Breaking




Thursday 13 April 2023

সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Solar System Questions Answers PDF

সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF
সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF
ডিয়ার ছাত্রছাত্রী .......
আজকে তোমাদের সঙ্গে শেয়ার সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF-টি। যে পোস্টটিতে খুব সুন্দর ভাবে সৌরজগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে কাজে আসবে। 
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং যদি প্রশ্ন গুলি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমানে শেয়ার করবে। যাতে সবাই প্রশ্ন গুলি পড়তে এবং জানতে পারে। 

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর

◩ একমাত্র কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে ?
Ans ::  শুক্র

◩ শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ ?
Ans ::  শুক্র

◩ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ ?
Ans ::  শুক্র

◩ কোন গ্রহে আবহমন্ডল লক্ষ্য করা যায় না ?
Ans ::  বুধ

◩ সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী ?
Ans ::  পক্সিমা সেন্টারাই

◩ অন্তঃস্থ গ্রহ তালিকায় কারা পড়ে ?
Ans ::  বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল

◩ সর্বপ্রথম সৌর জগৎ আবিষ্কার করেন কে ?
Ans ::  কোপারনিকাস

◩ পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে তা আবিষ্কার করেন কে ?
Ans ::  গ্যালিলিও

◩ বর্তমানে সৌর জগতে প্রধান কয়টি গ্রহ রয়েছে ও কী কী ?
Ans ::  ৮টি গ্রহ; যথা:- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

◩ সৌর জগতে অবস্থিত কয়েকটি বামন গ্রহের নাম কী কী ?
Ans ::  প্লুটো, ইরিস, সেরেস, মেকমেক, হাউমেয়া ইত্যাদি

◩ সৌর জগতের কেন্দ্র কাকে ধরা হয় ?
Ans ::  সূর্যকে

◩ সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি ?
Ans ::  বুধ

◩ সূর্যের সবথেকে দূরবর্তী গ্রহ কোনটি ?
Ans ::  নেপচুন

◩ সৌর জগতের সবথেকে দ্রুতগামী গ্রহ কোনটি ?
Ans ::  বুধ

◩ কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে কম ?
Ans ::  বুধ; মাত্র ৮৮ দিন

◩ কোন গ্রহের পরিক্রমণ কাল সবথেকে বেশি ?
Ans ::  নেপচুন; ১৬৪.৮ বছর

◩ নিজ অক্ষের চারপাশে ঘোরা সবথেকে মন্থর গতি সম্পন্ন গ্রহ কোনটি ?
Ans ::  শুক্র; ২৪৩ দিন লাগে একবার ঘুরতে

◩ নিজ অক্ষের চারপাশে ঘোরা সবথেকে দ্রুতগতি সম্পন্ন গ্রহ কোনটি ?
Ans ::  বৃহস্পতি; ১০ ঘন্টা সময় নেয় একবার ঘুরতে

◩ সৌরজগতের সবথেকে উষ্ণ বা গরম গ্রহ কোনটি ?
Ans ::  শুক্র

◩ সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি ?
Ans ::  ইউরেনাস

◩ কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ?
Ans ::  পৃথিবীকে

◩ নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহটির নাম কী ?
Ans ::  ট্রাইটন

◩ আমাদের সৌরজগত কোন ছায়াপথের অন্তর্গত ?
Ans ::  আকাশ গঙ্গা বা মিল্কিওয়ে

◩ সূর্য কত দিনে নিজের অক্ষের চারপাশে আবর্তন করে ?
Ans ::  ২৭ দিন

◩ নিজ অক্ষের চারপাশে  ঘুরতে পৃথিবীর কত সময় লাগে ?
Ans ::  ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেন্ড

◩ সূর্যকে প্রদক্ষিন করতে পৃথিবীর কত সময় লাগে ?
Ans ::  ৩৬৫ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট ১৬ সেকেন্ড

◩ পৃথিবীকে একবার প্রদক্ষিন করতে চাঁদের কত সময় লাগে ?
Ans ::  ২৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট ৪১ সেকেন্ড

◩ কোন গ্রহের বলয় লক্ষ্য করা যায় ?
Ans ::  শনি

◩ কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
Ans ::  ইউরেনাস

◩ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় ?
Ans ::  মঙ্গল

◩ সৌর জগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি ?
Ans ::  শুক্র

◩ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
Ans ::  বৃহস্পতি

◩ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
Ans ::  বুধ

◩ কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি ?
Ans ::  পৃথিবী

◩ কোন গ্রহের ঘনত্ব সবথেকে কম ?
Ans ::  শনি

◩ কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি ?
Ans ::  শনি; উপগ্রহ সংখ্যা ৮২টি

◩ কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই ?
Ans ::  বুধ ও শুক্র

◩ সৌরজগতে বৃহত্তম উপগ্রহ কোনটি ?
Ans ::  গ্যানিমিড, এটি বৃহস্পতির উপগ্রহ

◩ সৌরজগতে ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি ?
Ans ::  ডিমোস, এটি মঙ্গলের উপগ্রহ

◩ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী ?
Ans ::  চাঁদ

◩ কোন গ্রহে সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে ?
Ans ::  শুক্র গ্রহে

◩ সাধারনত গ্রহ গুলি কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?
Ans ::  পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে

◩ বহিঃস্থ গ্রহ তালিকায় কারা পড়ে ?
Ans ::  বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন

◩ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
Ans ::  ৮ মিনিট ২০ সেকেন্ড

◩ সূর্য থেকে পৃথিবীর দুরত্ব কত ?
Ans :: ১৪৯,৫৯৭,৮৭০ কিলোমিটার

◩ সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়ো ?
Ans :: ১৩ লক্ষ গুণ

◩ শনির বৃহত্তম উপগ্রহটির নাম কী ?
Ans ::  টাইটান
সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তরের PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  170 KB  


No comments:

Post a Comment