Breaking




Thursday 14 March 2024

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর PDF || Food Sub Inspector Question Answers PDF

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর PDF || Food Sub Inspector Question Answers PDF

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর
ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর
ডিয়ার ফুড ইন্সপেক্টর পরীক্ষার্থী,
তোমাদের জন্য আমরা আবার নিয়ে হাজির হয়েছি এই পরীক্ষার একটি অন্যতম পোস্ট নিয়ে, যে পোস্টটি পড়ার পর তোমাদের এই পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের এই পোস্টটি হল, ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর PDF আমরা এই পোস্টটির মধ্যে শেয়ার করছি, প্রায় ৫০টির মতো বাছাই করা জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর যে প্রশ্ন গুলি তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। 
কারন আমরা যে সমস্থ প্রশ্ন গুলি দিয়েছি সেই প্রশ্ন গুলি জেনারেল স্টাডিজ বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন গুলি তোমরা পড়লেই বুঝতে পারবে। তাই তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে প্রশ্ন গুলি পড়ে নাও এবং যদি প্রশ্ন গুলি ভালো লেগে থাকে PDF-টি সংগ্রহ করে রাখতে পারো যার লিংক পোস্টটির নীচে দেওয়া আছে। 

ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর

Q. অদ্বৈতবাদ এর জনক কাকে বলা হয় ?
Ans: শঙ্করাচার্য্য

Q. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন ?
Ans: জওহরলাল নেহেরু

Q. থ্রিশুর পুরাম কোন রাজ্যের উৎসব ?
Ans: কেরল

Q. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
Ans: ২৮শে ফেব্রুয়ারি

Q. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?
Ans: সারনাথে

Q. SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans: ২৪শে জানুয়ারি ১৯৭৩ সালে

Q. মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত ?
Ans: ১২ থেকে ৩৫

Q. নভরোজ বা নওরোজ উৎসব কারা পালন করে ?
Ans: পারসিরা

Q. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans: মুম্বাই

Q. অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি ?
Ans: নর্মদা

Q. বেদ সমাজের স্থাপনা কোথায় হয়েছিল ?
Ans: মাদ্রাসে

Q. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
Ans: রাজস্থান

Q. মৌসিনরাম কোথায় অবস্থিত ?
Ans: পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত

Q. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ?
Ans: ৬৫ বছর

Q. বাসভারাজ বোম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
Ans: কর্ণাটক

Q. ভারতীয় সংবিধানের ৫০ তম সংশোধন কবে হয়েছিল ?
Ans: ১৯৮৪ সালে

Q. শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত ?
Ans: লালা লাজপত রায়

Q. সাঙ্গাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ans: মণিপুর

Q. চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয় ?
Ans: উত্তর মেরু

Q. হিলিয়ামের জারণ সংখ্যা কত ?
Ans: শূন্য

Q. CTRI এর সম্পূর্ণ নাম কি ?
Ans: Clinical Trials Registry – India.

Q. আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
Ans: লাইসোজোমকে

Q. অন্তিম ঋণদাতা ব্যাঙ্ক কাকে বলা হয় ?
Ans: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Q. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
Ans: সমুদ্রগুপ্তকে

Q. ২৪৩ e অনুসারে পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয় ?
Ans: পাঁচ বছর

Q. নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: জ্যাভলিন থ্রো

Q. কততম সংবিধান সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয় ?
Ans: ৭৪তম

Q. রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত ভিটামিনের নাম কি ?
Ans: ভিটামিন কে

Q. ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ?
Ans: পিনাকী চন্দ্র ঘোষ

Q. লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
Ans: নিউ দিল্লী

Q. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয় ?
Ans: হ্যারোড ডোমার মডেল

Q. বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয় ?
Ans: ১৯০৫ সালে

Q. বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
Ans: ২রা ফেব্রুয়ারি

Q. চান্দলি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
Ans: মহারাষ্ট্র

Q. জালিকাট্টু ফেস্টিভ্যাল কি ?
Ans: ষাঁড়ের লড়াই

Q. স্বাধীন ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয় ?
Ans: নভেম্বর ১৯৪৭ সালে

Q. কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় ?
Ans: রাজস্থান

Q. ভারত কত সালে WTO এর অন্তর্ভুক্ত হয় ?
Ans: ১৯৯৫ সালে

Q. পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ?
Ans: কেরালা এবং তামিলনাড়ু

Q. নিউল্যান্ডের পর্যায় সারণিতে মোট মৌলের সংখ্যা কত ?
Ans: ৫৬টি

Q. কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয় ?
Ans: ইংল্যান্ডের বার্মিংহামে

Q. কার্বন কোন বন্ধন গঠন করে ?
Ans: সমযোজী

Q. ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
Ans: ক্যালসিফেরল

Q. AIDS এর পুরো নাম কি ?
Ans: অ্যাকুয়ার্ড‌ ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম
ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  216 MB   


No comments:

Post a Comment