গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর PDF || Gk Question Answer PDF in Bengali
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে WBCS, UPSC, Bank, Rail, WBP, ANM & GNM, Food SI, Jail Police পরীক্ষার জন্য বাছাই করা 294 General Knowledge Questions Answers in Bengali PDF-টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরা অতি অবশ্যই প্রশ্ন গুলি খুব ভালো ভাবে দেখে রাখো।
নমুনা প্রশ্ন উত্তর
০১. বীশ গাছ কোন ধরণের কান্ড ?
Ans :: তৃণ
০২. বিজ্ঞানের পরিভাষায় আধুনিক হাতির নাম কি ?
Ans :: এলিপাস
০৩. ওয়াটার পোলো খেলাতে কতজন খেলোয়াড় থাকে প্রতিদলে ?
Ans :: ৭ জন
০৪. পদ্ম পাতার কোন তলে পত্ররন্ধ্র থাকে ?
Ans :: উপরের তলে
০৫. ধান গাছে ডেড হাট সৃষ্টিকরে কোন পোকা ?
Ans :: মাঝরা পোকা
০৬. বীজ বিহীন ফল সৃষ্টি হয় কিসের দ্বারা ?
Ans :: জিব্বারেলিন
০৭. কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড় ?
Ans :: অ্যালবাট্রস
০৮. কোন পাখি সবচেয়ে দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে ?
Ans :: জেন্টু পেঙ্গুইন
০৯. শ্বাসবৃদ্ধ কোন প্রাণীর দেহে থাকে ?
Ans :: মাগুর মাছে
১০. বজ্রপাতের ফলে কোন অ্যাসিড সৃষ্টি হয় ?
Ans :: নাইট্রিক অ্যাসিড
১১. তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কারক কে ?
Ans :: বারনৌলি
১২. সূর্য স্থির এবং তা ঘোরে না একথা প্রথম ঘোষণা করেন কে ?
Ans :: অর্য্ভট্ট
১৩. মারকিউরাসনাইট্রেটের আবিষ্কারক কে ?
Ans :: বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়
১৪. ফ্লপি ড্রাইভে ফ্লপি এক মিনিটে কতবার ঘোরে ?
Ans :: ৩০০ বার
১৫. বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয় ?
Ans :: ব্রাজিলের রিওতে, ১৯৯২ সালে
১৬. ত্বকে ক্যান্সারের জন্য দায়ী কে ?
Ans :: সূর্যের অতিবেগুনী রশ্মি
১৭.আদিম পৃথিবীতে ক্লোরোফিলযুক্ত যে এককোষী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি ?
Ans :: শৈবাল
১৮. ইকোলজি শব্দটির অর্থ কী ?
Ans :: বসবাসের জ্ঞান
১৯. ফ্রিজ তৈরির কারখানা থেকে কী নির্গত হয় ?
Ans :: ক্লোরোফ্লুরো কার্বন
২০. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনি কত সালে স্থাপিত হয় ?
Ans :: ১৬০০ সালে
২১. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয় ?
Ans :: আকবর
২২. "কাশ্মীরের আকবর" কাকে বলা হয় ?
Ans :: জয়নাল আবেদিনকে
২৩. চৈতন্য দেবের মায়ের নাম কী ?
Ans :: শচী
২৪. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?
Ans :: গুরু নানক
২৫. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কী ?
Ans :: শিবসমুদ্রম
২৬. ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?
Ans :: তামিলনাড়ু
২৭. ভারতের অরন্য গবেষনাগারটি কোথায় অবস্থিত ?
Ans :: দেরাদুনে
২৮. "রেশুড়" কাকে বলা হয় ?
Ans :: কৃষ্ণ মৃত্তিকাকে
২৯. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?
Ans :: 1950 সালে
৩০. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন বাঁধ গঠিত হয় ?
Ans :: মেতুর, হীরাকুন্দ ও ভাকরা
৩১. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
Ans :: 1948 সালে
৩২. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
Ans :: ডলফিন
৩৩. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?
Ans :: নেভ
৩৪. ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
Ans :: ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
৩৫. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans :: ভারত ও শ্রীলংকা
৩৬. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans :: মালদ্বীপ
৩৭. সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিনত হয় ?
Ans :: ১৯৭৫ সালে
৩৮. কোন দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্থিত ?
Ans :: ভারত ও বাংলাদেশ
৩৯. নেড ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?
Ans :: চীর্ণ
৪০. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
Ans :: সিয়াচেন হিমবাহ
৪১. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?
Ans :: নরওয়ের সজনে ফিয়র্ড
৪২. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?
Ans :: 2.5 বছর
৪৩. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?
Ans :: 1/4 অংশ
৪৪. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?
Ans :: পিরামিড চূড়ার উদাহরণ
৪৫. ভারতের সব চেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans :: সিকিম
৪৬. ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
Ans :: ভুটান
৪৭. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
Ans :: আরাবল্লী
৪৮. নাথুলা পাস কোথায় অবস্থিত ?
Ans :: সিকিমে
৪৯. রেটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: হিমাচল প্রদেশ
৫০. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
Ans :: সিয়াচেন
গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: Gk Question Answer PDF
File Format: PDF
No. of Pages: 17
File Size: 3 MB
No comments:
Post a Comment