Breaking




Thursday, 11 July 2024

WB ICDS Worker and Helper Recruitment 2024 | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2024

WB ICDS Worker and Helper Recruitment 2024 | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2024

WB ICDS Worker and Helper Recruitment 2024
WB ICDS Worker and Helper Recruitment 2024
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত চাকরির খবর নিয়ে, অনেকদিন পর বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হছে। আজকে আমরা একটি জেলার নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি। তাই তোমরা অবশ্যই নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং জেনে নাও কোন জেলায় এবং কোথায় কোথায় কত জন করে কর্মী নিয়োগ করা হবে এবং কারা আবেদন করতে পারবে।

বোর্ডের নাম  :: DAKSHIN DINAJPUR Integrated Child Development Services

পোস্টের নাম :: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।

মোট শুন্যপদ :: ব্লক অনুযায়ী পদ সংখ্যা বিনস্থ্য করা আছে তাই বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার দেখে নিন। ডাউনলোড লিঙ্ক প্রতিবেদনের নিচে দেওয়া রইল।

বয়সসীমা :: প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :: বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা হিসাবে মাসে ৪,৫০০ টাকা দেওয়া হয়। এছাড়া সরকার অনুমোদিত হারে প্রত্যেক মাসে অতিরিক্ত সাম্মানিক ভাতা দেওয়া হয়।

যোগ্যতা :: মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদ আবেদনের জন্য যোগ্য।

আবেদন ফি :: প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি :: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: কর্মী ও সহায়িকা পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আর সহায়িকা থেকে কর্মী পদের জন্য লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট,  তিনটি  রঙিন পাসপোর্ট ছবি, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এছাড়া বিজ্ঞপ্তিতে বাকি যা চাওয়া হয়েছে।

বিঃ দ্রঃএই বিজ্ঞপ্তিতে তারাই আবেদন করতে পারবে যারা উল্লেখিত ব্লকের স্থায়ী বাসিন্দা।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু ৯ই জুলাই ২০২৪
আবেদন শেষ ২রা আগস্ট ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here




No comments:

Post a Comment