WBPSC Miscellaneous Practice Set in Bengali PDF | WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে WBPSC Miscellaneous পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার আবেদন পর্ব শেষ হয়ে গেছে। এখন শুধু পরীক্ষার তারিখ জানতে বাকি, যারা আবেদন করেছো আশা করছি তোমরা সকলেই তোমরা তোমাদের মতো ভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো।
এবং প্রস্তুতির একধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য হাজির হয়েছি, PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2024 PDF এই পোস্টটি নিয়ে। যে সেটটির মধ্যে আমরা সিলেবাস অনুযায়ী ৭৫টি জেনারেল স্টাডিজ এবং ২৫টি গণিত প্রশ্ন উত্তর দিয়েছি। যে প্রশ্ন গুলি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বেছে বেছে নেওয়া হয়েছে।
সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি নীচের প্রশ্ন গুলি খুব ভালো ভাবে দেখে নাও এবং নিজেকে প্রস্তুত করে তোল।
WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট
01. কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?
[A] বিহার
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] মহারাষ্ট্র
02. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
[A] বর্ধমান
[B] কচ্ছ
[C] বাস্তার
[D] লে-লাডাক
03. যে শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত -
[A] পাট শিল্প
[B] কার্পাস শিল্প
[C] রাসায়নিক শিল্প
[D] লৌহ-ইস্পাত শিল্প
04. ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি Emmanuel Macron ?
[A] ইংল্যান্ড
[B] ফ্রান্স
[C] জার্মানি
[D] ব্রাজিল
05. পশ্চিমবঙ্গের "রাজ্য সঙ্গীত" হিসাবে ঘোষিত হওয়া "বাংলার মাটি, বাংলার জল" গানটি কার লেখা ?
[A] নজরুল ইসলাম
[B] অতুল প্রসাদ
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] রামপ্রসাদ
06. SBI Report অনুযায়ী, কোন সালে পুরুষ ভোটারের সংখ্যাকে অতিক্রম করবে ভারতীয় মহিলা ভোটার ?
[A] 2025
[B] 2027
[C] 2030
[D] 2029
07. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে কত গুলি বাঘ মারা গেছে ভারতে ?
[A] 212 টি
[B] 325 টি
[C] 204 টি
[D] 125 টি
08. IPL-এর খেলোয়াড় নিলামের ইতিহাসে সবথেকে দামী খেলোয়াড় হলেন কে ?
[A] MITCHELL STARC
[B] PAT CUMMINS
[C] উভয়ই
[D] কেউই নন
09. কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তাঁর ব্যবহৃত ৭ নং জার্সিকে অবসর দিচ্ছে BCCI ?
[A] মহেন্দ্র সিং ধোনি
[B] সচিন টেন্ডুলকার
[C] সুনীল গাভাস্কার
[D] কপিল দেব
10. World`s Top 50 Asian Celebrities তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে ?
[A] রণবীর সিং
[B] শাহরুখ খান
[C] সলমন খান
[D] রণবীর কাপুর
11. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় –
[A] মনুসংহিতা
[B] ঋগ্বেদ
[C] সামবেদ
[D] অথর্ববেদ
12. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় –
[A] 1854 সালে
[B] 1857 সালে
[C] 1865 সালে
[D] 1867 সালে
13. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি –
[A] সমাচার দর্পণ
[B] সংবাদ কৌমুদী
[C] সংবাদ প্রভাকর
[D] তত্ত্ববোধিনী পত্রিকা
14. আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ কে আইনি সমর্থন করেছিলেন –
[A] চিত্তরঞ্জন দাস
[B] উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
[C] বিপিনচন্দ্র পাল
[D] সুরেন্দ্রনাথ ব্যানার্জি
15. কোন সম্রাট ভারতের নেপােলিয়ন নামে অভিহিত –
[A] সমুদ্রগুপ্ত
[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[C] অশোক
[D] কনিষ্ক
16. বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমে স্টেশনের, এর উচ্চতা কত ?
[A] 2000 মিটার
[B] 2258 মিটার
[C] 2050 মিটার
[D] 7848 মিটার
17. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো —
[A] 2.8 শতাংশ
[B] 3.6 শতাংশ
[C] 2.4 শতাংশ
[D] 3.2 শতাংশ
18. সবুজ বিপ্লব সীমিত ছিল-
[A] মহারাষ্ট্রের তুলা চাষে
[B] পঞ্জাব-হরিয়ানার গম চাষে
[C] অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
[D] পশ্চিমবঙ্গের ধান চাষে
19. ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় ?
[A] সিকিম
[B] অরুণাচলপ্রদেশ
[C] মিজোরাম
[D] ত্রিপুরা
20. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ?
