Breaking




Monday 5 February 2024

বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF || List of Kings and Their Titles In Bengali PDF

বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF | বিভিন্ন রাজার উপাধি PDF | List of Kings and Their Titles In Bengali PDF

বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF
বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে একটি মহতি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করচ্ছি, যে টপিকটি তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবি উপযোগী। আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, বিভিন্ন রাজার উপাধি তালিকা PDF- যে পোস্টটির মধ্যে আমরা প্রায় ৩০টি রাজা এবং তাঁর উপাধি গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করলাম তাই তোমরা কোন রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও এবং সম্পূর্ণ PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 
বিভিন্ন রাজার উপাধি তালিকা
 
রাজার নাম উপাধি
বিম্বিসার শ্রেনীক
ধননন্দ অগ্রমিজ
বিন্দুসার অমিত্রঘাত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
প্রথম নরসিংহ বর্মন মহামল্ল
দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর
তৃতীয় গোবিন্দ জগতুঙ
দ্বিতীয় বিক্রমাদিত্য নরেন্দ্র, মৃগরাজ
কুতুবুদ্দিন আইবক লাখ বক্স, মালিক
কনিষ্ক দেবপুত্র
প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড
বাবর গাজী
শেরশাহ হজরত-এ-আলা
গৌতমীপুত্র সাতকর্নি ক্ষত্রিয় দর্প মানমর্দন
হাল কবিবৎসল
কৃষ্ণদেব রায় যবনরাজ, স্থাপনাচার্য
ইব্রাহিম লোদী ইব্রাহিম শাহ
বৈরাম খান খান বাবা
অজাতশত্রু কুনিক
মহাপদ্মনন্দ অগ্রসেন
চন্দ্রগুপ্ত মৌর্য স্যাক্রকোটাস, অ্যাক্রকোটাস
অশোক প্রিয়দর্শী
হর্ষবর্ধন শিলাদিত্য
অমোঘ বর্ষা বীর নারায়ণ
প্রথম মহেন্দ্রবর্মন বিচিত্রচিত্ত
চতুর্থ বিক্রমাদিত্য ত্রিভুবন, মাল্লা
ইব্রাহিম কুতুবশাহ মল্কিবরম
জুনা খাঁ মহম্মদ বিন তুঘলক
মহম্মদ গজনি বুতশিকন

বিভিন্ন রাজার উপাধি তালিকা PDFটি সংগ্রহ করতে নীচের Download now-এ ক্লিক করুন


আরও পোস্ট লিংক
বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম Click Here
বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা ও সালClick Here

No comments:

Post a Comment