PSC Miscellaneous Practice Set in Bengali PDF-পিএসসি মিসলেনিয়াস প্র্যাকটিস সেট PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য আবেদন করেছো কেবলমাত্র তোমাদের জন্য আজকের পোস্টটি। যেহেতু ২০২৪-এর উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে হাতে আর মাত্র কয়েকটি দিন আছে সেহেতু তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য PSC Miscellaneous Practice Set in Bengali PDF এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি।
যে পোস্টটির মধ্যে ২০২৪ এর সিলেবাসটিকে সম্পূর্ণ কভার করে প্রশ্ন উত্তর গুলি দেওয়া আছে যা তোমাদের দারুন ভাবে কাজে আসবে উক্ত পরীক্ষার জন্য, তাই দেরি না করে অবিলম্বে আজকের দেওয়া সেটটি প্র্যাকটিস করা শুরু করে দাও।
পিএসসি মিসলেনিয়াস প্র্যাকটিস সেট
01. "আধুনিক পাঞ্জাবের জনক" কাকে বলা হয় ?
ⓐ লর্ড মিন্টো
ⓑ লর্ড কার্জন
ⓒ লর্ড ডালহৌসি
ⓓ লর্ড হার্ডিঞ্জ
উত্তর ঃঃ ⓓ লর্ড হার্ডিঞ্জ
02. কোলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন-
ⓐ জব চার্নক
ⓑ লর্ড মিঁয়ো
ⓒ লর্ড ডালহৌসী
ⓓ ওয়ারেং হেস্টিংস
উত্তর ঃঃ ⓐ জব চার্নক
03. প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলি পদক জিতেছে ?
ⓐ 5টি
ⓑ 6টি
ⓒ 7টি
ⓓ 9টি
উত্তর ঃঃ ⓑ 6টি
04. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল-
ⓐ গঙ্গা নদী অববাহিকা
ⓑ নীলনদ অববাহিকা
ⓒ মিসিসিপি নদী অববাহিকা
ⓓ আমাজন নদী অববাহিকা
উত্তর ঃঃ ⓓ আমাজন নদী অববাহিকা
05. ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল-
ⓐ 1942 সালে
ⓑ 1946 সালে
ⓒ 1948 সালে
ⓓ 1949 সালে
উত্তর ঃঃ ⓑ 1946 সালে
06. 70th National Film Awards-এ সেরা বাংলা ছবির তকমা পেয়েছে কোনটি ?
ⓐ প্রজাপতি
ⓑ অপরাজিত
ⓒ কাছের মানুষ
ⓓ কাবেরী অন্তর্ধান
উত্তর ঃঃ ⓓ কাবেরী অন্তর্ধান
07 . "শিঞ্চল অভয়ারণ্য" কোন জেলায় অবস্থিত ?
ⓐ দর্জিলিং
ⓑ কালিম্পং
ⓒ জলপাইগুড়ি
ⓓ কুচবিহার
উত্তর ঃঃ ⓐ দর্জিলিং
08. ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে ?
ⓐ 1903 সালে
ⓑ 1905 সালে
ⓒ 1908 সালে
ⓓ 1911 সালে
উত্তর ঃঃ ⓒ 1908 সালে
09. হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন-
ⓐ রাজ্যপাল
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ রাষ্ট্রপতি
ⓓ মুখ্যমন্ত্রী
উত্তর ঃঃ ⓒ রাষ্ট্রপতি
10. কোন দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ ?
ⓐ ভারত
ⓑ শ্রীলঙ্কা
ⓒ মায়নমার
ⓓ বাংলাদেশ
উত্তর ঃঃ ⓓ বাংলাদেশ
11. পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন-
ⓐ রাজা অমর নাথ বর্মন
ⓑ রাজা রাজ বর্মন
ⓒ রাজা অনন্ত বর্মন
ⓓ শশাঙ্ক বর্মন
উত্তর ঃঃ ⓒ রাজা অনন্ত বর্মন
12. ভারতের শাসনব্যবস্থা প্রচলিত হল-
ⓐ এককেন্দ্রিক
ⓑ সংসদীয়
ⓒ স্বৈরতান্ত্রিক
ⓓ যুক্তরাষ্ট্রীয়
উত্তর ঃঃ ⓑ সংসদীয়
13. "পপলিটিয়াস" নামক পেশী দেহের কোন অঙ্গে অবস্থান করে ?
