Breaking




Tuesday, 8 November 2022

ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা PDF || list of father of different matters of india

ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা list of father of different matters of india

ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা PDF
ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা PDF
Hello বন্ধুরা .....
আমরা সকলেই জানি যেকোনো পরীক্ষার ক্ষেত্রে জিকে থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তাই আমরা যারা বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রধান কাজ হল কোন কোন টপিক গুলি থেকে প্রশ্ন এসে থাকে সেই টপিক গুলি খুঁজে বেরকরা এবং সেই টপিক গুলি থেকে সমস্থ প্রশ্ন গুলি ভালো ভাবে মুখস্থ রাখা। 

   আজকে তোমাদের সুবিধার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে উপস্থাপন করলাম। আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, ভারতের বিভিন্ন বিষয়ের জনক PDF। আজ এই গুরুত্বপূর্ণ টপিকটি থেকে প্রশ্ন একটা দুটো এসেই থাকে।

       সুতরাং বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে, নীচের প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও এবং পরবর্তীকালে অফলাইনে পড়ার জন্য PDF সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে নাও।

ভারতের বিভিন্ন বিষয়ের জনক তালিকা


০১. ভারতীয় সংবিধানের জনক কে ?
Ans :- আম্বেদকর

০২. আধুনিক ভারতের/জাতির জনক কে ?
Ans :- গান্ধীজী

০৩. ভারতীয় আইনের জনক কে ?
Ans :- আম্বেদকর
০৪. ভারতীয় গনতন্ত্রের জনক কে ?
Ans :- আম্বেদকর
০৫. ভারতীয় ফৌজদারী আইনের(IPC) জনক কে ?
Ans :- মেকলে
০৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে ?
Ans :- নেহরু
০৭. ভারতে বিদেশ নীতির জনক কে ?
Ans :- নেহরু
০৮. জোটনিরপেক্ষতা নীতির জনক কে ?
Ans :- নেহরু
০৯. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে ?
Ans :- গান্ধীজী
১০. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কে ?
Ans :- লর্ড রিপন
১১. ভারতে আমলাতন্ত্রের/প্রশাসনের জনক কে ?
Ans :- লর্ড কর্ণওয়ালিস
১২. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কে ?
Ans :- সর্দ্দার প্যাটেল 

১৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে ?
Ans :- A.O.হিউম

১৪. ভারতে জনস্বার্থ মামলার জনক কে ?
Ans :- P.N.ভগবতী

১৫. ভারতে লোক আদালতের জনক কে ?
Ans :- P.N.ভগবতী

১৬. ভারতে বিজ্ঞানের/পরমানু শক্তির জনক কে ?
Ans :- H.J.ভাবা

১৭. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে ?
Ans :- বাল গঙ্গাধর তিলক

১৮. ভারতীয় নবজাগরনের জনক কে ?
Ans :- রামমোহন রায়

১৯. ভারতীয় উদারনীতিবাদের জনক কে ?
Ans :- রামমোহন রায়

২০. ভারতীয় ইতিহাসের জনক কে ?
Ans :- মেঘাস্থিনিস

২১. ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
Ans :- কৌটিল্য/চানক্য

২২. ভারতীয় ভূগোলের জনক কে ?
Ans :- জেমস রেনেল

২৩. ভারতীয় সমাজতত্ত্বের জনক কে ?
Ans :- G.S. ঘুরে

২৪. ভারতীয় গনিতের জনক কে ?
Ans :- রামানুজন/আর্যভট্ট(সর্বসম্মত নয়)

২৫. ভারতে দশমিক/শূন্যের জনক কে ?
Ans :- আর্যভট্ট

২৬. ভারতীয় জাতীয়তাবাদের জনক কে ?
Ans :- বিবেকানন্দ

২৭. ভারতীয় জাতীয় পতাকার জনক কে ?
Ans :- পিঙ্গালী ভেঙ্কাইয়া

২৮. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কে ?
Ans :- বিক্রম সারাভাই

২৯. ভারতীয় বাজেটের জনক কে ?
Ans :- প্রশান্ত চন্দ্র মহালনাবিশ

৩০. ভারতীয় পেন্টিং-এর জনক কে ?
Ans :- নন্দলাল বোস

৩১. ভারতীয় সিনেমার জনক কে ?
Ans :- দাদা সাহেব ফালকে

৩২. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কে ?
Ans :- সুশ্রুত

৩৩. ভারতীয় সেনা বাহিনীর জনক কে ?
Ans :- স্ট্রিংগার লরেন্স

৩৪. ভারতীয় পরিসংখ্যানের জনক কে ?
Ans :- প্রশান্ত চন্দ্র মহালনাবিশ

৩৫. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে ?
Ans :- ফেডেরিক নিকলসন

