Breaking




Sunday 26 November 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর PDF || Anganwadi Worker and Helper Math Question Answers PDF

অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত প্রশ্ন উত্তর PDF
অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত প্রশ্ন উত্তর PDF
ডিয়ার অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী,
তোমরা খুব ভালোভাবেই জানো যে পশ্চিমবঙ্গের প্রায় অনেক গুলি জেলাতেই এই পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য আবেদন করেছো, আশাকরি তোমরা অবশ্যই এই পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। 
তাই আমরা সেই প্রস্তুতিকে আরও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য নিয়ে হাজির হয়েছি, অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। আমরা এই পোস্টটির মধ্যে এই পরীক্ষায় জন্য উপযোগী এবং এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন দিয়েছি। যে প্রশ্ন গুলি পড়লে আশাকরি তোমাদের খুবই কাজে আসবে।
সুতরাং তোমরা অবিলম্বে নীচের প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও এবং নিজকে এই পরীক্ষার জন্য একটু একটু করে নিজকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল। 

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গণিত প্রশ্ন উত্তর

০১. একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ?
(A) 16 মিটার
(B) 17 মিটার ✔️
(C) 21 মিটার
(D) 23 মিটার
 
০২. A বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য B বর্গক্ষেত্রের কর্ণের সমান। A ও B বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত ?
(A) 1 : 4
(B) 2 : 1 ✔️
(C) 1 : 2
(D) 0 : 3
 
০৩. বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত ?
(A) 7 সেন্টিমিটার
(B) 10.5 সেন্টিমিটার
(C) 14 সেন্টিমিটার ✔️
(D) 22 সেন্টিমিটার
 
০৪. আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের বাহু 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে ?
(A) 5% হ্রাস
(B) 8% বৃদ্ধি  ✔️
(C) 10% হ্রাস
(D) 18% বৃদ্ধি
 
০৫. একটি আয়তকার বাগানের একপাশের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ 13 মিটার হলে, বাগানের ক্ষেত্রফল কত ?
(A) 45 বর্গমিটার
(B) 60 বর্গমিটার  ✔️
(C) 70 বর্গমিটার
(D) 75 বর্গমিটার
 
০৬. একটি দেওয়াল ঘড়িতে 5 টা ঘণ্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9 টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে ?
(A) 4.5 সেকেন্ড
(B) 5.4 সেকেন্ড
(C) 6 সেকেন্ড ✔️
(D) 7 সেকেন্ড
 
০৭. এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিনগুণ। 15 বছর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের এখনকার বয়স কত বছর ?
(A) 15 বছর ✔️
(B) 18 বছর
(C) 21 বছর
(D) 24 বছর
 
০৮. কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ-আসল 4 গুণ হবে ?
(A) 24 বছরে
(B) 25 বছরে ✔️
(C) 30 বছরে
(D) 36 বছরে
 
০৯. বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ-আসল কত হবে ?
(A) 150 টাকা
(B) 500 টাকা
(C) 550 টাকা
(D) 650 টাকা ✔️
 
১০. একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘণ্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতি 12 কিলোমিটার/ঘণ্টা হলে, যাত্রাপথের দূরত্ব কত ?
(A) 108 কিমি
(B) 142 কিমি
(C) 162 কিমি  ✔️
(D) 178 কিমি
 
১১. স্রোতের গতিবেগ 7 কিলোমিটার /ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ 35 কিলোমিটার/ঘণ্টা হলে, প্রতিকূলের গতিবেগ কত ?
(A) 21 কিলোমিটার/ঘণ্টা ✔️
(B) 25 কিলোমিটার/ঘণ্টা
(C) 28 কিলোমিটার/ঘণ্টা
(D) 29 কিলোমিটার/ঘণ্টা
 
১২. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
(A) 50 সেকেন্ডে
(B) 1 মিনিটে ✔️
(C) 80 সেকেন্ডে
(D) 1 ঘণ্টায়
 