[A] মকরক্রান্তির নিকট
[B] নিরক্ষরেখার নিকট
[C] আর্কটিক সার্কেল
[D] কর্কটক্রান্তির নিকট
21. শিক্ষা কোন তালিকাভুক্ত ?
[A] কেন্দ্র তালিকা
[B] রাজ্য তালিকা
[C] যৌথ তালিকা
[D] এদের কোনোটিই নয়
22. ভারতের যে রাজ্যটির ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] গুজরাট
[C] হরিয়ানা
[D] কেরল
23. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর ?
[A] সুপ্রিমকোর্ট
[B] হাইকোর্ট
[C] লোকসভা
[D] রাজ্যসভা
24. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
[A] জওহরলাল নেহেরু
[B] বি. আর. আম্বেদকর
[C] ডঃ রাজেন্দ্র প্রাসাদ
[D] সচ্চিদানন্দ সিনহা
25. ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
[A] আমেরিকা
[B] ব্রিটেন
[C] আয়ারল্যান্ড
[D] ফ্রান্স
26. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?
[A] 73 টি
[B] 76 টি
[C] 78 টি
[D] 79 টি
27. ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
[A] 1947 সালের 15ই আগস্ট
[B] 1947 সালের 26শে নভেম্বর
[C] 1949 সালের 26শে নভেম্বর
[D] 1950 সালের 26শে জানুয়ারী
28. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?
[A] বি. আর. আম্বেদকর
[B] ডঃ রাজেন্দ্রপ্রসাদ
[C] জওহরলাল নেহেরু
[D] বি. এন. রাউ
29. দুগ্ধব্য়বসা অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতের অন্তর্ভুক্ত ?
[A] তৃতীয় খাত
[B] প্রাথমিক খাত
[C] মাধ্যমিক খাত
[D] চতুর্থ খাত
30. নতুন 20 টাকার নোটের পিছনে কোন ছবি আছে ?
[A] লাল কেল্লা
[B] ইলোরা গুহা
[C] সাঁচি স্তূপ
[D] রানী কি বাও
31. পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
[A] 2019 সালে
[B] 2000 সালে
[C] 1947 সালে
[D] 1950 সালে
32. সদ্য চালু হওয়া 500 টাকার নোটের আকার হ'ল -
[A] 150 × 66 মিমি
[B] 156 × 89 মিমি
[C] 178 × 56 মিমি
[D] 178 × 85 মিমি
33. ভারতীয় অর্থনীতি হল —
[A] মিশ্র অর্থনীতির দেশ
[B] উন্নয়নশীল অর্থনীতির দেশ
[C] জনাধিক্য দেশ
[D] উপরের সবকটিই
34. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে ?
[A] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[C] অর্থমন্ত্রক, ভারত সরকার
[D] এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া
35. কী কারনে দ্রব্যের দাম বাড়ে ?
[A] চাহিদা বৃদ্ধি
[B] উৎপাদন হ্রাস
[C] অর্থের যোগান বৃদ্ধি
[D] উপরের সবকটি
36. বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য দেশটির (১৬৪ তম) নাম হল —
[A] সোমালিয়া
[B] ইরান
[C] আফগানিস্তান
[D] তাজাকিস্তান
37. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় ?
[A] জেনেভা
[B] লন্ডন
[C] প্যারিস
[D] কাঠমান্ডু
38. কোন সংশোধনী দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে ‘সম্পত্তির অধিকার’ বর্জিত হয় ?
[A] 44 তম সংশোধনী
[B] 42 তম সংশোধনী
[C] 54 তম সংশোধনী
[D] 52 তম সংশোধনী
39. শক্তিকান্ত দাস RBI-এর কততম গভর্নর ?
[A] 25 তম
[B] 26 তম
[C] 23 তম
[D] 24 তম
40. ময়ূর কবে জাতীয় পাখি হিসেবে গৃহীত হয়েছিল ?
[A] 1960 সাল
[B] 1964 সাল
[C] 1962 সাল
[D] 1968 সাল
41. "বেসলাইন" শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত ?
[A] ক্যারাটে
[B] ভলিবল
[C] গলফ
[D] বক্সিং
42. শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয় ?
[A] ডেসিমেল
[B] মিলিমিটার
[C] ওহম
[D] ডেসিবেল
43. "চিপকো আন্দোলন" -এর "চিপকো" কথার অর্থ কি ?
[A] কেটে দেওয়া
[B] আটকে দেওয়া
[C] জড়িয়ে ধরা
[D] কোনোটিই নয়
44. "কোলাট্টাম" কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য ?
[A] তেলেঙ্গানা
[B] কর্ণাটক
[C] তামিলনাড়ু
[D] কেরালা
45. "টেকচাঁদ ঠাকুর" কার ছদ্মনাম ?