৩৬. ভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর জনক কে ?
Ans :- M.বিশ্বেশ্বরিয়া

৩৭. ভারতীয় রেলওয়ের জনক কে ?
Ans :- লর্ড ডালহৌসি

৩৮. ভারতীয় উদার অর্থনীতির জনক কে ?
Ans :- P.V.নরসিমা রাও

৩৯. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কে ?
Ans :-  P.V.নরসিমা রাও

৪০. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কে ?
Ans :- বাজপয়ী

৪১. ভারতীয় শিক্ষার জনক কে ?
Ans :- লর্ড মেকলে

৪২. ভারতীয় পরিকল্পনার জনক কে ?
Ans :-  M.বিশ্বেশ্বরিয়া

৪৩. ভারতীয় হকির জনক কে ?
Ans :- ধ্যানচাঁদ

৪৪. ভারতীয় মেডিসিনের জনক কে ?
Ans :- চড়ক

৪৫. ভারতীয় মিসাইলের জনক কে ?
Ans :- A.P.J.আব্দুল কালাম

৪৬. ভারতীয় টেলিভিসনের জনক কে ?
Ans :- ডঃ সুভাষচন্দ্র

৪৭. ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কে ?
Ans :- R.মিশ্র

৪৮. ভারতীয় আয়ুরবেদের জনক কে ?
Ans :- চড়ক

৪৯. ভারতীয় সাংবাদিকতার জনক কে ?
Ans :- J.A.Hickey

৫০. ভারতে সবুজ বিপ্লবের(কৃষি) জনক কে ?
Ans :- M.S.স্বামীনাথন

৫১. ভারতে White বিপ্লবের(দুধ ও ডেয়ারি) জনক কে ?
Ans :- ভার্গিস কুরিয়েন

৫২. ভারতে নীল(Blue) বিপ্লবের(মাছ) জনক কে ?
Ans :- অরুন কৃষ্ণান

৫৩. ভারতে সিলভার বিপ্লবের(ডিম ও পোল্ট্রি) জনক কে ?
Ans :- ইন্দিরা গান্ধী

৫৪. ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের(পাট) জনক কে ?
Ans :- নির্পাক টুটেজ

৫৫. ভারতে লাল(Red) বিপ্লবের(মাংস ও টমেটো) জনক কে ?
Ans :- বিশাল তেওয়ারী

৫৬. ভারতে পিঙ্ক(Pink) বিপ্লবের(প্রন,পেঁয়াজ) জনক কে ?
Ans :- দুর্গেশ প্যাটেল

৫৭. ভারতে হলুদ বিপ্লবের(তৈলবীজ) জনক কে ?
Ans :- বিন্দেশ্বর প্রসাদ সিং

৫৮. ভারতীয় আয়ুরবেদের জনক কে ?
Ans :- চড়ক 

৫৯. ভারতের জাতীয় পতাকার জনক কে ?
Ans :- পিঙ্গালী ভেঙ্কাইয়া

৬০. ভারতে ইঞ্জিনিয়ারিং-এর জনক কে ? 
Ans :- M.বিশ্বেশ্বরিয়া

৬১. ভারতের বিপ্লববাদের জননী কে ?
Ans :- ভিকাজি রুস্তম কামা

৬২. ভারতের বিপ্লববাদের জনক কে ?
Ans :- বাসুদেব বলবন্ত ফাদকে 

৬৩. ভারতে স্বর্ণালী বিপ্লবের জনক কে ?
Ans :- নিরপেখ টুটলাজ

৬৪. ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার জনক কে ?
Ans :- মহেন্দ্রলাল সরকার

৬৫. ভারতের শিক্ষার জনক কে ?
Ans :- লর্ড মেকেল

৬৬. আধুনিক ভারতীয় জাতিয়তাবাদী ব্যাঙ্গচিত্রের জনক কে ?
Ans :-  গগনেন্দ্রনাথ ঠাকুর 

সম্পূর্ণ  PDF  টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের বিভিন্ন বিষয়ের জনক

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  319 KB


No comments:

Post a Comment