Breaking




Wednesday, 1 November 2023

ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের তালিকা PDF (1956-2023)

ব্যালন ডি অর পুরস্কার বিজয়ীদের তালিকা PDF (1956-2023) || Ballon d'Or Award Winners List PDF

ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের তালিকা
ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের তালিকা
সুপ্রিয় বন্ধুরা,
আমরা অনেকেই আছি যারা ব্যালন ডি অর পুরস্কার সম্পর্কে অবগত আছি, আমরা আজকে এই পুরস্কারটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে তথ্য গুলি তোমাদের এই পুরস্কার সম্পর্কে কিছুটা হলেও কাজে আসবে। চলো জেনে নেওয়া যাক ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের তালিকা PDF এই পোস্টটি সম্পর্কে। 

ব্যালন ডি'অর পুরস্কারের ইতিকথা  

 বন্ধুরা Ballon d’Or (ব্যালন ডি’অর) হল ফুটবল জগতের সবথেকে বড়ো এবং সবচেয়ে পুরানো পুরস্কার এই শব্দটি একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ গোল্ডেন বল (সোনার বল)। ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে। এই পুরস্কারটি প্রথমে সেই বছরের সবচেয়ে ভালো ইউরোপিয়ান ফুটবল খেলয়াকে দেওয়া হত। কিন্তু ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার যে কোন বেস্ট খেলয়াকে দেওয়া হত যারা ইউরোপিয়ান ক্লাবের হয়ে বাইরের দেশ বা সেই দেশের যে সব খেলোয়াড়রা খেলত। পরবর্তীকালে ২০০৭ সালে এই পুরস্কারটি কেবলমাত্র ইউরোপের মধ্যে নয় সম্পূর্ণ বিশ্ব জুড়ে সকল বেস্ট খেলোয়াড়দের দেওয়া শুরু হয় যার ফলে এই পুরস্কারটি গ্লোবাল প্রাইজে পরিণত হয়, ফলে এই পুরস্কারটির জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়তে শুরু করে। 

      আবার ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে FIFA এবং Ballon d’Or এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে FIFA World Player of the Year এবং Ballon d’Or Award একসঙ্গে হয়ে যায়, যার ফলে এই পুরস্কারটি FIFA Ballon d’Or Award নামে সকল বেস্ট খেলোয়াড়দের দেওয়া শুরু হয়। ২০১৬ সালে এই চুক্তির সমাপ্তি ঘটে যাওয়ার ফলে এই পুরস্কারটি আলাদা আলাদা হয়ে যায় FIFA Ballon d’Or Award টি Ballon d’Or Award নামে এবং অন্যদিকে FIFA World Player of the Year নামে পরিবর্তে The Best FIFA Mens Player নাম রেখেদেয় যার ফলে দুটি পুরস্কারের আলাদা আলাদা পরিচিত হয়ে যায়। 

ব্যালন ডি’অর পুরস্কারের বীজেতা নির্বাচন পদ্ধতি 

 প্রথমে ২৩ জনের নামের একটি তালিকা পাঠানো হয় একটি ফুটবল কমিটির কাছে যে কমিটিতে থাকেন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, কোচ এবং ন্যাশনাল টিনের ক্যাপ্টেনরা এবং যে ২৩ জনের তালিকাটি পাঠানো হয় সেই তালিকাটিতে সেই বছরের সবচেয়ে ভালো খেলেছে এমন ২৩ জনের নাম থাকে। কমিটির প্রতিটি ম্যাম্বার তিনটি করে ভোট দিতে পারবেন যার পয়েন্ট হছে প্রথম ভোটটি ৫ পয়েন্ট, দ্বিতীয় ভোটটি ৩ পয়েন্ট এবং তৃতীয় ভোটটি ১ পয়েন্ট। প্রতিটি ম্যাম্বারের ভোট দেবার পর সেই সমস্থ ভোট গুলি গণনা করা। গণনা করার পর ঐ ২৩ জন থেকে ভোট বেশি পেয়েছে এমন ৩ জনকে বাছা হয় এবং তার মধ্যে যে খেলোয়াড়টি সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাঁকে সেই বছরের Ballon d’Or পুরস্কারের পুরস্কিত করা হয়। 
যদি আমরা পুরস্কারের কথা বলি এবছর পর্যন্ত লিওনেল মেসি ৮ বার Ballon d’Or পুরস্কার পান যেটা এই পুরষ্কারের ইতিহাসে সর্বচ্চ।

