Breaking




Sunday, 15 September 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2023 || Anganwadi Worker & Helper Exam Question Answers 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2023
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2023
ডিয়ার ICDS পরীক্ষার্থী,
তোমরা যারা এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছো, তোমরা ভালোভাবেই জানো যে এই বছরের শুরুতে প্রায় অনেকগুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। তাই তোমরা যারা আবেদন করেছো এবং যারা ভালো ভাবে প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য আমরা এই পরীক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করছি। আমরা আজ অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর 2023 PDF-টি শেয়ার করছি। 
তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও। 
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর

📚 কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন ?
Ans :- পক প্রণালী

📚 ভারতের প্রধান আইন উপদেষ্টা হলেন কে ?
Ans :- অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া

📚 প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans :- আত্মারাম পাণ্ডুরঙ্গ

📚 ছোটনাগপুর মালভূমিতে কোন নদী প্রবাহিত হয় ?
Ans :- দামোদর

📚 কত সালে তামিল ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে ?
Ans :- ২০০৪ সালে

📚 পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় ?
Ans :- পাঁচ বছরের

📚 মারু উৎসব কোথায় পালিত হয় ?
Ans :- জয়সালমের, রাজস্থান

📚 গান্ধিজি হরিজন সেবা সংঘ কবে প্রতিষ্ঠা করেন ?
Ans :- ১৯৩২ সালে

📚 জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত ?
Ans :- ২১ নং ধারায়

📚 প্রো কাবাডি লিগ ২০২২ এর বিজয়ী দল কোনটি ?
Ans :- দাবাং দিল্লী

📚 ভারতে যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans :- ১৫ই মার্চ, ১৯৫০ সাল

📚 PESA Act কবে লাগু হয়েছিল ?
Ans :- ১৯৯৬ সালে।

📚 প্রধানমন্ত্রী রোজগার যোজনা কবে চালু হয় ?
Ans :- ১৯৯৩ সালে

📚 মুহাম্মদ ইউনূস কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন ?
Ans :- গ্রামীণ ব্যাঙ্ক, বাংলাদেশ

📚 দাঁতের ক্ষতি কি কারণে হয় না ?
Ans :- ভাইরাস

📚 সরকারের রাজস্ব যখন মোট রাজস্ব প্রাপ্তির চেয়ে বেশি হয় তখন তাকে কি বলা হয় ?
Ans :- রাজস্ব ক্ষতি

📚 মিথেনের দহন হলে কত অণু জল নির্গত হয় ?
Ans :- ২ অণু

📚 ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans :- আগ্রা

📚 ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে ?
Ans :- মধ্যপ্রদেশ

📚 নিম্নোক্ত কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ?
Ans :- অ্যালুমিনিয়াম

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  235 KB  



No comments:

Post a Comment