পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় ও তাদের অবস্থান PDF
স্নেহের ছাত্রছাত্রী,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি,পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়ের অবস্থান PDF এই পোস্টটি নিয়ে। আমরা আজকের পোস্টটিতে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ পাহাড়ের নাম এবং তাদের অবস্থান গুলি বিভিন্ন ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা পোস্টটির মধ্যে প্রশ্ন আকারে এবং PDF-টিতে তালিকা আকারে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নের ধরন এবং মনে রাখার জন্য তালিকা আকারে শেয়ার করছি।
তাই তোমরা পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে সঠিকভাবে এই টপিকটিকে বুঝে নাও।
পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়
🌻 রঘুনাথপুর পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 বাঘমুণ্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 পরেশনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 জয়চণ্ডী পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 ভাণ্ডারী পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পুরুলিয়া
🌻 শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ বাঁকুড়া
🌻 বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ বাঁকুড়া
🌻 মশক পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ বাঁকুড়া
🌻 কোড়ো/ তপোবন পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ বাঁকুড়া
🌻 মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ বীরভূম
🌻 মথুরখালি পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ বীরভূম
🌻 ঠাকুরান পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পশ্চিম মেদিনীপুর
🌻 বেলপাহাড়ি পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ পশ্চিম মেদিনীপুর
🌻 টাইগার হিল কোন জেলায় অবস্থিত ?
➺ দার্জিলিং
🌻 ঘুম হিল কোন জেলায় অবস্থিত ?
➺ দার্জিলিং
🌻 বক্সা পাহাড় কোন জেলায় অবস্থিত ?
➺ আলিপুরদুয়ার
🌻 ডেলো হিল কোন জেলায় অবস্থিত ?
➺ কালিংপং
🌻 দুর্পিন হিল কোন জেলায় অবস্থিত ?
➺ কালিংপং
পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়ের তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 130 KB
No comments:
Post a Comment