[A] নারায়ণ সান্যাল
[B] সতেন্দ্রনাথ দত্ত
[C] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[D] প্যারীচাঁদ মিত্র
46. ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয় ?
[A] 1953 সালে
[B] 1955 সালে
[C] 1957 সালে
[D] 1959 সালে
47. সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর গ্রহণ করা হয় ?
[A] 1952 সালে
[B] 1962 সালে
[C] 1972 সালে
[D] 1982 সালে
48. নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ?
[A] আমাশয়
[B] টিটেনাস
[C] করোনা
[D] কলেরা
49. আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্রের নাম কি ?
[A] ক্যালরিমিটার
[B] অ্যানিমোমিটার
[C] হাইগ্রোমিটার
[D] হাইড্রোমিটার
50. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী কে ছিলেন ?
[A] কেদার পান্ডে
[B] জহরলাল নেহেরু
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] জন মাথাই
51. লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় ?
[A] কাস্টিং ভোট
[B] সাউন্ড ভোট
[C] ডিরেক্ট ভোট
[D] ইন্ডিরেক্ট ভোট
52. জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
[A] পুনে
[B] নিউ দিল্লি
[C] চেন্নাই
[D] হায়দ্রাবাদ
53. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা কত ?
[A] 3 লিটার
[B] 5 লিটার
[C] 6 লিটার
[D] 8 লিটার
54. আর্যরা কোথা থেকে এসেছিল ?
[A] পশ্চিম এশিয়া থেকে
[B] উত্তর এশিয়া থেকে
[C] মধ্য এশিয়া থেকে
[D] ইউরোপ থেকে
55. দুধ দাঁত সংখ্যায় কটি হয় ?
[A] 10 টি
[B] 20 টি
[C] 30 টি
[D] 36 টি
56. রক্ত বিষয়ে পড়াশোনাকে কী বলা হয় ?
[A] সাইটোলজি
[B] ইউরোলজি
[C] হেমাটোলজি
[D] নিউরোলজি
57. রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব কে করেন ?
[A] বিধানসভার স্পিকার
[B] এডভোকেট জেনারেল
[C] মুখ্যমন্ত্রী
[D] রাজ্যপাল
58. সাইখোম মিরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] বক্সিং
[B] কুস্তি
[C] ভারোত্তোলন
[D] ব্যাডমিন্টন
59. রাষ্ট্রপতি দন্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন কত নং আর্টিকেল অনুযায়ী ?
[A] 61
[B] 65
[C] 72
[D] 78
60. কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে ?
[A] অটোমোবাইল শিল্প
[B] পেট্রোরসায়ন শিল্প
[C] লৌহ ইস্পাত শিল্প
[D] জাহাজ নির্মাণ শিল্প
61. পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় ?
[A] অভিব্যক্তি
[B] পরিব্যক্তি
[C] অভিযোজন
[D] কোনোটিই নয়
62. কোষের শক্তিঘর কাকে বলে ?
[A] ক্লোরোপ্লাস্ট
[B] গলগী বডি
[C] মাইটোকনড্রিয়া
[D] প্লাস্টিড
63. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ?
[A] মৌলানা আবুল কালাম আজাদ
[B] এম হিদায়েতুল্লা
[C] জাকির হোসেন
[D] পি এম সঈদ
64. পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি ?
[A] 170 টি
[B] 180 টি
[C] 181 টি
[D] 182 টি
65. কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ হল ?
[A] ত্বক
[B] লোম
[C] জিহ্বা
[D] নাক
66. পশ্চিমবঙ্গে কয় প্রকার অরণ্য দেখা যায় ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] চার প্রকার
[D] পাঁচ প্রকার
67. মহাত্মা গান্ধী কে কবে হত্যা করা হয় ?
[A] 30 জানুয়ারি,1947
[B] 30 জানুয়ারি,1948
[C] 31 জানুয়ারি,1947
[D] 30 জানুয়ারি,1949
68. পান্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি ?
[A] নীহাররঞ্জন গুপ্ত
[B] ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
[C] রাজশেখর বসু
[D] সুনীল গঙ্গোপাধ্যায়
69. অপরাজিতা দেবী করা ছদ্মনাম ?
[A] গৌরকিশোর ঘোষ
[B] রাধারানী দেবী
[C] চারুচন্দ্র চক্রবর্তী
[D] সুনীল গঙ্গোপাধ্যায়
70. দুর্গেশনন্দিনী - কার লেখা ?
[A] মাইকেল মধুসূদন দত্ত
[B] কাজী নজরুল ইসলাম
[C] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[D] দ্বিজেন্দ্রলাল রায়
72. পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ?
