Breaking




Sunday 17 September 2023

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা PDF

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা  PDF || List of Nobel Winners of India PDF 

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা PDF
নোবেলজয়ী ভারতীয়দের তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, নোবেলজয়ী ভারতীয়দের তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটি আমরা তালিকা এবং খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যাতে তোমাদের সমস্ত রকম ধারনা তৈরি হয়। তাই এর দেরি না করে অবিলম্বে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও। 

ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা

নোবেলজয়ী ক্ষেত্র সাল
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য ১৯১৩
CV রমন পদার্থবিদ্যা ১৯৩০
হর গোবিন্দ খুরানা মেডিসিন ১৯৬৮
মাদার টেরেসা শান্তি ১৯৭৯
সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যা ১৯৮৩
অমর্ত্য সেন অর্থনীতি ১৯৯৮
ভেঙ্কটরামন রামকৃষ্ণন রসায়ন ২০০৯
কৈলাশ সত্যার্থী শান্তি ২০১৪
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতি ২০১৯

নোবেলজয়ী ভারতীয়দের নাম এবং সংক্ষিপ্ত তথ্য

 রবীন্দ্রনাথ ঠাকুরঃ
রবীন্দ্রনাথ ঠাকুর
 রবীন্দ্রনাথ ঠাকুরঃ
১৯১৩ সালে সাহিত্য বিভাগে তাঁর লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের (ইংরেজি সংস্করণ) জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

চন্দ্রশেখর ভেঙ্কট রমনঃ
সি.ভি. রমন
সি.ভি. রমন
১৯৩০ সালে পদার্থবিজ্ঞান বিভাগে আলোর বিক্ষেপণ (রমন এফেক্ট) এর উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন।

হর গোবিন্দ খোরানাঃ
হর গোবিন্দ খোরানা
হর গোবিন্দ খোরানা
১৯৬৮ সালে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে জেনেটিক কোডের ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

মাদার টেরেসাঃ
মাদার টেরেসা
মাদার টেরেসা
১৯৭৯ সালে দরিদ্র ও অভাবীদের সেবার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরঃ
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরঃ
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
১৯৮৩ সালে পদার্থবিজ্ঞান বিভাগে নক্ষত্রের গঠন ও বিবর্তন (চন্দ্রশেখর লিমিট) এ গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

অমর্ত্য সেনঃ
অমর্ত্য সেন
অমর্ত্য সেন
১৯৯৮ সালে অর্থনীতি বিভাগে অর্থনীতির কল্যাণের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

ভেঙ্কটরমন রামকৃষ্ণানঃ
ভেঙ্কটরমন রামকৃষ্ণান
ভেঙ্কটরমন রামকৃষ্ণান
২০০৯ সালে রসায়ন বিভাগে রাইবোজোমের গঠন ও কার্য ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

কৈলাশ সত্যার্থীঃ
কৈলাশ সত্যার্থী
কৈলাশ সত্যার্থী
২০১৪ সালে শিশুদের অধিকার ও শিশুশ্রমের বিরুদ্ধে আন্দোলনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

অভিজিৎ ব্যানার্জীঃ
অভিজিৎ ব্যানার্জী
অভিজিৎ ব্যানার্জী
২০১৯ সালে অর্থনীতি বিভাগে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ পদ্ধতির ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

নোবেল বিজয়ী ভারতীয়দের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক

File Details :: 

File Name: নোবেলজয়ী ভারতীয়দের তালিকা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  140 KB 



No comments:

Post a Comment