ⓐ কাঁধে
ⓑ পায়ে
ⓒ বুকে
ⓓ হাতে
উত্তর ঃঃ ⓑ পায়ে
14. উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে যে রোগ হয় তা হল-
ⓐ ক্লোরোসিস
ⓑ নেক্রোসিস
ⓒ মিনামাটা
ⓓ কোনটিই নয়
উত্তর ঃঃ ⓐ ক্লোরোসিস
15. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন কে ?
ⓐ বিজয় কুমার
ⓑ যোগেশ্বর দত্ত
ⓒ অভিনব বিন্দ্রা
ⓓ নীরজ চোপড়া
উত্তর ঃঃ ⓒ অভিনব বিন্দ্রা
16. ভারতে বেশী সময় ধরে মুখ্যমন্ত্রী পদে যুক্ত ছিলেন-
ⓐ অখিলেশ যাদব
ⓑ লালু প্রসাদ যাদব
ⓒ ডাঃ বি.সি.রায়
ⓓ জ্যোতি বসু
উত্তর ঃঃ ⓓ জ্যোতি বসু
17. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?
ⓐ নেপাল
ⓑ চীন
ⓒ বাংলাদেশ
ⓓ পাকিস্তান
উত্তর ঃঃ ⓑ চীন
18. গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করে ?
ⓐ নদীয়া জেলা
ⓑ মুর্শিদাবাদ জেলা
ⓒ বর্ধমান জেলা
ⓓ বাঁকুড়া জেলা
উত্তর ঃঃ ⓑ মুর্শিদাবাদ জেলা
19. মেরু অঞ্চলে বরফ গলনের কারণ হল-
ⓐ গ্ৰিন হাউসের প্রভাব
ⓑ ভূ-উষ্ণায়ন
ⓒ 1 ও 2 উভয়ই
ⓓ অম্লবৃষ্ট
উত্তর ঃঃ ⓒ 1 ও 2 উভয়ই
20. শিক্ষা যে তালিকাভুক্ত তা হল-
ⓐ কেন্দ্রীয়
ⓑ রাজ্য
ⓒ যুগ্ম তালিকা
ⓓ কোন তালিকা ভুক্তই নয়
উত্তর ঃঃ ⓒ যুগ্ম তালিকা
21. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ?
ⓐ ফোর্ড
ⓑ মার্কোনি
ⓒ এডিসন
ⓓ এদের কেউই নন
উত্তর ঃঃ ⓒ এডিসন
22. প্যারিস অলিম্পিক ২০২৪ -এ পদক তালিকায় ভারতের স্থান কত ?
ⓐ 59তম
ⓑ 71তম
ⓒ 39তম
ⓓ 100তম
উত্তর ঃঃ ⓑ 71তম
23. বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয় কবে ?
ⓐ 13ই আগস্ট
ⓑ 14ই আগস্ট
ⓒ 15ই আগস্ট
ⓓ 16ই আগস্ট
উত্তর ঃঃ ⓐ 13ই আগস্ট
24. অমৃতসরের স্বর্ণমন্দির টি নির্মাণ করেছেন-
ⓐ গুরু রামদাস
ⓑ গুরু গোবিন্দদাস
ⓒ গুরু রাধাকান্ত দাস
ⓓ গুরুসদয় দত্ত
উত্তর ঃঃ ⓐ গুরু রামদাস
25. "ফাদার অফ আয়ুর্বেদা" কাকে বলা হয় ?
ⓐ ধন্বন্তরি
ⓑ পতঞ্জলি
ⓒ চড়ক
ⓓ সুশ্রুত
উত্তর ঃঃ ⓒ চড়ক
26. কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করে ?
ⓐ কুষাণ বংশ
ⓑ গুপ্ত বংশ
ⓒ মৌর্য বংশ
ⓓ নন্দ বংশ
উত্তর ঃঃ ⓒ মৌর্য বংশ
27. নিচের কোনটি একটি ভেক্টর রাশি ?
