মিসলেনিয়াস প্র্যাকটিস সেট PDF | WBPSC Miscellaneous Practice Set - 01
ডিয়ার স্টুডেন্ট,
আমরা সকলেই জানি যে বেশ কয়েকদিন আগে 2023 সালের মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। আশা করি অনেকে আবেদন করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো। আজকে আমরা তোমাদের সেই প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য হাজির হয়েছি WBPSC মিসলেনিয়াস প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে।
আমরা আজকের এই প্র্যাকটিস সেটটি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অতএব তোমরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সেটটি প্র্যাকটিস করা শুরু কর দাও। আর সেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি এই সেট আরও পেতে তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।
মিসলেনিয়াস প্র্যাকটিস সেট 2023
০১. "মৃচ্ছকটিকম" - নাটকটির রচয়িতা কে ?
[A] বিশাখদত্ত
[B] শূদ্রক
[C] বানভট্ট
[D] ভাস
০২. মহম্মদ শামীর গ্রামে মিনি স্টেডিয়াম তৈরি করতে চলেছে কোন রাজ্য ?
[A] গুজরাট
[B] উত্তর প্রদেশ
[C] হরিয়ানা
[D] বিহার
০৩. মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত?
[A] ব্যাডমিন্টন
[B] WRISTLER
[C] ক্রিকেট
[D] তিরন্দাজি
০৪. কোন সাম্রাজ্যের প্রতীক ছিল - বাঘ
[A] চোল
[B] চেরা
[C] পাণ্ড
[D] উপরের কোনটি নয়
০৫. কোন রাজ্যের "রাজ্য মাছ" হিসাবে ঘোষিত হলো ঘোল মাছ ?
[A] কেরালা
[B] গুজরাট
[C] মহারাষ্ট্র
[D] তামিলনাড়ু
০৬. ভারতে নতুন কৃষি কৌশল কোন দশকে চালু করা হয়েছিল ?
[A] 1950 এর
[B] 1960 এর
[C] 1970 এর
[D] কোনোটিই নয়
০৭. চৌম্বক আবেশের একক কি ?
[A] ওরস্টেড
[B] হেনরি
[C] গাউস
[D] ওয়েবার
০৮. পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] সৌরভ গাঙ্গুলি
[B] শাহরুখ খান
[C] প্রসেনজিৎ চ্যাটার্জি
[D] দেব
০৯. নিম্নলিখিত কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধের সম্মুখীন করেছিল ?
[A] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[B] তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[C] চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[D] পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
১০. NABARD নিচের কোনটি সঙ্গে জড়িত -
[A] শিল্পোন্নয়ন
[B] গ্রামীণ উন্নয়ন
[C] রেলওয়ের উন্নয়ন
[D] কোনোটিই নয়
১১. একজন মালি 17956 টি গাছের চারা এমনভাবে রোপণ করল যাতে একটি শ্রেণিতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণি হল। একটি শ্রেণিতে কতগুলি গাছ আছে ?
[A] 136
[B] 134
[C] 144
[D] 154
১২. একটি ছাত্রকে 3 দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করতে বলা হল। ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7। সঠিক উত্তরটি কী ?
[A] 9.3
[B] 3.3
[C] 9.8
[D] 9.9
১৩. কত ঘনমিলিমিটারে 100 ঘনডেসিমিটার হয় ?
[A] 100
[B] 10000
[C] 100,000,000
[D] 1000
১৪. একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে ?
[A] 20
[B] 40
[C] 50
[D] 30
১৫. ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যাটি নির্ণয় করো, যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়।
[A] 7
[B] 3
[C] 2
[D] 5
১৬. একটি ন্যূনতম ধনাত্মক পূর্ণসংখ্যার সাথে 4050 কে গুণ করলে প্রাপ্ত পূর্ণ বর্গটির বর্গমূল নির্ণয় করুন।
[A] 80
[B] 90
[C] 85
[D] 95
১৭. এর তিনটি ক্রমাগত গুণকের যোগফল হ'ল 285। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন।
[A] 75
[B] 100
[C] 120
[D] 90
১৮. দুটি সংখ্যার যোগফল 90; যদি তাদের মধ্যে একটির চেয়ে অন্যটি 16 বেশি হয় তবে সংখ্যাদুটি কত ?
[A] 50, 40
[B] 53, 37
[C] 64, 48
[D] 43, 47
১৯. একটি পরীক্ষায় 41% শিক্ষার্থী অর্থনীতিতে, 35% শিক্ষার্থী ভূগোলে এবং 39% শিক্ষার্থী ইতিহাসে অকৃতকার্য হয়েছে, 5% শিক্ষার্থী তিনটি বিষয়েই অকৃতকার্য হয়েছে, 14% শিক্ষার্থী অর্থনীতি ও ভূগোলে অকৃতকার্য হয়েছে, 21 ভূগোল ও ইতিহাসে % শিক্ষার্থী এবং ইতিহাস ও অর্থনীতিতে 18% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শুধুমাত্র অর্থনীতিতে অকৃতকার্য ছাত্রদের শতাংশ খুঁজে বের করুন?
[A] 16%
[B] 14%
[C] 12%
[D] 10%
২০. 100 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে, গণিতে 50 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ইংরেজিতে 70 জন উত্তীর্ণ হয়েছে, 5 জন শিক্ষার্থী গণিত এবং ইংরেজি উভয় বিষয়েই অনুত্তীর্ণ হয়েছে। উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ?
[A] 50
[B] 40
[C] 35
[D] 25
মিসলেনিয়াস প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: মিসলেনিয়াস প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 02
File Size: 227 KB
No comments:
Post a Comment