ICDS পরীক্ষার প্রশ্ন উত্তর PDF || ICDS Question and Answer in Bengali
ডিয়ার ICDS পরীক্ষার্থী,
তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা দিয়েছি কিছু বাছাই করা প্রশ্ন উত্তর যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে।
কারন আমরা বিভিন্ন রকম প্র্যাকটিস সেট বই, বিগত বছরের প্রশ্নপত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বেছে নিয়ে আমরা এই পোস্টটি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি।
তাই তোমরা কোনো সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি দেখে নাও ভালোভাবে এবং PDF টি সংগ্রহ করে নাও যাতে অসময়ে পড়তে পারো।
ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর
◩ ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি ?
Ans :: কলকাতা হাইকোর্ট
◩ কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই ?
Ans :: নাগাল্যান্ড
◩ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ?
Ans :: ০.০৩ শতাংশ
◩ কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় ?
Ans :: ১৯৪৮ সালে
◩ জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত ?
Ans :: পুরি, ওড়িশা
◩ সংসদ বিষয়ক মন্ত্রী কাকে করা হয়েছে ?
Ans :: প্রহ্লাদ যোশী
◩ ভারতীয় সংবিধানের ১১তম তফসিলে কয়টি বিষয় রয়েছে ?
Ans :: ২৯টি
◩ ২০২২ সালে জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছেন ?
Ans :: নারায়ণ প্রধান
◩ নিউল্যান্ডের অষ্টক সূত্রে কতগুলি মৌল ছিল ?
Ans :: ৫৬টি
◩ দাবা অলিম্পিয়াড ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
Ans :: তামিলনাড়ুতে
◩ কোন বেদ সঙ্গীত নিয়ে আলোচনা করা আছে ?
Ans :: সামবেদ
◩ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা কোনটি ?
Ans :: বাংলা
◩ ১৯৫০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন ?
Ans :: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ
◩ বার্ধক্য পেনশন যোজনা সম্পর্কিত কোন প্রকল্প চালু হয়েছে ?
Ans :: অটল পেনশন যোজনা
◩ পূর্ণা কোন নদীর উপনদী ?
Ans :: তাপ্তি
◩ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans :: জওহরলাল নেহেরু
◩ ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
Ans :: ১৯৭২ সালে
◩ ভারতের নতুন উপরাষ্ট্রপতির নাম কি ?
Ans :: জগদীপ ধনখড়
◩ সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?
Ans :: ফ্লোরিন
◩ ব্রহ্মপুত্র নদ কোথায় স্যাংপো নামে পরিচিত ?
Ans :: তিব্বত
◩ কেন্দ্র ও রাজ্যের খরচের হিসাব কে রাখে ?
Ans :: CAG.
◩ অর্থ কমিশনের গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?
Ans :: ২৮০
◩ কোন ভাষার জন্য দ্রাবিড় শৈলী ব্যবহার হয় ?
Ans :: তামিল
◩ খার্চি পূজা কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: ত্রিপুরা
◩ উল্কাপিন্ড থেকে কোন হ্রদ সৃষ্টি হয়েছে ?
Ans :: লোনার হ্রদ
◩ কোন রাজ্যে মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে ?
Ans :: আসাম
◩ IPL ২০২২ এর বিজয়ী দল কোনটি ?
Ans :: গুজরাট টাইটান্স
◩ আধিবান বাস্করন কোন খেলার সাথে যুক্ত ?
Ans :: দাবা
◩ ২০২১ সালে আন্তর্জাতিক T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
Ans :: ওমান ও সংযুক্ত আরব আমিরাতে
◩ কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বির পরিপূর্ণ পরিপাক কোথায় হয় ?
Ans :: ক্ষুদ্রান্ত্রে
◩ গঙ্গোত্রী থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, যা বর্তমানে দূষিত হচ্ছে ?
Ans :: গঙ্গা নদী
◩ অক্সিজেনের সংযোজনকে কি বলে ?
Ans :: অক্সিডেশন
◩ Diclofenac Medicine থেকে কোন প্রাণী বিলুপ্ত হচ্ছে ?
Ans :: বন্য শকুন
◩ ককবরক কোন রাজ্যের ভাষা ?
Ans :: ত্রিপুরা
◩ ২০০০ টাকার নোটে কিসের ছবি আছে ?
Ans :: মঙ্গলযান
◩ রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?
Ans :: স্ফিগমোম্যানোমিটার
◩ উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটি ?
Ans :: গর্ভপত্র বা গর্ভকেশর
◩ গোয়ার সরকারী ভাষা কি ?
Ans :: কোঙ্কনি
◩ বার্ষিক আর্থিক প্রতিবেদন কোন ধারায় উল্লেখ আছে ?
Ans :: ১১২ নং ধারায়
ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 240 KB
No comments:
Post a Comment