Breaking




Thursday 14 March 2024

বিভিন্ন গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা তালিকা PDF

বিভিন্ন গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা তালিকা PDF 

বিভিন্ন গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা তালিকা PDF
বিভিন্ন গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা তালিকা PDF 
পরীক্ষার্থী বন্ধুরা
আজকের পোস্টটি তোমরা খুবি মনোযোগ সহকারে পড়বে, কারন আজকের পোস্টটি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবি উপযোগী একটি পোস্ট। আমরা আজকে বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা তালিকা PDF আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 
তাই তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করে দাও।

সৌরজগত কি ? 
উত্তর ঃ সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে আটটি গ্রহই বৃহত্তম। অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ। পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে দু’টি প্রাকৃতিক উপগ্রহ ক্ষুদ্রতম গ্রহ বুধের থেকেও আকারে বড়ো।

 সৌরজগতের অবস্থান ঃ 
৪৬০ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি। চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল শিলাময় গ্রহ। এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত। চারটি বহিঃস্থ গ্রহ হল দানব গ্রহ।

 গ্রহ কি ? 
উত্তর ঃ গ্রহের ইংরেজি প্রতিশব্দ Planet-এর মূল বেশ প্রাচীনকালে প্রোথিত যার সাথে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক, বৈজ্ঞানিক, পৌরাণিক ও ধর্মীয় বিষয়াদি। গ্রহ বলতে জ্যোতির্বিজ্ঞানে মহাবিশ্বের এমন যেকোন বস্তুকে বোঝানো হয় যার কেবলমাত্র নিজের মহাকর্ষ বলের প্রভাবে গোলাকার রূপ ধারণ করার ক্ষমতা আছে, যা তার নিকটতম নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, যার ভর তাপ-নিউক্লিয় বিক্রিয়া শুরু করে সূর্যের মত শক্তি উৎপাদনের জন্য যথেষ্ট নয়, যে তার একদম নিকটে থাকা নক্ষত্র কে কেন্দ্র করে ঘুরছে এবং যে তার প্রতিবেশের সব ছোট ছোট বস্তুকে সরিয়ে দিয়েছে বা নিজের মধ্যে অধিগ্রহণ করে নিয়েছে। সাধারণত গ্রহরা কোন না কোন তারা বা নাক্ষত্রিক ধ্বংসাবশেষকে কেন্দ্র করে আবর্তিত হয়, তবে এর ব্যতিক্রম থাকার সম্ভাবনাও অনেকে ব্যক্ত করেছেন।

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা 
 
গ্রহের নাম উপগ্রহ সংখ্যা অন্যতম উপগ্রহ
বুধ ***
শুক্র ***
পৃথিবী ১টি চাঁদ
মঙ্গল ২টি ডাইমোস, ফোবোস
বৃহস্পতি ৯2টি গ্যানিমিড, ইউরোপা
শনি ৮২টি টাইটান
ইউরেনাস ২৭টি মিরান্ডা, ওবেরন
নেপচুন ১৪টি ট্রাইটন

বিভিন্ন বামন গ্রহের উপগ্রহ সংখ্যা
 
বামন গ্রহের নাম উপগ্রহ সংখ্যা অন্যতম উপগ্রহ
প্লুটো ৫টি হাইড্রা, নিক্স
এরিস ১টি ডিসনোমিয়া
হাউমেয়া ২টি নামাকা, হিয়াকা
মেকমেক ১টি S/2015(136472)1
সেরেস ***

সম্ভাব্য প্রশ্নাবলী

 শনির উপগ্রহের নাম কি ? 
টাইটান

 মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি ?
☞ ২টি

 প্লুটো গ্রহ না বামন গ্রহ ?
☞ বামন গ্রহ

 এরিস বামন গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি ?
☞ ১টি

 ইউরেনাস গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি ?
☞ ২৭টি

 পৃথিবীর উপগ্রহের নাম কি ?
☞ চাঁদ

 নেপচুন গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি ?
☞ ১৪টি

 বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি ?
☞ ৯২টি

বিভিন্ন গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  133 KB



No comments:

Post a Comment