Math practice set pdf in Bengali | গণিত প্র্যাকটিস সেট পর্ব 02
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি অঙ্ক প্র্যাকটিস সেট pdf পর্ব 02 এই পোস্টটি, যে পোস্টটির মধ্যে দেওয়া আছে অঙ্ক বিষয়ের সমস্ত টপিক গুলি থেকে বেছে বেছে নেওয়া ৩০টি প্রশ্ন উত্তর। তাই তোমরা যারা WBP, NTPC, WBPSC এই সকল পরীক্ষা গুলি দেবে অবশ্যই আজকের দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও-
গণিত প্র্যাকটিস সেট
01. সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে ?
[A] 2520
[B] 2524
[C] 2522 [উত্তর]
[D] 2518
02. A ও B এর বর্তমান বয়সের অনুপাত 4 : 5, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:6 হলে B এর বর্তমান বয়স কত ?
[A] 15 বছর
[B] 20 বছর
[C] 25 বছর [উত্তর]
[D] 30 বছর
03. চারটি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12 টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে ?
[A] দুপুর 1 টা
[B] 1 টা বেজে 1 মিনিটে
[C] 12 তা বেজে 5 মিনিটে
[D] 12 টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড [উত্তর]
04. দুটি সংখ্যার গুনফল 12960 এবং তাদের গসাগু 36। এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে ?
[A] 3
[B] 4
[C] 5
[D] 2 [উত্তর]
05. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুনফল কত ?
[A] 114 [উত্তর]
[B] 325
[C] 315
[D] 104
06. A, B এর তিনগুন কর্মক্ষম, A ও B একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ A একা কতদিনে করবে ?
[A] 1
[B] 4 [উত্তর]
[C] 5
[D] 2
07. সুনন্দ বিক্রয়মূল্যের ওপর 25% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো ?
[A] 100/3% [উত্তর]
[B] 20%
[C] 25%
[D] 30%
08. একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, মেশিনটির বিক্রিয়মূল্য কত ?
[A] 680
[B] 720
[C] 612 [উত্তর]
[D] 600
09. একটি সংখ্যাকে 10% কমানো হলে, সংখ্যাটি হয় 30,তবে প্রকৃত সংখ্যা টি কত ?
[A] 35
[B] 100/3 [উত্তর]
[C] 67/2
[D] 40
10. নিম্নের কোনটি 9 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য ?
[A] 7532458
[B] 6812348
[C] 6234588 [উত্তর]
[D] 4701828
11. মান নির্নয় : (√32+√48)/(√8+√12) = ?
[A] 4
[B] 3
[C] 5
[D] 2 [উত্তর]
12. কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমান 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমান কত ?
[A] 42%
[B] 44% [উত্তর]
[C] 46%
[D] 40%
13. 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাগাভাগি করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত ?
[A] 300 টাকা
[B] 500 টাকা
[C] 400 টাকা [উত্তর]
[D] 200 টাকা
14. একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদুরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত ?
[A] 3 : 2
[B] 5 : 3
[C] 8 : 3 [উত্তর]
[D] 3 : 1
15. একটি পন্যদ্রব্যের উপর করের পরিমান 15% হ্রাস পেল এবং এর খরচ 15% বৃদ্ধি পেলে। এর ফলে রাজস্ব আদায়ের হার শতকরা কত শতাংশ হ্রাস পেল ?
[A] 2%
[B] 2.5%
[C] 2.25% [উত্তর]
[D] 2.75%
16. দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 7 হলে, সংখ্যা দুটির গ.সা.গু কত ?
[A] 77 [উত্তর]
[B] 78
[C] 70
[D] 76
17. কমলের কাছে মোট 160 টি চকলেট রয়েছে, কমল সেখান থেকে 5% রবিকে, 15% ছবিকে এবং এক চতুর্থাংশ কবিকে দিলেন তাহলে কমলের কাছে বর্তমানে কতগুলো চকলেট রয়েছে ?
[A] 78
[B] 69
[C] 88 [উত্তর]
[D] 79
18. কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী স্কলারশিপ পায়নি ?
[A] 72%
[B] 76% [উত্তর]
[C] 75%
[D] 50%
19. 2 × 11 = 5, 9 × 73 = 8 এবং 8 × 57 = 7 হলে 7 × 64 = ?
[A] 6
[B] 7
[C] 8
[D] 9 [উত্তর]
20. একটি শ্রেণীর বালক এবং বালিকাদের বয়সের গড় 15.8 বছর, বালকদের বয়সের গড় 16.4 বছর যেখানে বালিকাদের বয়সের গড় 15.4 বছর, ওই শ্রেণীতে বালক এবং বালিকার অনুপায় কত ?
[A] 1:2
[B] 3:4
[C] 3:5
[D] কোনটি নয় [উত্তর]
21. একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে ?
[A] 7.5
[B] 6.5
[C] 6.75
[D] 6.25 [উত্তর]
22. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
[A] 9899 [উত্তর]
[B] 8999
[C] 9989
[D] 9889
23. একটি কাজ A 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়, কাজটি শেষ করতে কতদিন লেগেছিল ?
[A] 67/9
[B] 66/8
[C] 65/7
[D] 64/9 [উত্তর]
24. দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যা টির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত 1 : 2, ছোট সংখ্যাটি কত ?
[A] 60
[B] 84
[C] 42
[D] 40 [উত্তর]
25. একটি ইনিংসে সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9 অংশ এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর হল অবশিষ্ট এর 2/9 অংশের। এই দুই স্কোরের পার্থক্য হল 8 রান, ইনিংসে মোট স্কোর কত ?
[A] 150
[B] 160
[C] 161
[D] 162 [উত্তর]
26. 9 টি জিনিসের ক্রয়মূল্য 11 টি জিনিসের বিক্রয়মূল্যের সাথে সমান। ক্ষতির শতকরা হার নির্নয় করো ?
[A] 18 2/11% [উত্তর]
[B] 2 9/11%
[C] 15 1/2%
[D] 16 1/2%
27. একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে ?
[A] 16 মিটার
[B] 17 মিটার [উত্তর]
[C] 15 মিটার
[D] 20 মিটার
28. তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4 : 7 : 9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত ?
[A] 16,28,36 [উত্তর]
[B] 8,14,18
[C] 20,35,45
[D] 8,20,28
29. দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল সে 15000 ভোটে পরাজিত হল। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?
[A] 6000
[B] 10000
[C] 22500
[D] 45000 [উত্তর]
30. 7 : 13 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 2 : 3 হবে ?
[A] 5 [উত্তর]
[B] 1
[C] 2
[D] 3
31. 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে, সংখ্যা দুটির যোগফল হবে ?
[A] 288
[B] 290
[C] 130 [উত্তর]
[D] 286
গণিত প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: গণিত প্র্যাকটিস সেট PDF
File Format: PDF
No. of Pages: 04
File Size: 295 KB
No comments:
Post a Comment