নোবেল পুরস্কার 2023 তালিকা PDF || Nobel Prize 2023 Winners List in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি, নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা PDF এই পোস্টটি। আমরা সকলেই জানি যে ২রা অক্টোবর (সোমবার) থেকে ২০২৩ নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়েছে এবং যে ঘোষণা পর্ব ৯ই অক্টোবর পর্যন্ত চলবে এবং ১০ই অক্টোবর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তাই আমরা সময় অনুযায়ী নীচে সেই সমস্থ বিজয়ীদের নাম, ক্ষেত্র, অবদান এবং তাদের জন্মস্থান এই সমস্ত উল্লেখযোগ্য তথ্য গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
❐ নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু কথা -
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। তারপর সেই উইল অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে।
প্রথমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই পাঁচটি বিষয়ে পারদর্শী এবং সফল ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া শুরু হয়ে যায়। তারপর ১৯৬৯ সালে অর্থনীতি বিষয়টি যুক্ত করা হয়।
১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৯৮৯ জন ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। যার মধ্যে ৯৫৪ জন ব্যাক্তি এবং ২৭টি সংস্থা। ২০২৩ সালে যেহেতু এখনও সমস্ত পুরস্কার দেওয়া হয়নি, সেহেতু সমস্ত পুরস্কার দেওয়া হলে আপডেট দিয়ে দেওয়া হবে।
❐ নোবেল পুরস্কার ২০২৩
ইতিমধ্যে নোবেল পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম এক এক করে ঘোষণা করে শুরু হয়েগেছে। আমরা আজ তাঁদের নাম, জন্মস্থান এবং কোন বিভাগ থেকে পেয়েছেন সেই গুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং সমস্ত পুরস্কার দেওয়া হলে আমরা ফাইনাল আপডেট এবং PDF তোমাদের সঙ্গে শেয়ার করবো।
চিকিৎসা বিজ্ঞান
হাঙ্গারির ক্যাটালিন কারিকো (Katalin Kariko) ও মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু উইসম্যান (Drew Weissman) কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ (mRNA) টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
![]() |
নোবেল ২০২৩ চিকিৎসা বিজ্ঞান |
পদার্থ বিজ্ঞান
মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি (Pierre Agostini), জার্মানির ফেরেঙ্ক ক্রাউস (Ferenc Krausz) ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার (Anne L’Huillier) ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
![]() |
নোবেল ২০২৩ পদার্থ বিজ্ঞান |
রসায়ন বিজ্ঞান
মার্কিন যুক্তরাষ্ট্রের মৌঙ্গি জি বাওয়েন্দি (Moungi G. Bawendi), লুইস ই ব্রুস (Louis E. Brus) ও অ্যালেক্সি আই একিমভ (Alexei I. Ekimov) কোয়ান্টাম ডটস বা সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টাল কণার আবিষ্কার ও এর সংশ্লেষণ প্রক্রিয়ার বিশ্লেষণের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
![]() |
নোবেল ২০২৩ রসায়ন বিজ্ঞান |
সাহিত্য
নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে (Jon Olav Fosse)। তিনি তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে, "তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য যা অকথ্যকে কণ্ঠ দেয়"।
![]() |
নোবেল 2023 সাহিত্য |
ইরানে নারী নিপীড়নকে পরাস্ত করার জন্য লড়াই এবং সকলের জন্য স্বাধীনতা ও মানবাধিকার অর্জনে অপরিসীম সংগ্রামের জন্য নার্গিস মোহাম্মদী (Narges Mohammadi) 2023 সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন।
![]() |
নোবেল ২০২৩ শান্তি পুরস্কার |
অর্থনীতি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন (Claudia Goldin) ‘নারীদের শ্রম বাজারের ফলাফল সম্পর্কে আমাদের ধারণায় অগ্রগতির জন্য’ 2023 অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন।
![]() |
নোবেল ২০২৩ অর্থনীতি |
নোবেল পুরস্কার 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক
File Details ::
File Name: নোবেল পুরস্কার 2023 তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 188 KB
No comments:
Post a Comment