ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF || Food SI General Studies Question Answers
![]() |
Food SI General Studies Question Answers |
আজকে তোমাদের জন্য যে পোস্টটি শেয়ার করবো সেই পোস্টটি কেবলমাত্র যারা পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য। তোমরা যারা এই পদের পরীক্ষার জন্য অনেকদিন থেকে প্রস্তুতি নিচ্ছো তোমরা অবশ্যই আমাদের দেওয়া WBPSC Food SI General Studies Question Answers PDF এই পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও কারন খুব শীঘ্রই WBPSC বোর্ড এই পদের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করবে।
তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই তোমারা আমদের দেওয়া আজকের পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে একটু একটু করে প্রস্তুত করে তোল। কারন-
শুধু সামনে এগিয়ে যাও;
কে কী বলছে- তাতে কান দিও না,
নিজের ভালোর জন্য যা করতে হবে,করতে থাকো।
ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর
❍ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি ?
Ans :- মহাভারত
❍ নগর পঞ্চায়েতের সবচেয়ে বড় পদ কোনটি ?
Ans :- মেয়র
❍ দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ans :- নীলগিরি
❍ বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- ওড়িশা
❍ মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত ?
Ans :- ব্রহ্মপুত্র
❍ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ?
Ans :- ২০১২ থেকে ২০১৭ সাল
❍ বিশু উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :- কেরালা
❍ জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans :- কলকাতা
❍ দীপিকা পল্লীকল কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans :- স্কোয়াশ
❍ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
Ans :- লর্ড মাউন্টব্যাটেন
❍ গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ?
Ans :- রাজেন্দ্র প্রসাদ
❍ ব্রহ্মপুত্র নদ ভারতের কোন অংশে প্রবাহিত হয় ?
Ans :- পূর্ব অংশে
❍ মানব চোখের কোন অংশ রঙ নির্ধারণ করে ?
Ans :- আইরিশ
❍ জাতীয় বিমান ক্রীড়া নীতি কোন মন্ত্রনালয় দ্বারা চালু করা হয় ?
Ans :- বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়
❍ ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ?
Ans :- রাজেন্দ্র সিং
❍ আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি প্রাকৃতিক মৌল আছে ?
Ans :- ৯৪টি
❍ সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত হয় ?
Ans :- তামিল ভাষায়
❍ মাশরুম কোন প্রকারের জীব ?
Ans :- মৃতজীবী
❍ ২০১৯ সালের লোকসভা নির্বাচন কততম নির্বাচন ছিল ?
Ans :- ১৭তম
❍ ৪২তম সংবিধান সংশোধন হয় কত সালে ?
Ans :- ১৯৭৬ সালে
❍ ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
Ans :- শতদ্রু নদী
❍ ত্রিপিটক কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত ?
Ans :- বৌদ্ধ ধর্মের সঙ্গে
❍ কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় ?
Ans :- জিপসাম
❍ এয়ার ইন্ডিয়া কবে স্থাপিত হয় ?
Ans :- ১৯৩২ সালে
❍ ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে মোট কতগুলি ভাষা আছে ?
Ans :- ২২টি
❍ তেজস্বিনী যোজনা কোন রাজ্য চালু করেছে ?
Ans :- ঝাড়খণ্ড
❍ অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
Ans :- নিউল্যান্ড
❍ হিন্দি ভাষাকে সরকারী ভাষা হিসাবে কবে গ্রহণ করা হয় ?
Ans :- ১৪ই সেপ্টেম্বর ১৯৪৯
❍ টিস্কো কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans :- ১৯০৭ সালে
❍ সামিত্ব যোজনা কত সালে শুরু হয় ?
Ans :- ২০২০ সালে
❍ কত সালে ভারতে ফেডারেল কোর্ট চালু হয় ?
Ans :- ১লা অক্টোবর ১৯৩৭
ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 194 KB
No comments:
Post a Comment