Breaking




Monday, 18 August 2025

অঙ্ক প্র্যাকটিস সেট PDF 2025 | Math Practice Set in Bengali PDF

অঙ্ক প্র্যাকটিস সেট PDF 2025 [পাটিগণিত] | Math Practice Set in Bengali PDF

পাটিগণিত প্র্যাকটিস সেট 2025 PDF
পাটিগণিত প্র্যাকটিস সেট 2025 PDF
হ্যালো বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি পাটিগণিত প্র্যাকটিস সেট 2025 PDF এই পোস্টটি। আজকের সেটটিতে থাকছে বাছিকরা এবং গুরুত্বপূর্ণ ৫০টি পাটিগণিতের প্রশ্ন উত্তর। যে প্রশ্ন উত্তর গুলি থাকছে MCQ ফরম্যাটে যেটা তোমাদের প্র্যাকটিস করতে সাহায্য করবে।
তাই বন্ধুরা আমরা সকলেই জানি যে সামনে অনেক গুলি পরীক্ষা হতে চলছে এবং যে পরীক্ষা গুলিতে এই বিষয়টি কমন তাই আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে এবং বুদ্ধিমত্তার সাথে প্র্যাকটিস করে নাও-

পাটিগণিত প্র্যাকটিস সেট 

01. 84, 90 ও 120-এর LCM কত?
A) 1260 
B) 1680 
C) 2520 
D) 5040

02. (3⁴–3²) ও (3⁵–3³)-এর HCF কত?
A) 9 
B) 24 
C) 72 
D) 108

03. 7¹⁰³ কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
A) 0
B) 1
C) 2
D) 3

04. 13⁵-এর শেষ দুই অংক কত?
A) 09 
B) 13 
C) 93 
D) 39

05. 100!-এ 10-এর গুণক কয়টি (trailing zeros)?
A) 20 
B) 22 
C) 24 
D) 25

06. 40 জনের গড় 72। আরও 10 জন যোগ হলে সামগ্রিক গড় 75। নতুন 10 জনের গড় কত?
A) 78 
B) 82 
C) 85 
D) 87

07. যদি a:b=3:5 এবং b:c=4:7, তবে a:c = ?
A) 12:35 
B) 7:12 
C) 3:7 
D) 5:7

08. A : B=2:3।A-তে 20 যোগ করলে অনুপাত 7:8 হয়।  B কত?
A) 64 
B) 80 
C) 96 
D) 112

09. ৫টি সংখ্যার গড় 18। একটি 24 বাদ দিয়ে 36 বসালে নতুন গড় কত?
A) 19.2 
B) 20 
C) 20.4 
D) 21

10. x, y, z এমন যে x = y-এর 25% ও y = z-এর 80%। তবে x, z-এর কত শতাংশ?
A) 15% 
B) 18% 
C) 20% 
D) 25%

11. কোনো সংখ্যা 20% বাড়িয়ে আবার 20% কমালে নিট পরিবর্তন কত?
A) +4% 
B) −4% 
C) −2% 
D) 0%

12. 10% ও 20% ধারাবাহিক ছাড়ে চূড়ান্ত মূল্য 720 টাকা।  Marked Price কত?
A) 900 
B) 1000 
C) 1050 
D) 1100

13. বিক্রয়মূল্য CP-এর 25% বেশি; লাভ 200 টাকা। CP কত?
A) 600 
B) 700 
C) 800 
D) 900

14. দুটি পণ্যে একই CP-এ একটিতে 20% লাভ, অন্যটিতে 20% ক্ষতি—নিট ফল?
A) 0% 
B) +4% 
C) −4% 
D) −2%

15. দোকানি 50% বাড়িয়ে 20% ছাড় দেয়। নিট লাভ/ক্ষতি?
A) +20% 
B) +15% 
C) +10% 
D) 0%

16. সরল সুদে 5000 টাকায় 12% হারে 3 বছরে সুদ কত?
A) 1500 
B) 1600 
C) 1800 
D) 2000

17. SI = 900, P = 6000, t = 2.5 বছর; হার r = ?
A) 5% 
B) 6% 
C) 7.5% 
D) 8%

18. 8000 টাকায় 10% বার্ষিক চক্রবৃদ্ধিতে 2 বছরে চক্রসুদ কত?
A) 1600 
B) 1680 
C) 1760 
D) 1800

19. 4000 টাকায় 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, 1 বছরে সুদ কত?
A) 400 
B) 410 
C) 420 
D) 440

20. 10000 টাকায় 10% হারে 2 বছরে CI ও SI-এর পার্থক্য কত?
A) 80 
B) 90 
C) 100 
D) 110

21. A 12 দিনে, B 18 দিনে কাজ শেষ করে। একসঙ্গে করলে সময়?
A) 6 দিন 
B) 7 দিন 
C) 7.2 দিন 
D) 8 দিন

22. A=20 দিন, B=30 দিন, C=60 দিন; একত্রে কাজের সময়?
A) 8 দিন 
B) 9 দিন 
C) 10 দিন 
D) 12 দিন

23. A—10 দিন, B—15 দিন; যৌথ মজুরি 5000 হলে A-এর ভাগ?
A) 2000 
B) 2500 
C) 3000 
D) 3500

24. পাইপ A 6 ঘন্টা, B 8 ঘন্টা ভর্তি করে; C 12 ঘন্টায় খালি করে। তিনে মিলে সময়?
A) 4 ঘ 
B) 4.5 ঘ 
C) 4.8 ঘ 
D) 5 ঘ

