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দেশের পর্বতমালা তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 182 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা | Click Here |
বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা | Click Here |
No comments:
Post a Comment