Breaking




Monday 14 November 2022

পশ্চিমবঙ্গ ভূগোল - MCQ প্রশ্ন উত্তর PDF

পশ্চিমবঙ্গ ভূগোল - MCQ প্রশ্ন উত্তর PDF || West Bengal Geography - MCQ Question Answers PDF

পশ্চিমবঙ্গ ভূগোল - MCQ প্রশ্ন উত্তর PDF
পশ্চিমবঙ্গ ভূগোল - MCQ প্রশ্ন উত্তর PDF
নমস্কার পশ্চিমবঙ্গ বাসী ......
তোমাদের সঙ্গে আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF-টি শেয়ার করছি। যে PDF-টি পশ্চিমবঙ্গের ভূগোল বিষয়ের বাছাই করা এবং দারুন উপযোগী কিছু প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের Rail, Bank, PSC এমনকি TET পরীক্ষার জন্য কাজে আসবে। যেমন - পশ্চিমবঙ্গের ভুমি সংস্কার আইন কবে পাশ হয় ? 
তাই তোমরা অবশ্যই প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 
তোমাদের এখন প্রথম কাজ হবে নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নেওয়া এবং যদি প্রশ্ন গুলি ভালো লাগে অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেওয়া। তাই আসো আর সময় নষ্ট না করে প্রশ্ন গুলি পড়ে নেওয়া যাক। 

পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন উত্তর 

০১. পশ্চিমবঙ্গে “রাঢ়” একটি ফিজিওগ্রাফিক অঞ্চল, যার একটি অংশ পাওয়া যায়_ 
Ⓐ কোচবিহার
Ⓑ নাদিয়া
Ⓒ পশ্চিম মেদিনীপুর 
Ⓓ দক্ষিণ 24 পরগনা


০২.পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর হয় কবে ?
Ⓐ 1955 সালে 
Ⓑ 1956 সালে 
Ⓒ 1957 সালে
Ⓓ 1958 সালে


০৩. বক-খালি একটি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট কোন জেলায় অবস্থিত ?
Ⓐ উত্তর 24 পরাগনা
Ⓑ হুগলি
Ⓒ পূর্ব মেদিনীপুর
Ⓓ দক্ষিণ 24 পরগনা 


০৪. পশ্চিমবঙ্গের "গণগনি" অঞ্চলে কোন ধরণের মাটি রয়েছে ?
Ⓐ পলি মাটি
Ⓑ স্যালাইন মাটি
Ⓒ লেটারাইট মাটি 
Ⓓ তেরই মাটি


০৫. ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য কি ?
Ⓐ পশ্চিমবঙ্গে আরও জমির সেচ
Ⓑ বন্যা পরীক্ষা করা হচ্ছে
Ⓒ কলকাতা বন্দর সংরক্ষণ করা 
Ⓓ বিদ্যুৎ উৎপাদন


০৬. সুন্দরবনকে "ওয়ার্ল্ড হেরিটেজ সাইট" হিসাবে ঘোষণা করা হয়েছে_
Ⓐ টাইগার রিজার্ভ
Ⓑ সুন্দরী গাছ
Ⓒ ম্যানগ্রোভ অরণ্য 
Ⓓ জীববৈচিত্র্য


০৭. সিঙ্গালিলা শৈলশিরার শেষ পয়েন্টটির নাম কি ?
Ⓐ রিম্বিক 
Ⓑ সান্দাকফু
Ⓒ টাইগার হিল
Ⓓ ফল্ট


০৮. বিখ্যাত সাদা বালির সৈকত বিশেষত অভিবাসী পাখির জন্য জানা যায়, কোন সমুদ্র সৈকতকে ?
Ⓐ জুনপুট সমুদ্র সৈকত
Ⓑ ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত 
Ⓒ শঙ্করপুর সমুদ্র সৈকত
Ⓓ উপরের কোনওটি নয়


০৯. পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত ?
Ⓐ বানতলা 
Ⓑ দুর্গাপুর
Ⓒ আসানসোল
Ⓓ ইংরেজ বাজার


১০. রামমাম জলবিদ্যুৎ কোথায় অবস্থিত ?
Ⓐ পুরুলিয়া
Ⓑ বাঁকুড়া
Ⓒ জলপাইগুড়ি
Ⓓ দার্জিলিং 


১১. W.B. এর সর্বোচ্চ স্থান কোনটি ?
Ⓐ টাইগার হিল
Ⓑ টঙ্গলু
Ⓒ সান্দাকফু 
Ⓓ সোখিয়া পোখারী


১২. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশোধন / পরিশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
Ⓐ গঙ্গাসাগর
Ⓑ কলকাতা
Ⓒ আসানসোল
Ⓓ ফারাক্কা 