[A] মধ্যপ্রদেশ
[B] দিল্লী
[C] মহারাষ্ট্র
[D] বিহার
73. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?
[A] 20 জন
[B] 24 জন
[C] 21 জন
[D] 28 জন
74. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ?
[A] 21শে ফেব্রুয়ারি
[B] 21শে জানুয়ারী
[C] 21শে এপ্রিল
[D] 21শে মার্চ
75. কোন শহরকে প্রসাদের শহর বলা হয় ?
[A] কলকাতা
[B] দিল্লি
[C] কাশ্মীর
[D] বেনারস
76. দুটি সংখ্যার গুনফল 4032;তাদের গ.সা.গু. 12 হলে ল.সা.গু. নির্ণয় করুন -
[A] 340
[B] 330
[C] 346
[D] 336
77. দুটি সংখ্যার অনুপাত 3:4;তাদের ল.সা.গু. 84;বড় সংখ্যাটি হবে -
[A] 21
[B] 28
[C] 20
[D] 84
78. 5 টাকার কত অংশ 1.25 টাকা হবে -
[A] 28
[B] 20
[C] 23
[D] 25
79. কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে ?
[A] 22%
[B] 24%
[C] 20%
[D] 23%
80. দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 315 এবং 7; একটি সংখ্যা 35 হলে অপরটি -
[A] 63
[B] 42
[C] 150
[D] কোনটাই নয়
81. কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি। তারা সমকোণে সমদ্বিখণ্ডিত।সামন্তরিকের বাহুগুলির মান কত ?
[A] 3.5
[B] 2.5
[C] 5.3
[D] 5.2
82. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি. হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি ?
[A] 965
[B] 960
[C] 967
[D] 962.5
83. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে ?
[A] 35 বর্গসেমি
[B] 36 বর্গসেমি
[C] 38 বর্গসেমি
[D] 37 বর্গসেমি
84. জুলির বয়স টিনার বয়সের 6 গুণ। আগামী 20 বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে জুলির বয়স কত ?
[A] 5
[B] 30
[C] 35
[D] 40
85. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে ?
[A] 30
[B] 50
[C] 40
[D] 60
86. ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 48,72,84 দ্বারা বিভাজ্য হবে ?
[A] 998
[B] 990
[C] 1008
[D] 1018
87. কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305,4665 এবং 6905 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ?
[A] 1120
[B] 1123
[C] 1110
[D] 1125
88. মান নির্নয় : (√32+√48)/(√8+√12) = ?
[A] 4
[B] 3
[C] 5
[D] 2
89. নিম্নের কোনটি 9 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য ?
[A] 7532458
[B] 6812348
[C] 6234588
[D] 4701828
90. একটি পন্যদ্রব্যের উপর করের পরিমান 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেলে। এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল ?
[A] 2%
[B] 2.5%
[C] 2.25%
[D] 2.75%
91. 9 টি জিনিসের ক্রয়মূল্য 11 টি জিনিসের বিক্রয়মূল্যের সাথে সমান। ক্ষতির শতকরা হার নির্নয় করো ?
[A] 18 2/11%
[B] 2 9/11%
[C] 15 1/2%
[D] 16 1/2%
92. একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, মেশিনটির বিক্রিয়মূল্য কত ?
[A] 680
[B] 720
[C] 612
[D] 600
93. কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমান 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমান কত ?
[A] 42%
[B] 44%
[C] 46%
[D] 40%
94. চারটি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12 টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে ?
[A] দুপুর 1 টা
[B] 1 টা বেজে 1 মিনিটে
[C] 12 তা বেজে 5 মিনিটে
[D] 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড
95. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
[A] 9899
[B] 8999
[C] 9989
[D] 9889
96. 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাগাভাগি করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ?
[A] 300 টাকা
[B] 500 টাকা
[C] 400 টাকা
[D] 200 টাকা
97. একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদুরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত ?
[A] 3:2
[B] 5:3
[C] 8:3
[D] 3:1
98. একটি কাজ A 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়, কাজটি শেষ করতে কতদিন লেগেছিল ?
[A] 67/9
[B] 66/8
[C] 65/7
[D] 64/9
99. দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল সে 15000 ভোটে পরাজিত হল। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?
[A] 6000
[B] 10000
[C] 22500
[D] 45000
100. সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে ?
[A] 2520
[B] 2524
[C] 2522
[D] 2518
বিঃ দ্রঃ- প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করতে এবং উত্তর গুলি জানতে PDF-টি সংগ্রহ করতে হবে।
মিসলেনিয়াস প্র্যাকটিস সেট ২০২৪ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
No comments:
Post a Comment