Breaking




Saturday 28 January 2023

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য তালিকা PDF

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য তালিকা PDF || Wildlife Sanctuaries in West Bengal Bengali PDF

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য তালিকা PDF
পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য তালিকা PDF
ডিয়ার ফ্যামেলি .....
আজ তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি,পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা PDF এই পোস্টটি নিয়ে। আমরা এই পোস্টটির মধ্যে শেয়ার করবো কিছু উল্লেখযোগ্য অভয়ারণ্য তাদের অবস্থান, কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ঐ অভয়ারণ্যে কিছু বিখ্যাত প্রাণীর নাম। যে তথ্য গুলি এই পোস্টটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। 
আজকের এই পোস্টটি একটি খুবই উপযোগী একটি পোস্ট আগত সমস্থ রকম পরীক্ষা গুলির জন্য তাই তোমরা একবার হলেও মনোযোগ সহকারে দেখে নাও এই পোস্টটি, যাতে এই টপিকটি থেকে আগত প্রশ্ন গুলি খুব তাড়াতাড়ি দিতে পারো। 

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য

💊 সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ 
🍀 অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, শুশুক, বন্যশূকর, বনমোরগ

💊 লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, বিভিন্ন ধরনের জলচারী পাখি

💊 হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ দক্ষিণ চব্বিশ পরগনা
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ কুমির, ভোঁদর, বন্যশূকর, নোনা জলের কুমির, রয়েল বেঙ্গল টাইগার

💊 বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ উত্তর চব্বিশ পরগনা
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৮০ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ চিতল হরিণ, নানারকম পাখি, বনবিড়াল

💊 চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ জলপাইগুড়ি
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এশীয় হাতি, বাঘ, সম্বর হরিণ, বন্য বরাহ

💊 জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ দার্জিলিং
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৮৫ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হিমালয়ান স্যালামান্ডার

💊 সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ দার্জিলিং
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হিমালয়ান ভল্লুক, হরিণ

💊 মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ দার্জিলিং
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৬ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ এশীয় হাতি, বাঘ, কাকর হরিণ, চিতল হরিণ, সম্বর হরিণ

💊 রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৮৫ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ বক, পানকৌড়ি, ফিঙে, দোয়েল
■ এটি কুলিক পখিরালয় নামেও পরিচিত

💊 রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ বর্ধমান
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৮১ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ চিতল হরিণ

💊 বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ বীরভূম
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৭৭ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হরিণ, ময়ূর, বিভিন্ন ধরনের পাখি

💊 বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যঃ
🍀 অবস্থিতঃ নদীয়া
🥀প্রতিষ্ঠাকালঃ ১৯৮০ সালে
🍀উল্লেখযোগ্য বন্যপ্রাণীঃ হরিণ, সাপ, সজারু, খরগোশ

পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্য তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  160 KB 


No comments:

Post a Comment