১৩. ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে মোট জনসংখ্যার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্থান হয়-
Ⓐ দশম
Ⓑ দ্বিতীয়
Ⓒ পঞ্চম
Ⓓ চতুর্থ 


১৪. কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা দুটি জেলাতে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছিল ?
Ⓐ 1991 সালে 
Ⓑ 1992 সালে 
Ⓒ 1994 সালে
Ⓓ 1990 সালে


১৫. ফারাক্কা ব্যারাজ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল ?
Ⓐ হুগলি নদীতে জল সরবরাহ বাড়ানো 
Ⓑ নিম্ন গঙ্গার প্রবাহকে নতুন করে সংজ্ঞায়িত করা
Ⓒ শক্তি উৎপাদন
Ⓓ অতিরিক্ত জলের সঞ্চয়


১৬. পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত ?
Ⓐ তানর
Ⓑ খবর
Ⓒ বরেন্দ্র 
Ⓓ রাড়


১৭. নিচের কোনটি দামোদর নদীর উৎস ?
Ⓐ পঞ্চেত পাহাড় 
Ⓑ জোড়ান্ডা পাহাড়
Ⓒ রাজমহল পাহাড়
Ⓓ রাজরপ্পা পাহাড়


১৮. স্বাধীনতার সময় নিম্নলিখিত কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না ?
Ⓐ কোচবিহার 
Ⓑ হাওড়া
Ⓒ দার্জিলিং
Ⓓ মুর্শিদাবাদ


১৯. তিন বিঘা করিডোর রয়েছে_
Ⓐ ভারত ও পাকিস্তান
Ⓑ ভারত ও চীন
Ⓒ ভারত ও ভুটান
Ⓓ ভারত ও বাংলাদেশ 


২০. নিচের কোন শিল্প শহরটি "ভারতের রূঢ়" নামে পরিচিত ?
Ⓐ আসানসোল
Ⓑ দুর্গাপুর 
Ⓒ বামপুর
Ⓓ রাউরকেলা


২১. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা হয় কারণ_
Ⓐ ল্যাটারিটিক মাটি 
Ⓑ অত্যন্ত কম বৃষ্টিপাত
Ⓒ অতিরিক্ত বাষ্পীভবন
Ⓓ অপর্যাপ্ত জল ব্যবস্থাপনা


২২. চারটি সর্বোচ্চ পর্বত_ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে এবং মাকলু থেকে দেখা যেতে পারে-
Ⓐ মিরিক
Ⓑ কালিম্পং
Ⓒ সান্দাকফু 
Ⓓ ফল্ট


২৩. গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কী ?
Ⓐ সাগর দ্বীপ
Ⓑ গোসাবা
Ⓒ পূর্বাশা 
Ⓓ লোথিন দ্বীপ


২৪. ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে ?
Ⓐ 8
Ⓑ 4
Ⓒ 5 
Ⓓ 3


২৫. পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল (2011 আদমশুমারি অনুযায়ী) ?
Ⓐ কলকাতা
Ⓑ মালদা
Ⓒ পুরুলিয়া
Ⓓ উত্তর দিনাজপুর 


২৬. কোন প্রকল্পর উপর ভিত্তি করে “দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটির” নকশা করা হয়েছিল ?
Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প 
Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্রের লীনা প্রকল্প
Ⓒ অ্যামাজন রিভার ভ্যালি প্রকল্প
Ⓓ চীনের হুয়াং হো নদী ভ্যালি প্রকল্প


২৭. বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি দার্জিলিংয়ের নিকটে ঘুমে অবস্থিত, এর উচ্চতা কত ?
Ⓐ 2258 মিটার 
Ⓑ 2000 মিটার
Ⓒ 7848 মিটার
Ⓓ 2050 মিটার


২৮. নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে ?
Ⓐ ঝাড়খণ্ড 
Ⓑ বিহার
Ⓒ উড়িষ্যা
Ⓓ আসাম


২৯. আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রায় কার সমান ?
Ⓐ হাঙ্গেরি 
Ⓑ ভিয়েতনাম
Ⓒ ডেনমার্ক
Ⓓ সুইজারল্যান্ড


৩০. নিম্নলিখিতদের মধ্যে পশ্চিমবঙ্গ এর রাজধানী কার কাছাকাছি অবস্থিত ?
Ⓐ THE EQUATOR
Ⓑ TROPIC OF CANCER 
Ⓒ TROPIC OF CAPRICORN
Ⓓ ARCTIC CIRCLE



পশ্চিমবঙ্গের ভূগোল 
PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  পশ্চিমবঙ্গ ভূগোল - MCQ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  230 KB 


No comments:

Post a Comment