Breaking




Tuesday 26 September 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 || ICDS Anganwadi Worker & Helper Exam Question Answer in Bengali

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর
ডিয়ার অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থীরা তোমরা সকলেই জানো যে এক এক করে জেলা ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়ে গেছে। তাই আমরা তোমাদের সেই পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে হাজির হয়েছি, অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা জেনারেল নলেজ বিষয়ের বাছাইকরা কিছু প্রশ্ন দেওয়া থাকছে। যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। কারন আমরা এই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র গুলি থেকে এই প্রশ্ন গুলি বেছে নিয়ে তোমাদের সামনে হাজির করলাম। 
তাই তোমরা অবশ্যই প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে আমাদের দেওয়া আগের পোস্টের প্রশ্ন গুলিও দেখতে পারো যাতে তোমরা নিজেকে এই পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুত করে তুলতে পারো।
 
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন উত্তর

পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয় ?
Ans :: ৫ বছর

◪ বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে ?
Ans :: বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব

কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
Ans :: ১৯১১ সালে

ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক কোনটি ?
Ans :: HDFC ব্যাঙ্ক

১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ?
Ans :: ২০১২-১৭ সাল পর্যন্ত

ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ?
Ans :: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি ?
Ans :: নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প

বনস নদী কোন নদীর শাখা নদী ?
Ans :: চম্বল নদী

কোনটির বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম ?
Ans :: সিলভার

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ?
Ans :: ১৯৫১-৫৬ সাল

বেনুবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত ?
Ans :: ত্রিপুরা

কমনয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয় ?
Ans :: বার্মিংহাম, ইংল্যান্ড

নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
Ans :: ভগত সিং

ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
Ans :: জিম করবেট ন্যাশনাল পার্ক

মেন্ডেলিফের পর্যায় সারণি কবে প্রকাশিত হয় ?
Ans :: ১৮৭২ সালে

৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল ?
Ans :: ১৯৯২ সালে

জৈন ধর্মের বাস্তবিক রূপ কে দিয়েছেন ?
Ans :: মহাবীর

শেভারয় পাহাড় কোথায় অবস্থিত ?
Ans :: পূর্বঘাট পর্বতমালায়

বোরাক্স কি থেকে তৈরি হয় ?
Ans :: ওয়াশিং সোডা

ADSL এর পুরো নাম কি ?
Ans :: Asymmetric Digital Subscriber Line.

Yonex Sunrise India Open 2022 কে জিতেছে ?
Ans :: লক্ষ্য সেন

ঋকবেদে মোট কতগুলি সূক্ত বা স্তোত্র রয়েছে ?
Ans :: ১০২৮টি

কোন দর্পণে ফোকাস দূরত্ব সবসময়ই ঋণাত্মক হবে ?
Ans :: অবতল দর্পণ

আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দারস্থ হতে পারি ?
Ans :: সুপ্রিম কোর্টের

কোন উৎসবটি গোয়াতে পালিত হয় ?
Ans :: শিগমো

আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
Ans :: লাইসোজোমকে

বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?
Ans :: কোশী নদীকে

ভারতের প্রথম জনগণনা কবে হয় ?
Ans :: ১৮৭২ সালে

মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans :: ১৯৯৮ সালে

এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
Ans :: নটরাজন চন্দ্রশেখরণ

হিরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর উপর ?
Ans :: মহানদী

২০২২ সালে কোন প্যারা অ্যাথলিটকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ?
Ans :: দেবেন্দ্র ঝাঝারিয়া

হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: নাগাল্যান্ড

স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে ?
Ans :: উত্তরপ্রদেশ

মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায় ?
Ans :: কৃষ্ণ মৃত্তিকা

বিশু কোন রাজ্যের উৎসব ?
Ans :: কেরালা

সংসদীয় বিষয়ক মন্ত্রী কে হয়েছেন ?
Ans :: প্রহ্লাদ যোশী

ভাটনগর পুরস্কার ২০২১ মোট কতজন গবেষক পেয়েছেন ?
Ans :: ১১জন

বাওম্যানস ক্যাপসুল কোথায় অবস্থিত ?
Ans :: বৃক্ক
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  241 KB    



No comments:

Post a Comment