25. A 10 দিনে, B 15 দিনে; একদিন অন্তর কাজ (A প্রথম দিন)। মোট সময়?
A) 10 দিন 
B) 11 দিন 
C) 12 দিন 
D) 13 দিন

26. 150 মিটার ট্রেন 12 সেকেন্ডে খুঁটি পার করে। গতি?
A) 36 কিমি/ঘ 
B) 45 কিমি/ঘ 
C) 50 কিমি/ঘ 
D) 54 কিমি/ঘ

27. 54 ও 72 কিমি/ঘ গতির 200মি ও 300মি ট্রেন বিপরীতমুখে ক্রস করতে সময়?
A) 12 সেকেন্ড 
B) 14.29 সেকেন্ড 
C) 15 সেকেন্ড 
D) 16 সেকেন্ড

28. নৌকার স্থির জলে গতি 10 কিমি/ঘ, স্রোত 3 কিমি/ঘ। 39 কিমি উজানে সময়?
A) 5 ঘ 24 মি 
B) 5 ঘ 30 মি 
C) 5 ঘ 34 মি 
D) 5 ঘ 40 মি

29. 60 কিমি 40 কিমি/ঘ-এ ও পরের 60 কিমি 60 কিমি/ঘ-এ গেলে গড় গতি?
A) 45 
B) 48 
C) 50 
D) 52

30. 120 কিমি দূরের দুই ব্যক্তি 30 ও 50 কিমি/ঘ গতিতে একে অপরের দিকে এলে মিলতে সময়?
A) 1 ঘ 20 মি 
B) 1.5 ঘ 
C) 1 ঘ 40 মি 
D) 2 ঘ

31. 30 লি দুধ:জল = 7:3। কত জল যোগ করলে 3:2 হবে?
A) 4 লি 
B) 5 লি 
C) 6 লি 
D) 7 লি

32. 40 ও 55 টাকা/কেজি চিনি মিশিয়ে 50 টাকা/কেজি পেতে অনুপাত?
A) 1:1 
B) 1:2 
C) 2:1 
D) 3:2

33. 20 লি খাঁটি দুধে প্রতি বার 5 লি বের করে জল ভরা—এভাবে 2 বার হলে দুধ কত বাকি?
A) 10 লি 
B) 11.25 লি 
C) 12.5 লি 
D) 13.5 লি

34. 40 লি 25% অ্যাসিড দ্রবণে কত খাঁটি অ্যাসিড যোগ করলে 40% হবে?
A) 8 লি 
B) 9 লি 
C) 10 লি 
D) 12 লি

35. 60 লি 75% অ্যালকোহলে কত জল যোগ করলে 60% হবে?
A) 10 লি 
B) 12 লি 
C) 15 লি 
D) 18 লি

36. ‘BANANA’ শব্দের অক্ষর বিন্যাসের সংখ্যা কত?
A) 30 
B) 60 
C) 90 
D) 120

37. 10 জনে 4 জনের কমিটি; 3 জন মহিলা, 7 জন পুরুষ। অন্তত 1 মহিলা থাকার উপায়?
A) 140 
B) 160 
C) 175 
D) 180

38. 5 জনকে বৃত্তাকার টেবিলে বসানোর উপায়? (ঘূর্ণন অভিন্ন)
A) 20 
B) 24 
C) 30 
D) 120

39. সুষম পাশা দু’বার নিক্ষেপে সমষ্টি 9 হওয়ার প্রাবল্য?
A) 1/12 
B) 1/9 
C) 5/36 
D) 1/6

40. 52 তাস থেকে একবারে Ace বা King পাওয়ার প্রাবল্য?
A) 1/13 
B) 2/13 
C) 3/26 
D) 4/13

41. যদি 2^x = 8^y ও 3^x = 27^y হয়, তবে x:y = ?
A) 2:1 
B) 3:1 
C) 1:2 
D) 1:3

42. logₐ27=3 এবং logₐ81=4 হলে, a = ?
A) 2 
B) 3 
C) 9 
D) 27

43. (81)^(3/4)-এর মান?
A) 9 
B) 18 
C) 27 
D) 36

44. ধারাটি: 2, 3, 5, 9, 17, ?
A) 26 
B) 29 
C) 33 
D) 35

45. দুটি সংখ্যার HCF=12, LCM=420। একটি সংখ্যা 60 হলে অন্যটি?
A) 70 
B) 72 
C) 84 
D) 90

46. A:B বয়স 5:7; 6 বছর পরে 7:9। বর্তমান বয়স?
A) 15 ও 21 
B) 20 ও 28 
C) 21 ও 27 
D) 24 ও 30

47. পার্টনারশিপে A: ₹5000 (12 মাস), B: ₹8000 (9 মাস)। মোট লাভ ₹22000—B-এর অংশ?
A) ₹10000 
B) ₹11000 
C) ₹12000 
D) ₹13000

48. a, b এমন যে a, b-এর থেকে 20% বেশি। তবে b, a-এর থেকে কত % কম?
A) 16% 
B) 16½% 
C) 16²⁄₃% 
D) 20%

49. একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি ও এক বাহু 7 সেমি। অন্য বাহু?
A) 20 
B) 21 
C) 24 
D) 26

50. ব্যাসার্ধ 7 সেমি ও উচ্চতা 10 সেমি-র সিলিন্ডারের আয়তন?
A) 440π 
B) 450π 
C) 480π 
D) 490π 

পাটিগণিত প্র্যাকটিস সেট 2025
পাটিগণিত প্র্যাকটিস সেট 2025

পাটিগণিত প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: পাটিগণিত প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  339 KB   


No comments:

Post a Comment