বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা PDF | List of National Emblem of Different Countries Bengali PDF
আমরা আজকে খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, আজকের টপিকটি হল, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক PDF এই পোস্টটি খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক সমস্থ রকম চাকরীর পরীক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে।
এই টপিকটি থেকে আমেরিকার জাতীয় প্রতীকের নাম কি ? শ্রীলঙ্কার জাতীয় প্রতীকের নাম কি ? বাংলাদেশের জাতীয় প্রতীকের নাম কি ? এই রকমের প্রশ্ন এসে থাকে।
সুতরাং তোমরা আর সময় নষ্ট না করে নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পড়ে অফলাইনে পড়তে পারো।
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা
দেশের নাম | জাতীয় প্রতীক |
---|---|
ভারত | অশোকস্তম্ভ |
পাকিস্তান | অর্ধচন্দ্র |
বাংলাদেশ | শাপলা |
জাপান | চন্দ্রমল্লিকা |
ইতালি | শ্বেতপদ্ম |
হংকং | অর্কিড গাছ |
সুইজারল্যান্ড | হোয়াইট ক্রস |
লেবানন | পাইন জাতীয় গাছ |
নিউজিল্যান্ড | ফার্ন ও কিউই পাখি |
সেনেগাল | বাওবাব গাছ |
অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারু |
ইংল্যান্ড | গোলাপ |
কানাডা | ম্যাপল পাতা |
ডেনমার্ক | বীচ গাছ |
ডমিনিকা | তোতাপাখি |
ফ্রান্স | লিলি |
গুয়ানা | কাঞ্জি পাখি |
আয়ারল্যান্ড | শুশনি পাতা |
পাপুয়া নিউ গিনি | বার্ড অফ প্যারাডাইস |
আমেরিকা | স্বর্ণদন্ড |
জার্মানি | কর্ন ফ্লাওয়ার |
মঙ্গোলিয়া | সয়োম্ব |
সুদান | সেক্রেটারী বার্ড |
তুর্কি | অর্ধচন্দ্র ও তারা |
বার্বাডোস | ত্রিশুলের মাথা |
রাশিয়া | দুই মাথাযুক্ত ঈগল |
আইভরী কোস্ট | হাতি |
জিম্বাবোয়ে | জিম্বাবোয়ে পাখি |
ইজরায়েল | ঝাড়বাতি |
ইরান | গোলাপ |
আর্মেনিয়া | ঈগল ও সিংহ |
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 192 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি | Click Here |
ভারতের বিভিন্ন বিপ্লব সমূহ তালিকা | Click Here |
No comments:
Post a Comment