ⓐ আয়তন
ⓑ ত্বরণ
ⓒ দ্রুতি
ⓓ ঘনত্ব
উত্তর ঃঃ ⓑ ত্বরণ
28. আজ পর্যন্ত মোট কতবার রাষ্ট্রপতি দ্বারা "ভিটো ক্ষমতা" প্রয়োগ করা হয়েছে ?
ⓐ চারবার
ⓑ তিনবার
ⓒ দুইবার
ⓓ একবার
উত্তর ঃঃ ⓓ একবার
29. "রিউম্যাটিজম" রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় ?
ⓐ অস্থিসন্ধি
ⓑ রক্ত
ⓒ ফুসফুস
ⓓ মস্তিষ্ক
উত্তর ঃঃ ⓐ অস্থিসন্ধি
30. "হোলকার ট্রফি" কোন খেলার সঙ্গে জড়িত ?
ⓐ বাস্কেটবল
ⓑ বোট রেসিং
ⓒ দাবা
ⓓ তাস
উত্তর ঃঃ ⓓ তাস
31. ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা করলো কোন রাজ্য ?
ⓐ কেরালা
ⓑ ছত্রিশগড়
ⓒ ত্রিপুরা
ⓓ মেঘালয়
উত্তর ঃঃ ⓑ ছত্রিশগড়
32. প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণস্রোত হল-
ⓐ জাপান স্রোত
ⓑ বেরিং স্রোত
ⓒ পেরু স্রোত
ⓓ মোজাম্বিক স্রোত
উত্তর ঃঃ ⓐ জাপান স্রোত
33. তেভাগা আন্দোলন কত সালে সংঘটিত হয় ?
ⓐ 1943 সালে
ⓑ 1945 সালে
ⓒ 1946 সালে
ⓓ 1947 সালে
উত্তর ঃঃ ⓒ 1946 সালে
34. মগ্নচড়া দেখা যায়-
ⓐ সমুদ্র তরঙ্গের প্রভাবে
ⓑ সমুদ্র স্রোতের প্রভাবে
ⓒ নদীর ক্ষয় কার্যের ফলে
ⓓ কোনটিই নয়
উত্তর ঃঃ ⓑ সমুদ্র স্রোতের প্রভাবে
35. দ্রুত শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ?
ⓐ দ্বিতীয়
ⓑ চতুর্থ
ⓒ পঞ্চম
ⓓ ষষ্ঠ
উত্তর ঃঃ ⓐ দ্বিতীয়
36. মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ ?
ⓐ শ্রুতিগোচর শব্দ
ⓑ শব্দোত্তর শব্দ
ⓒ শব্দেতর শব্দ
ⓓ কোনটিই নয়
উত্তর ঃঃ ⓐ শ্রুতিগোচর শব্দ
37. একটি ক্লাসে, 60% ছাত্র মেয়ে এবং বাকিরা ছেলে। 45% মেয়েরা পরীক্ষায় পাস করে এবং 40% ছেলেরা ফেল করে। অকৃতকার্য মেয়েদের সংখ্যা 66 হলে, পরীক্ষায় উত্তীর্ণ ছেলেদের সংখ্যা হল:
ⓐ 60
ⓑ 48
ⓒ 36
ⓓ 54
উত্তর ঃঃ ⓑ 48
38. A 15 দিনে এবং B 20 দিনে একটি কাজ করতে পারে। যদি তারা এটিতে 4 দিনের জন্য একসাথে কাজ করে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ হল:
ⓐ 1/10
ⓑ 8/15
ⓒ 1/4
ⓓ 7/15
উত্তর ঃঃ ⓑ 8/15
39. তিনটি সংখ্যা 3/4 : 5/8 : 7/12 অনুপাতে । যদি সবচেয়ে বড় এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 48 হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটির মান হবে:
ⓐ 262
ⓑ 126
ⓒ 216
ⓓ 226
উত্তর ঃঃ ⓑ 126
40. তুয়া 5 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। বর্ষা 15 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক পূরণ করতে পারে। স্বাস্তিকা 7.5 ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক খালি করতে পারে। তিনজন মিলে একই ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে ?
