অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস PDF | Anganwadi Worker and Helper Syllabus in Bengali PDF
নমস্কার অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থীরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করবো এই পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে, যে পোস্টটি অবশ্যই তোমাদের খুব ভালোভাবে জেনে নেওয়া এবং বুঝে নেওয়া উচিৎ কারন আজকেই এই পোস্টই খুবই প্রয়োজনীয় একটি পোস্ট এই পরীক্ষাটির জন্য। আমাদের আজকের পোস্টটি সেই গুরুত্বপূর্ণ পোস্ট হল, অঙ্গনওয়াড়ি সিলেবাস 2024 PDF আমরা এই পোস্টটির মধ্যে এই পরীক্ষার সিলেবাসটি খুবই সহজ এবং সরল ভাষায় তোমাদের জন্য তুলে ধরলাম। যেখানে আমরা পরীক্ষার ধরন, নম্বর বিভাজন, বিষয়ের সমস্ত টপিক সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য।
তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য সিরিয়াস ভাবে পড়াশোনা করছো অবশ্যই তোমরা খুব ভালোভাবে সিলেবাসটি দেখে নাও এবং বুঝে নাও।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাসের বিষয়বস্তু
🌒 পরীক্ষার প্যাটার্ন
০১. লিখিত পরীক্ষা
০২. ইন্টারভিউ
🌒 লিখিত পরীক্ষার নম্বর প্যাটার্ন
বিষয় | প্রশ্ন সংখ্যা | প্রশ্নের মান | সময় |
---|---|---|---|
মাতৃভাষা (এইট স্ট্যান্ডার্ড) | ১ | ১৫ | |
ইংরেজি (এইট/নাইন স্ট্যান্ডার্ড) | ১৫ | ২০ | |
সাধারণ জ্ঞান | ২০ | ২০ | ৩ ঘণ্টা |
জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় | ১৫ | ১৫ | |
পাটিগণিত (এইট স্ট্যান্ডার্ড) | ১০ | ২০ | |
মোট | ৬১ | ৯০ |
◩ এই পরীক্ষাটি লিখিত ৯০ নম্বর এবং ইন্টারভিউ ১০ নম্বরের নেওয়া হবে অর্থাৎ দুটি ধাপ নিয়ে মোট ১০০ নম্বরের হবে।
◩ লিখিত পরীক্ষায় ১০০ এর মধ্যে ৩০ পেলে তাবেই ইন্টারভিউর জন্য ডাকা হবে।
🌒 লিখিত পরীক্ষার সিলেবাস
◩ মাতৃভাষার সিলেবাস
মাতৃভাষায় ১৫০টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়ে থাকে এবং অনেকগুলি অপশন দেওয়া থাকে,যার মান থাকে ১৫ নম্বর। (এইট স্ট্যান্ডার্ড থেকে প্রশ্ন থাকে)
◩ ইংরেজি বিষয়ের সিলেবাস
Appropriate articles, appropriate prepositions, phrasal verbs, synonyms, antonyms ইত্যাদি টপিক থেকে ১ নম্বরের প্রশ্ন থাকে ১০টি।
বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ –এই টপিকটি থেকে ২ নম্বরের প্রশ্ন থাকে ৫টি। অর্থাৎ ইংরেজি বিষয় থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন থাকে (এইট/নাইন স্ট্যান্ডার্ড থেকে প্রশ্ন থাকে)।
◩ সাধারণ জ্ঞান বিষয়ের সিলেবাস
ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, চলচ্চিত্র, ভারতীয় সংবিধান ইত্যাদি টপিক থেকে ২০টি ১ নম্বরের MCQ প্রশ্ন থাকবে।
◩ জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ের সিলেবাস
জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়গুলি থেকে ১৫টি ১ নম্বরের MCQ প্রশ্ন থাকবে।
◩ পাটিগণিতের সিলেবাস
অনুপাত ও সমানুপাত,অংশীদারি কারবার,গড়,শতকরা,লাভ ও ক্ষতি,সময় ও দূরত্ব ইত্যাদি টপিক থেকে ১০টি ২ নম্বরের প্রশ্ন থাকবে (এইট স্ট্যান্ডার্ড থেকে প্রশ্ন থাকে)।
অঙ্গনওয়াড়ি পরীক্ষার সিলেবাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস
File Format: PDF
No. of Pages: 02
File Size: 232 KB
No comments:
Post a Comment