Breaking




Sunday 4 February 2024

ICDS Anganwadi Practice Set 2023 || অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট PDF

ICDS Anganwadi Practice Set 2023 || অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট PDF

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট 2023
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট 2023
ডিয়ার স্টুডেন্টস,
তোমারা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজিরে হয়েছি ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে। 
যে সেটটি আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং বিগত বছরের প্রশ্নপত্র গুলি ফলো করে বানিয়েছি। যে প্রশ্ন গুলি প্র্যাকটিস করলে আশাকরছি তোমাদের এই পরীক্ষার সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি হয়ে যাবে। 
সুতারং আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং PDF সংগ্রহ করে প্র্যাকটিস করা শুরু করে দাও। 

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

1. পত্র রচনা লেখো -

স্কুলের হেড মাস্টারের নিকট ছেলের ভর্তির জন্য একটি আবেদন পত্র লেখো।
 
2. Fill in the blanks with appropriate forms of verbs given in the brackets.

Lalita (be)………. a good student. She (come)………….to school regularly. She (have ) ………. many friends. Her classmates (love) ………. her.


3. ইংরাজিতে অনুবাদ করো :
ভারতীয় হিসাবে আমাদের ভারতে বাস করতে হয় এবং ভারতের জন্য কাজ করতে হয়। কিন্তু আমাদের একথা ভুলে গেলে চলবে না যে আমরা ভারতীয়গণ পৃথিবীর এক বৃহত্তর পরিবারের অংশবিশেষ এবং অন্যান্য দেশে বসবাসকারী জনসাধারণ আমাদের ভ্রাতৃস্থানীয়।

 4.  
(ক) ভিটামিন E-এর অভাবে কি রোগ হয় ?

(খ)পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনভূমির নাম লেখো ?

(গ) পুরুলিয়ার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো ?

(ঘ) পশ্চিমবঙ্গে উন্নতমানের কয়লা পাওয়া যায় কোথায় ?

(ঙ) ‘কপালকুণ্ডলা’ কার রচনা ?

(চ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় ?

(ছ) জৈন ধর্মের প্রবর্তক কে ?

(জ) পঞ্চায়েত সমিতির সর্বোচ্চ পদের নাম কী ?

(ঝ) অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয় ?
 

5. এককথায় প্রকাশ করো

(ক) যা বলা হচ্ছে –

(খ) স্বয়ং সৃষ্টি হয়ে আছেন যিনি –

(গ) যা পাওয়া উচিত –

6. 
(ক) সমার্থক শব্দ লেখো : অক্ষম, ঠাট্টা, ধূসর

(খ) সমোচ্চারিত শব্দের অর্থ লিখো
  • উৎপল
  • যতি
  • উপল
  • যতী

(গ) সন্ধি বিচ্ছেদ  করো : মনঃপ্রাণ, সাথকরে, ক্ষুদার্থ, স্নেহান্ধ

উত্তর গুলি দেখতে PDF-টি সংগ্রহ করতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  267 KB     



No comments:

Post a Comment