ⓐ 2.5 ঘন্টা
ⓑ 12.5 ঘন্টা
ⓒ 7.5 ঘন্টা
ⓓ 10 ঘন্টা
উত্তর ঃঃ ⓒ 7.5 ঘন্টা
41. 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের উপরে অবস্থিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (সেমি 2 তে) কত ?
ⓐ 80
ⓑ 100
ⓒ 50
ⓓ 75
উত্তর ঃঃ ⓒ 7.5 ঘন্টা
42. একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য Rs. 240. একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের উপর 18% ছাড় দিয়ে এটি বিক্রি করে এবং এখনও 23% লাভ করে। নিবন্ধটির খরচ মূল্য (রুপিতে) কত ?
ⓐ 160
ⓑ 180
ⓒ 200
ⓓ 150
উত্তর ঃঃ ⓐ 160
43. সুমনা এবং কবিতা-এর বর্তমান বয়সের অনুপাত হল 7 : 8 ৷ এখন থেকে 6 বছর পর, তাদের বয়সের অনুপাত হবে 8 : 9 ৷ যদি রাহুল-এর বর্তমান বয়স সুমনা-এর বর্তমান বয়সের থেকে 10 বছর বেশি হয়, তাহলে বর্তমান বয়স C এর (বছরে) হল:
ⓐ 59
ⓑ 56
ⓒ 45
ⓓ 52
উত্তর ঃঃ ⓓ 52
44. একটি শহরের জনসংখ্যা 8000। পুরুষের সংখ্যা 8% এবং মহিলাদের 12% বৃদ্ধি পেলে জনসংখ্যা হবে 8680। শহরে মহিলাদের সংখ্যা নির্ণয় কর।
ⓐ 2500
ⓑ 1500
ⓒ 2000
ⓓ 1000
উত্তর ঃঃ ⓓ 1000
45. ছয় বছর আগে সাইনা ও সাগরের বয়সের অনুপাত ছিল 6 : 5 । তাই আগামী চার বছরে তাদের বয়সের অনুপাত হবে যথাক্রমে 11 : 10। বর্তমানে সাগরের বয়স কত ?
ⓐ 14 বছর
ⓑ 16 বছর
ⓒ 12 বছর
ⓓ 18 বছর
উত্তর ঃঃ ⓑ 16 বছর
46. 14 জন 18 দিনে একটি কাজ করতে পারে। 5 দিন কাজ করার পর, 6 শ্রমিক কাজ ছেড়ে, এবং কাজের শেষ দিনে আবার যোগদান করেন। কত দিনে কাজ শেষ হলো ?
ⓐ 27 দিনে
ⓑ 21 দিনে
ⓒ 24 দিনে
ⓓ 12 দিনে
উত্তর ঃঃ ⓐ 27 দিনে
47. তুয়া এবং বর্ষা দুটি সংখ্যার অনুপাত হল 5 : 8। যদি তুয়া এবং বর্ষা এর প্রতিটিতে 5 যোগ করা হয়, তাহলে অনুপাতটি 2 : 3 হবে। তুয়া এবং বর্ষা এর পার্থক্য হল:
ⓐ 20
ⓑ 10
ⓒ 15
ⓓ 12
উত্তর ঃঃ ⓒ 15
48. দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশী। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত ?
ⓐ 40
ⓑ 80
ⓒ 100
ⓓ 120
উত্তর ঃঃ ⓑ 80
49. একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে, কতগুলি সারি আছে ?
ⓐ 76
ⓑ 78
ⓒ 86
ⓓ 106
উত্তর ঃঃ ⓐ 76
50. কত বছরে কোনও টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে ?
ⓐ 6 বছর 2 মাস
ⓑ 6 বছর 5 মাস
ⓒ 5 বছর 4 মাস
ⓓ 4 বছর 5 মাস
উত্তর ঃঃ ⓒ 5 বছর 4 মাস
মিসলেনিয়াস প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পিএসসি মিসলেনিয়াস প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 05
File Size: 300 KB
No comments:
Post a Comment