নদীয়া জেলায় আশা কর্মী নিয়োগ 2024 :: Nadia Asha Karmi Recruitment 2024
![]() |
নদীয়া জেলায় আশা কর্মী নিয়োগ 2024 |
ডিয়ার নদীয়াবাসী,
তোমরা যদি নদীয়া জেলায় একটি স্বাস্থ্য চাকরি খুঁজে থাকো, তাহলে নদীয়া জেলা আশা কর্মীর চাকরিটি একটি দুর্দান্ত সুযোগ। গত ২২শে আগস্ট তারিখে নদীয়া জেলার দ্বারা প্রকাশিত হয়েছে বিভিন্ন মহকুমা অফিস গুলিতে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি।
আজকের প্রতিবেদনটি সেই বিজ্ঞপ্তিটির উপরেই, তাই তোমরা যারা ইচ্ছুক আছো অবশ্যই নীচের উল্লেখযোগ্য তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও।
পোস্টের নাম :: আশা কর্মী
মোট শুন্যপদ :: বিভিন্ন মহকুমা অনুযায়ী শূন্যপদের সংখ্যান অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত আছে।
বয়সসীমা :: প্রার্থীদের বয়স ২৩/০৮/২০২৪ তারিখে মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন :: বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা হিসাবে মাসে ৫,২৫০ টাকা দেওয়া হয়। এছাড়া সরকার অনুমোদিত হারে প্রত্যেক মাসে অতিরিক্ত সাম্মানিক ভাতা দেওয়া হয়।
যোগ্যতা :: উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদ আবেদনের জন্য যোগ্য।
আবেদন ফ্রি :: প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি :: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি :: কর্মী পদের জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট ::
- মাধ্যমিকের এডমিট কার্ড
- মাধ্যমিকের রেজাল্ট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- দুই কপি পাসপোর্ট সাইজ ফোটো
- একটি ডাকটিকিট ৫ টাকার
- রেশন / ভোটার কার্ড
- বিবাহিত, বিবাহ-বিচ্ছিন্ন, অথবা বিধবা প্রার্থীর প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র।
- এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় সব।
আবেদনপত্র পাঠাবার পদ্ধতি ::
- নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
- সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন
- প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন।
- ব্লক ডেভেলপমেন্ট অফিসে আবেদনপত্র জমা দিন
- আবেদনকারীর নাম ও ডাক ঠিকানা সম্বলিত একটি খাম এবং 5 টাকার একটি ডাকটিকিট জমা দিতে হবে
বিঃ দ্রঃ- এই বিজ্ঞপ্তিতে তারাই আবেদন করতে পারবে যারা উল্লেখিত ব্লকের স্থায়ী বাসিন্দা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সাবধানে পড়ে নাও।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ২৩শে আগস্ট ২০২৪ |
আবেদন শেষ | ১৩ই সেপ্টেম্বর ২০২৪ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
টেলিগ্রাম চ্যানেল লিংক | Click Here |
ব্লক অনুযায়ী বিজ্ঞপ্তি এবং আবেদন পত্র ::
চাকদহ | Download |
নদীয়া সদর | Download |
হরিণঘাটা | Download |
তেহট্টা | Download |
No comments:
Post a Comment