Breaking




Wednesday, 1 November 2023

WB Madhyamik Physical Science Syllabus 2024 PDF || মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন 2024

WB Madhyamik Physical Science Syllabus 2024 PDF || মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন 2024

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস 2024 PDF
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস 2024 PDF 
নমস্কার বন্ধুরা, 
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, পশ্চিমবঙ্গ মধ্যা শিক্ষা পর্ষদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস 2024 PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা উক্ত পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন গুলি খুবই সহজ এবং সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া পোস্টটি খুবই মনোযোগ সহকারে দেখে নাও।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস ও নম্বর বিভাজন

মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার সিলেবাস –

মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষাটি ৩টি অধ্যায়ের মধ্যে অনুষ্ঠিত হবে।  আমরা নীচে অধ্যায় গুলি এবং অধ্যায়ের টপিক গুলি আলোচনা করলাম-


সাধারণ অংশ
  1. পরিবেশের জন্য ভাবনা
  2. গ্যাসের আচরণ
  3. রাসায়নিক গণনা

পদার্থবিদ্যা
  1. তাপের ঘটনা সমূহ
  2. আলো
  3. চলতড়িৎ
  4. পরমাণুর নিউক্লিয়াস

রসায়ন
  1. পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
  2. আয়নীয় ও সমযোজী বন্ধন
  3. তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
  4. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
  5. ধাতু বিদ্যা
  6. জৈব রসায়ন
  7. পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা


মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার নম্বর বিভাজন 

বিষয় MCQ SAQ(1) SAQ(2) SAQ(3) মোট
পরিবেশের জন্য ভাবনা (1×1)=1 (1×2)=2 (2×1)=2 5
গ্যাসের আচরণ (1×1)=1 (1×2)=2 (2×1)=2 (3×1)=3 8
রাসায়নিক গণনা (1×1)=1 (3×1)=3 4
তাপের ঘটনা সমূহ (1×1)=1 (1×1)=1 (3×1)=3 5
আলো (1×2)=2 (1×2)=2 (2×1)=2 (3×2)=6 12
চলতড়িৎ (1×2)=2 (1×2)=2 (2×1)=2 (3×2)=6 12
পরমাণুর নিউক্লিয়াস (1×1)=1 (1×1)=1 (3×1)=3 5
পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা (1×1)=1 (1×2)=2 (3×1)=3 6
আয়নীয় ও সমযোজী বন্ধন (1×1)=1 (1×1)=1 (2×2)=4 6
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া (1×1)=1 (1×2)=2 (3×1)=3 6
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (1×1)=1 (1×2)=2 (2×1)=2 (3×1)=3 8
ধাতু বিদ্যা (1×1)=1 (1×2)=2 (2×1)=2 5
জৈব রসায়ন (1×1)=1 (1×2)=2 (2×1)=2 (3×1)=3 8
মোট 15 21 18 36 90

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস 2024 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  259 KB     



No comments:

Post a Comment