Breaking




Wednesday 6 September 2023

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF || List of Important Articles of Indian Constitution in Bengali

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDF
ডিয়ার ছাত্রছাত্রী,
তোমাদের সঙ্গে আজকে আমরা আজ ভারতীয় সংবিধান বিষয়ের দারুন একটি পোস্টটি শেয়ার করছি, যে প্রস্ততি তোমাদের প্রায় সমস্থ রকম ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। যেটা পরীক্ষার ক্ষেত্রে হোক, বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হোক বা বিভিন্ন রকম কুইজ অনুষ্ঠান গুলিতে হোক এমন কি ভারতের সংবিধান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে দারুন ভাবে কাজে আসবে। আমরা আজ ভারতীয় সংবিধানের ধারা সমূহ তালিকা PDF-টি খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 
সুতরাং তোমরা এদিক ওদিক ফোন না ঘেঁটে তাড়াতাড়ি করে মনোযোগ সহকারে পড়ে নাও ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য ধারা সমূহ গুলি।    
 ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা

 Article  1: কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম।
 Article 2: নতুন রাজ্য গঠন।
☞ Article  3: নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন।
 Article  4: নতুন রাজ্যের আইন রচনা।
 Article (5-11): নাগরিকত্ব
 Article  ( 12-35): মৌলিক অধিকার।
☞ Article  14: আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা।
 Article  15(C): মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা।
☞ Article  16: সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা।
 Article 17: অস্পৃশ্যতা দূরীকরন।
☞ Article  18: বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না।
 Article 19: বাক স্বাধীনতার অধিকার।
☞ Article 20: অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছে।
 Article 21: জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে।
 Article 21(A): শিক্ষার অধিকার।
 Article 22: গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে ।
☞ Article 23: মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা।
 Article 24: শিশুশ্রম বন্ধ করা হয়েছে।
☞ Article 25-28 : ধর্মীয় স্বাধীনতার।
 Article 31(1): সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল । বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই। তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300(A) ধারায় নিয়ে যাওয়া হয়েছে।
☞ Article 32: সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রীম কোর্ট ৫ রকম লেখ, নির্দেশ বা রিট জারী করতে পারে।
 Article 40: গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা।
☞ Article 41: বেকার ও বার্ধক্য ভাতা।
 Article 44: Uniform Civil Code 
☞ Article 45: অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা।
 Article 47: রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ।
☞ Article 48(A): পরিবেশ , বন এবং বন্যপ্রানী রক্ষা।
 Article 49: মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষন ও রক্ষা।
☞ Article 51(A): 11 টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্নিত আছে।
 Article 52: ভারতের রাষ্ট্রপতি।
☞ Article 54: রাষ্ট্রপতি নির্বাচন।
 Article 55: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
 Article 61: রাষ্ট্রপতির অপসারণ বা   ইমপিচমেন্ট পদ্ধতি।
 Article 72: রাষ্ট্রপতি কোন আসামীর মৃত্যুদন্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী।
 Article 75(3): মন্ত্রীপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে।
 Article 76: অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।
☞ Article 93: স্পিকার এবং ডেপুটি স্পিকার।
 Article 108: কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন।
☞ Article 110: অর্থ বিল।
 Article 112: বাজেট।
 Article 123: সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে।
 Article 124: সুপ্রীম কোর্ট।
 Article 148: কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। ( C&AG)
 Article 153: রাজ্যপাল
☞ Article 165: অ্যাডভোকেট জেনারেল।
 Article 214: হাই কোর্ট।
☞ Article 226: কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা।
 Article 243: পঞ্চায়েত।
☞ Article 243A: গ্রাম সভা।
 Article 266: Consolidated Funds and public accounts of India and of the States
 Article 267: আপৎকালীন তহবিল।
 Article 280: অর্থ কমিশন।
 Article 300A: সম্পত্তির অধিকার।
 Article 312: সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা (IAS)।
☞ Article 315: কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। (UPSC & PSC)
 Article 324: ইলেকশন কমিশন।
☞ Article 326: প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে।
 Article 335: চাাকরির ক্ষেত্রে  SC &  CT দের সংরক্ষনের ব্যবস্থা।
☞ Article 343: কেন্দ্রের সরকারী ভাষা।
 Article 352: দেশে জাতীয় জরূরী অবস্থা ঘোষনা।
☞ Article 356: রাজ্যে জরুরী অবস্থা ঘোষনা।
 Article 360: আর্থিক জরুরী অবস্থা ঘোষনা।
☞ Article 368: সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার।
☞ Article 370: জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন।
ভারতীয় সংবিধানের ধারার PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা 

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  326 KB


No comments:

Post a Comment