ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস 2023 PDF || WBPSC Food SI Syllabus 2023 PDF
ডিয়ার পরীক্ষার্থী,
তোমারা যারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, আজকের পোস্টটি কেবলমাত্র তোমাদের জন্য। আজকের ইম্পরট্যান্ট পোস্টটি হল, Food Sub Inspector Syllabus 2023 PDF in Bengali আজকের এই পোস্টটি তোমাদের দারুন ভাবে কাজে আসতে চলেছে।
কারন যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য প্রস্তুতি নেবার আগে প্রথম স্টেপ হল, সেই পরীক্ষার সিলেবাসটি খুব ভালোভাবে দেখে নেওয়া এবং দ্বিতীয় স্টেপ হল, সেই পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্র গুলি খুব ভালোভাবে দেখা। তাই আমাদের আজকের পোস্টটি হল, ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস ২০২৩
তোমারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরা অবশ্যই নীচের দেওয়া সিলেবাসটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তারপর তোমরা অবশ্যই সিলেবাসের PDF-টি সংগ্রহ করে রাখবে। যাতে প্রয়োজনে তাড়াতাড়ি করে দেখে নিতে পারো।
ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস
পরীক্ষার প্যাটার্ন
০১. লিখিত পরীক্ষা
০২. পার্সোনালিটি টেস্ট
লিখিত পরীক্ষা
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
জেনারেল স্টাডিজ | ৫০ | ৫০ |
পাটিগণিত | ৫০ | ৫০ |
মোট | ১০০ | ১০০ |
পার্সোনালিটি টেস্ট
◩ পার্সোনালিটি টেস্ট পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাসের উল্লেখ করা নেই, তবে এই পরীক্ষাটি ২০ নম্বরের নেওয়া হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
◨ এই পরীক্ষার প্রশ্ন গুলি নির্বাচন করা হয় মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে।
◩ জেনারেল স্টাডিজ ➦
◆ কারেন্ট অ্যাফেয়ার্স
◆ ভারতের অর্থনীতি
◆ ভারতের ইতিহাস
◆ ভারতের ভূগোল
◩ পাটিগণিত ➦
◆ অনুপাত ও সমানুপাত
◆ ভগ্নাংশ
◆ গসাগু ও লসাগু
◆ অংশীদারি কারবার
◆ গড়
◆ সময় ও কার্য
◆ নল ও চৌবাচ্চা
◆ সময় ও দূরত্ব
◆ নৌকা ও স্রোত
◆ শতকরা
◆ লাভ ও ক্ষতি
◆ সরল সুদ
◆ জটিল সুদ
ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস 2023
File Format: PDF
No. of Pages: 2
File Size: 217 MB
No comments:
Post a Comment