WBPSC মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF || WBPSC Miscellaneous Math Question Answer PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো, পিএসসি মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার সিলেবাস অনুযায়ী বেস কিছু পাটিগণিত প্রশ্ন উত্তর দেওয়া আছে। যে প্রশ্ন গুলি আশা করবো তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে কেননা আমরা পাটিগণিত বিষয়ের সমস্ত টপিক গুলিকে ফলো করে বেছে বেছে প্রশ্ন তুলি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে তোমরা ধীরে সুস্তে প্র্যাকটিস করেতে পারো।
মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর
প্রঃ রমেশ বাবুর মাসিক বেতন 7000 টাকা। 10% বেতন বৃদ্ধির পরে বেতন কত হবে ?
[A] 7770
[B] 7700
[C] 7070
[D] 7777
প্রঃ কোনো সংখ্যার 5% = 20 হয় তাহলে সংখ্যাটি কত ?
[A] 330
[B] 430
[C] 400
[D] 450
প্রঃ এক ব্যাক্তির বেতন 30% বৃদ্ধির পর বেতন হয় 9490 হয় তাহলে ঐ ব্যক্তির বেতন বৃদ্ধির পূর্বে বেতন কত ছিল ?
[A] 7300
[B] 6700
[C] 8200
[D] 8700
প্রঃ কোনো এক দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং পরে 30% বৃদ্ধি পায়। তাহলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত ?
[A] 55%
[B] 56%
[C] 42%
[D] 32%
প্রঃ 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি 30 হয়। তাহলে প্রকৃত সংখ্যাটি কত ?
[A] 90
[B] 100
[C] 200
[D] 300
প্রঃ 90 এর 40% = কত হবে ?
[A] 36
[B] 35
[C] 37
[D] 32
প্রঃ কোনো সংখ্যার 40% = 100 হয় তাহলে সংখ্যাটি কত ?
[A] 230
[B] 130
[C] 150
[D] 250
প্রঃ একটি দ্রব্যের মূল্য 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হল। তাহলে বইটির মূল্যবৃদ্ধির হার কত ?
[A] 7%
[B] 9%
[C] 16%
[D] 20%
প্রঃ 75 এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে যোগফল সেই সংখাটিই হয়। তাহলে সংখ্যাটি কত?
[A] 200
[B] 300
[C] 350
[D] 470
প্রঃ 280 এর 15% = কত হবে ?
[A] 22
[B] 25
[C] 27
[D] 3
WBPSC মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: মিসলেনিয়াস গণিত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 01
File Size: 188 KB
Official Syllabus :: Download Now
No comments:
Post a Comment