Breaking




Tuesday, 15 October 2024

বিভিন্ন দেশের জাতীয় খেলা PDF || List of National Games and Sports of all Countries in Bengali

বিভিন্ন দেশের জাতীয় খেলা PDF || List of National Games and Sports of all Countries in Bengali

বিভিন্ন দেশের জাতীয় খেলা PDF
বিভিন্ন দেশের জাতীয় খেলা PDF
Hi বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সমস্থ রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার একটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের আলোচনার বিষয়টি হল, বিভিন্ন দেশের জাতীয় খেলা তালিকা। তোমরা যদি এই টপিকটি ভালোভাবে মুখস্থ করে রাখও যে কোনো পরীক্ষায় আসা এই টপিকটি থেকে আসা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিতে পারবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টপিকটি থেকে প্রশ্ন হামেসাই আসে তাই তোমাদের এখন করনীয় এই টপিকটি ভালোভাবে মুখস্থ করে রাখা।
          তাই বন্ধুরা নীচের কিছু নমুনা তালিকা দেখে নিয়ে, পরবর্তীকালের জন্য অফলাইনে যাতে পড়তে পারো নীচের PDF টি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে রাখও।

বিভিন্ন দেশের জাতীয় খেলা 

🧑‍🎓 ভারতের জাতীয় খেলা কি ?
➼ হকি ও কাবাডি

🧑‍🎓 চীনের জাতীয় খেলা কি ?
➼ টেবিল টেনিস, বাস্কেট বল ও ফুটবল

🧑‍🎓 অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি ?
➼ ফুটবল, লং টেবিল ও ক্রিকেট

🧑‍🎓 ইংল্যান্ডের জাতীয় খেলা কি ?
➼ ক্রিকেট

🧑‍🎓 জাপানের জাতীয় খেলা কি ?
➼ জুডো ও সুমো

🧑‍🎓 আমেরিকার জাতীয় খেলা কি ?
➼ বেসবল

🧑‍🎓 স্পেনের জাতীয় খেলা কি ?
➼ ষাঁড়ের লড়াই, ফুটবল

🧑‍🎓 মালয়েশিয়ার জাতীয় খেলা কি ?
➼ সিলাট, গ্যাসিং, ব্যাডমিন্টন

🧑‍🎓 স্কটল্যান্ডের জাতীয় খেলা কি ?
➼ শিন্টি, রাগবি ও ফুটবল

🧑‍🎓 কানাডার জাতীয় খেলা কি ?
➼ ল্যাক্রসে

🧑‍🎓 নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি ?
➼ রাগবি

🧑‍🎓 আর্জেন্টিনার জাতীয় খেলা কি ?
➼ পটো, ফুটবল

🧑‍🎓 ইতালির জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা কি ?
➼ তায়কুন্ডু

🧑‍🎓 হাঙ্গেরির জাতীয় খেলা কি ?
➼ সাঁতার ও ওয়াটার পোলো

🧑‍🎓 ইথিওপিয়ার জাতীয় খেলা কি ?
➼ অ্যাথলেটিক্স

🧑‍🎓 নাইজেরিয়ার জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 পাকিস্থানের জাতীয় খেলা কি ?
➼ হকি, পোলো

🧑‍🎓 শ্রীলঙ্কার জাতীয় খেলা কি ?
➼ ক্রিকেট

🧑‍🎓 বাংলাদেশের জাতীয় খেলা কি ?
➼ কাবাডি

🧑‍🎓 ব্রাজিলের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 ভুটানের জাতীয় খেলা কি ?
➼ তীরন্দাজ

🧑‍🎓 ইকুয়েডরের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 ক্রোয়েশিয়ার জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 পেরুর জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 রোমানিয়ার জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 পোল্যান্ডের জাতীয় খেলা কি ?
➼ ওইনা ও ফুটবল

🧑‍🎓 সিঙ্গাপুরের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টন

🧑‍🎓 টোগোর জাতীয় খেলা কি ?
➼ ফুটবল 

🧑‍🎓 মায়ানমারের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 কেনিয়ার জাতীয় খেলা কি ?
➼ অ্যাথলেটিক্স ও ফুটবল

🧑‍🎓 নেপালের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল ও ক্রিকেট

🧑‍🎓 ডেনমার্কের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 গায়ানার জাতীয় খেলা কি ?
➼ ক্রিকেট

🧑‍🎓 আয়ারল্যান্ডের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 গ্রিসের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল

🧑‍🎓 সুইডেনের জাতীয় খেলা কি ?
➼ বন্দী, ফুটবল ও আইস হকি

🧑‍🎓 বেলজিয়ামের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল, সাইক্লিং

🧑‍🎓 পর্তুগালের জাতীয় খেলা কি ?
➼ ফুটবল , রিং হকি

🧑‍🎓 সৌদি আরবের জাতীয় খেলা কি ?
ফলক্যানরি, ঘোড়া দৌড় ও ফুটবল

জাতীয় খেলার PDF  টি সংগ্রহ করো নীচের Download Now-লেখায় ক্লিক করে

File Details ::

File Name:  বিভিন্ন দেশের জাতীয় খেলা 

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  306 KB


No comments:

Post a Comment