১৩. দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ও 16 ঘণ্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে দ্বিতীয়জনের গতিবেগ ঘণ্টায় 27 কিলোমিটার হলে, প্রথমজনের ঘণ্টায় গতিবেগ কত ?
(A) 30 কিমি
(B) 36 কিমি ✔️
(C) 40 কিমি
(D) 48 কিমি
 
১৪. একজন সাইকেল আরোহী ঘণ্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরী হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্য স্থলের দূরত্ব কত ?
(A) 2 কিমি ✔️
(B) 3 কিমি
(C) 4 কিমি
(D) 6 কিমি
 
১৫. A নল, B নলের 9 গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা A নল 30 মিনিটে জলপূর্ণ করতে পারে।  একত্রে পো দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে ?
(A) 24 মিনিট
(B) 25 মিনিট
(C) 27 মিনিট ✔️
(D) 28 মিনিট
 
১৬. শ্যাম ও যদু একত্রে একটি কাজ যতদিনে করে রাম একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি রাম এবং শ্যাম একত্রে একটি কাজ 15 দিনে করে এবং যদু একা সেই কাজটি 30 দিনে করতে পারে।  তবে রাম একা কাজটি কতদিনে শেষ করবে ?
(A) 20 দিন ✔️
(B) 25 দিন
(C) 30 দিন
(D) 40 দিন
 
১৭. 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ কাজ 5 জন পুরুষ এবং 6 স্ত্রীলোক কতদিনে শেষ করতে পারবে ?
(A) 12 দিন
(B) 15 দিন ✔️
(C) 18 দিন
(D) 25 দিন
 
১৮. সাহেব ও সুজন একটি কাজ 12 দিনে এবং সাহেব, সুজন ও গৌরাঙ্গ একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। তবে গৌরাঙ্গ একা কাজটি কতদিনে করবে ?
(A) 14 দিন
(B) 16 দিন
(C) 20 দিন
(D) 24 দিন ✔️
 
১৯. এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত ?
(A) 14%
(B) 14.5% ✔️
(C) 15%
(D) 15.5%
 
২০. এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু ল্যাপটপটি 20% লাভে 54000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে গাড়িটির ক্রয়মূল্য কত ছিল ?
(A) 25,000 টাকা
(B) 37,000 টাকা
(C) 50,000 টাকা ✔️
(D) 60,000 টাকা
 
২১. এক টাকায় 12 টি লজেন্স বিক্রয় করলে 4% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে ?
(A) 6
(B) 7 ✔️
(C) 8
(D) 9
 
২২. যে বাসের গতিবেগ ঘণ্টায় 25 কিলোমিটার, সেই বাস 600 কিলোমিটার যেতে কত সময় নেবে ?
(A) 16 ঘণ্টা
(B) 20 ঘণ্টা
(C) 23 ঘণ্টা
(D) 24 ঘণ্টা  ✔️
 
২৩. সাহেব, সুজন ও গৌরাঙ্গ যথাক্রমে 5000 টাকা, 5500 টাকা ও 6000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। যদি বছরের শেষে 33000 টাকা লাভ হয়, তবে গৌরাঙ্গ কত টাকা পাবে ?
(A) 10000 টাকা
(B) 12000 টাকা ✔️
(C) 14000 টাকা
(D) 19000 টাকা
 
২৪. একটি হেডফোন 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। হেডফোনটির ক্রয় মূল্য কত ?
(A) 220 টাকা
(B) 280 টাকা
(C) 300 টাকা
(D) 320 টাকা ✔️
 
২৫. 28 ঘণ্টায় সুজন নামের এক ব্যক্তি 500 টি প্রদীপ তৈরি করতে পারে। আরও 14 ঘণ্টা বেশী কাজ করলে কতগুলি বেশী প্রদীপ তৈরি হবে ?
(A) 199
(B) 250 ✔️
(C) 310
(D) 410
অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত প্রশ্নপত্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: অঙ্গনওয়াড়ি পরীক্ষার গণিত প্রশ্নপত্র

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  262 KB



No comments:

Post a Comment