Breaking




Tuesday, 15 October 2024

2024 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2024 Winners List in Bengali PDF

2024 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2024 Winners List in Bengali PDF

নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা PDF
নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা PDF এই পোস্টটি। যে পুরস্কারটি গতকাল অর্থাৎ ১৪ই অক্টোবর দেওয়া শেষ হয়েছে। আমরা সকলেই জানি যে সমস্ত রকম চাকরির পরীক্ষা গুলির জন্য এই সকল কারেন্ট অ্যাফেয়ার্স টপিক গুলি কতটা গুরুত্বপূর্ণ আর এই সকল টপিক গুলি চাকরির পরীক্ষা গুলির পাশাপাশি ইন্টার্ভিউর জন্য দারুন ভাবে কাজে আসে। তাই আর দেরি নাকরে নীচে দেওয়া তালিকাটি খুব মনোযোগ সহকারে পরে এবং মুখস্ত করে নাও, আমরা তোমাদের সঙ্গে তালিকাটির পাশাপাশি উক্ত পুরস্কার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্যও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 

নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু কথা -
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। তারপর সেই উইল অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে।
প্রথমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই পাঁচটি বিষয়ে পারদর্শী এবং সফল ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া শুরু হয়ে যায়। তারপর ১৯৬৯ সালে অর্থনীতি বিষয়টি যুক্ত করা হয়। 

১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০০৭ জন ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। যার মধ্যে ৯৭২ জন ব্যাক্তি এবং ২৭টি সংস্থা। 

নোবেল পুরস্কারের জন্য প্রাইজ মানি 
2024 সালের নোবেল পুরস্কারের জন্য 11.0 মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

2024 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা

বিভাগঃ চিকিৎসা বিজ্ঞান
বিজয়ীঃ মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন
কৃতিত্বঃ মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণা।

বিভাগঃ পদার্থ বিজ্ঞান
বিজয়ীঃ মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ-কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন
কৃতিত্বঃ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কসহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য

বিভাগঃ রসায়ন বিজ্ঞান
বিজয়ীঃ মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস
কৃতিত্বঃ কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন এবং প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন নিয়ে গবেষণার জন্য

বিভাগঃ সাহিত্য
বিজয়ীঃ দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং মানব 
কৃতিত্বঃ জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার জন্য

বিভাগঃ শান্তি
বিজয়ীঃ জাপানি সংগঠন নিহন হিডানকিও
কৃতিত্বঃ পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য

বিভাগঃ অর্থনীতি
বিজয়ীঃ তুর্কি-আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, ব্রিটিশ-আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসনজেমস এ রবিনসন
কৃতিত্বঃ কীভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে সে বিষয়ে গবেষণার জন্য
2024 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক

 File Details :: 

File Name: 2024 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  136 KB




No comments:

Post a Comment