১৯৫৬-২০২৩ সাল পর্যন্ত ব্যালন ডি অর পুরস্কার বিজয়ীদের তালিকা

সাল বিজয়ী দেশ ক্লাব
২০২৩ লিওনেল মেসি আর্জেন্টিনা পিএসজি,ইন্টার মিয়ামি
২০২২ করিম বেনজেমা ফ্রান্স রিয়াল মাদ্রিদ
২০২১ লিওনেল মেসি আর্জেন্টিনা পিএসজি
২০২০ করোনার কারনে পুরস্কার দেয়া হয় নি
২০১৯ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১৮ লুকা মদ্রিচ ক্রোয়েশিয়া রিয়াল মাদ্রিদ
২০১৭ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০১৬ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০১৫ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১৪ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০১৩ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
২০১২ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১১ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০১০ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০০৯ লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা
২০০৮ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ম্যানইউ
২০০৭ কাকা ব্রাজিল মিলান
২০০৬ ফ্যাবিও ক্যানাভারো ইতালি রিয়াল মাদ্রিদ
২০০৫ রোনালদিনহো ব্রাজিল বার্সেলোনা
২০০৪ আন্দ্রে শেভচেঙ্কো ইউক্রেইন মিলান
২০০৩ পাভেল নেদভেদ চেক রিপাবলিক জুভেন্টাস
২০০২ ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিল রিয়াল মাদ্রিদ
২০০১ মাইকেল ওয়েন ইংল্যান্ড লিভারপুল
২০০০ লুইস ফিগো পর্তুগাল রিয়াল মাদ্রিদ
১৯৯৯ রিভালদো ব্রাজিল বার্সেলোনা
১৯৯৮ জিনেদিন জিদান ফ্রান্স জুভেন্টাস
১৯৯৭ ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিল ইন্তারনাজিওনালে
১৯৯৬ ম্যাথিয়াস সামের জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
১৯৯৫ জর্জ ওয়েহ লাইবেরিয়া মিলান
১৯৯৪ রিস্টো স্টইচকভ বুলগেরিয়া বার্সেলোনা
১৯৯৩ রবার্তো ব্যাজিও ইতালি জুভেন্টাস
১৯৯২ মার্কো ভ্যান বাস্তেন নেদারল্যান্ডস মিলান
১৯৯১ জিন-পিয়েরে পাপিন ফ্রান্স মার্শেই
১৯৯০ লোথার ম্যাথিউস জার্মানি ইন্তারনাজিওনালে
১৯৮৯ মার্কো ভ্যান বাস্তেন নেদারল্যান্ডস মিলান
১৯৮৮ মার্কো ভ্যান বাস্তেন নেদারল্যান্ডস মিলান
১৯৮৭ রুড গুলিট নেদারল্যান্ডস মিলান
১৯৮৬ ইগোর বেলানভ সোভিয়েত ইউনিয়ন ডায়নামো কিয়েভ
১৯৮৫ মিশেল প্লাতিনি ফ্রান্স জুভেন্টাস
১৯৮৪ মিশেল প্লাতিনি ফ্রান্স জুভেন্টাস
১৯৮৩ মিশেল প্লাতিনি ফ্রান্স জুভেন্টাস
১৯৮২ পাওলো রসি ইতালি জুভেন্টাস
১৯৮১ কার্ল হেইঞ্জ রুমেনিগে ওয়েস্ট জার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৮০ কার্ল হেইঞ্জ রুমেনিগে ওয়েস্ট জার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৭৯ কেভিন কেগান ইংল্যান্ড হামবার্গ
১৯৭৮ কেভিন কেগান ইংল্যান্ড হামবার্গ
১৯৭৭ অ্যালান সিমোনসেন ডেনমার্ক বরুসিয়া এম’গ্লাডব্যাক
১৯৭৬ ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার জার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৭৫ ওলেগ ব্লোকহাইন সোভিয়েত ইউনিয়ন ডায়নামো কিয়েভ
১৯৭৪ ইয়োহান ক্রুইফ নেদারল্যান্ডস বার্সেলোনা
১৯৭৩ ইয়োহান ক্রুইফ নেদারল্যান্ডস বার্সেলোনা
১৯৭২ ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার জার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৭১ ইয়োহান ক্রুইফ নেদারল্যান্ডস আয়াক্স
১৯৭০ গার্ড মুলার জার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৬৯ গিয়ানি রিভেরা ইতালি মিলান
১৯৬৮ জর্জ বেস্ট নর্দান আয়ারল্যান্ড ম্যানইউ
১৯৬৭ ফ্লোরিয়ান অ্যালবার্ট হাঙ্গেরি Ferencv rosi TC
১৯৬৬ ববি চার্লটন ইংল্যান্ড ম্যানইউ
১৯৬৫ ইউসেবিও পর্তুগাল বেনফিকা
১৯৬৪ ডেনিস ল স্কটল্যান্ড ম্যানইউ
১৯৬৩ লেভ ইয়াশিন সোভিয়েত ইউনিয়ন ডায়নামো মস্কো
১৯৬২ জোসেফ মাসোপুস্ট চেক প্রজাতন্ত্র ডুকলা প্রাগ
১৯৬১ ওমর সিভোরি ইতালি জুভেন্টাস
১৯৬০ লুইস সুয়ারেজ স্পেন বার্সেলোনা
১৯৫৯ আলফ্রেডো ডি স্টিফানো স্পেন রিয়াল মাদ্রিদ
১৯৫৮ রেমন্ড কোপা ফ্রান্স রিয়াল মাদ্রিদ
১৯৫৭ আলফ্রেডো ডি স্টিফানো স্পেন রিয়াল মাদ্রিদ
১৯৫৬ স্ট্যানলি ম্যাথিউস ইংল্যান্ড ব্লাকপুল

ব্যালন ডি অর পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

 File Details :: 

File Name: ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের নাম

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  244 KB 



No comments:

Post a Comment