PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2023 PDF | WBPSC Miscellaneous Practice Set-02
বন্ধুরা,
তোমারা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য আবেদন করেছো তোমাদের জন্য আজকে আমরা শেয়ার করছি PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2023 PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রশ্ন উত্তর গুলি দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমরা খুব ভালোভাবে প্রাকটিস করা শুরু করে দাও।
PSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2023
01. গীতগোবিন্দ কে রচনা করেন ?
[A] জয়দেব
[B] কালিদাস
[C] কৌটিল্য
[D] দেবপাল
02. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?
[A] পাল
[B] সেন
[C] গৌড়
[D] কামরূপ
03. আলোকবর্ষ কিসের একক ?
[A] সময়
[B] দূরত্ব
[C] আলোক তরঙ্গ দৈর্ঘ্য
[D] গ্রহের ভর
04. তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
[A] রাজস্থান
[B] অসম
[C] মহারাষ্ট্র
[D] মধ্যপ্রদেশ
05. কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?
[A] সদাশিব রাওকে
[B] লর্ড ক্লাইভকে
[C] লর্ড ওয়েলেসলিকে
[D] নানা ফড়নবীশকে
06. আরাবল্লি একটি -
[A] ভঙ্গিল পর্বত
[B] স্তূপ পর্বত
[C] ক্ষয়জাত পর্বত
[D] কোনটিই নয়
07. রক্তকবরী কার লেখা ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
[C] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
[D] সুকুমার রায়
08. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত ?
[A] জাইলেম
[B] ফ্লোয়েম
[C] উভয়ই
[D] কোনটাই নয়
09. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
[A] 21শে মার্চ
[B] 21শে জানুয়ারি
[C] 21শে মে
[D] 21শে জুন
10. কে নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ ?
[A] রাসবিহারী বসু
[B] সুভাষচন্দ্র বসু
[C] মহাত্মা গান্ধী
[D] জওহরলাল নেহেরু
11. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?
[A] লর্ড ওয়াভেল
[B] লর্ড লিনলিথগো
[C] লর্ড মাউন্টব্যাটেন
[D] এটলি
12. গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত -
[A] পর্বত
[B] নদী
[C] গিরিখাত
[D] সমভূমি অঞ্চল
13. দেশপ্রিয় নামে অভিহিত হন -
[A] মহাত্মা গান্ধী
[B] সুভাষচন্দ্র বসু
[C] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
[D] যতীন্দ্রমোহন সেনগুপ্ত
14. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
[A] মঙ্গল
[B] বুধ
[C] বৃহস্পতি
[D] পৃথিবী
15. অবাক জলপান কে লিখেছেন ?
[A] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] সুকুমার রায়
[D] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
16. কোনো পরীক্ষায় 250 টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর বিয়োগ হয়। কোনো শিক্ষার্থী মোট 300 পেয়ে থাকলে সে কতগুলি ভুল উত্তর দিয়েছিল ?
[A] 60
[B] 70
[C] 75
[D] 80
17. একটি পরীক্ষায়, 40% শিক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছিল, 20% গণিতে অনুত্তীর্ণ হয়েছিল। যদি 10% শিক্ষার্থী এই উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়, তবে উভয় বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ?
[A] 50%
[B] 40%
[C] 30%
[D] কোনোটিই না
18. একটি বানর 12 মিটার উঁচু পিচ্ছিল স্তম্ভের উপরে উঠে যায়। তার প্রথম মিনিটে, সে 2 মিটার উপরে ওঠে এবং পরের মিনিটে, সে এক মিটার নীচে পিছলে যায় । এইভাবে, স্তম্ভের শীর্ষে পৌঁছতে সে কত সময় নেবে ?
[A] 10 মিনিট
[B] 21 মিনিট
[C] 12 মিনিট
[D] 11 মিনিট
19. 100 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে, গণিতে 50 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ইংরেজিতে 70 জন উত্তীর্ণ হয়েছে, 5 জন শিক্ষার্থী গণিত এবং ইংরেজি উভয় বিষয়েই অনুত্তীর্ণ হয়েছে। উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে?
[A] 50
[B] 40
[C] 35
[D] 25
20. রোহিত একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরিবর্তে একটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করে। ফলাফলের সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ ?
[A] 200%
[B] 300%
[C] 50%
[D] 400%
মিসলেনিয়াস প্র্যাকটিস সেট ২০২৩ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 02
File Format: PDF
No. of Pages: 02
File Size: 226 KB
No comments:
Post a Comment