Breaking




Thursday, 28 November 2024

বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা - Acids and Their Formulas In Bengali

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত PDF || Acids and Their Formulas

বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা
বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা
Hello Friends,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিভিন্ন এসিডের সংকেত তালিকা PDF  সম্পর্কে। আমরা জানি যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আমরা এটাও ভালোভাবে জানি যে এই বিষয়টি কেবল মাত্র যারা বিভিন্ন রকম চাকরীর জন্য প্রস্তুতি নিচ্ছো কেবল মাত্র তাদের জন্য নয় যারা মাধ্যমিক স্তরে পড়াশোনা করছো তাদের জন্য এই বিষয়টি বিশেষ করে কাজে আসবে।
 সুতরাং বন্ধুরা আর কোন রকম সময় নষ্ট না করে নীচের তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং পরবর্তীকালে অফলাইনে পড়ার জন্য এই পোস্টের PDF-টি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে রেখেদাও। আর যদি পোস্টটি ভালোলেগে থাকে অবশ্যই তোমাদের ভাই বোন দের শেয়ার করেব।

 বিভিন্ন এসিডের নাম ও সংকেত
 
❒ সাইট্রিক অ্যাসিডের সংকেত কী ?
C6H8O7 (লেবুর রসে থাকে)

❒ অক্সালিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HOOC-COOH

❒ সালফিউরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H2SO4

❒ নাইট্রিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HNO3

❒ পাইরুভিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C3H4O3

❒ কার্বলিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C6H6O

❒ কার্বনিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H2CO3

❒ টারটারিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C4H6O6 (তেঁতুলে থাকে)

❒ ল্যাকটিক অ্যাসিডের সংকেত কী ?
➼ CH3-CH(OH)COOH

❒ ফসফরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H3PO4

❒ ফসফরাস অ্যাসিডের সংকেত কী ?
➼ H3PO3

❒ ক্লোরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HClO3

❒ থায়োয়ানিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HCNS

❒ থায়োসালফিউরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H2S2O3

❒ নাইট্রাস অ্যাসিডের সংকেত কী ?
➼ HNO2

❒ নাইট্রিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HNO3

❒ পাইরোবোরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H2B4O7

❒ পাইরো সালফিউরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H2S2O7

❒ পারম্যাঙ্গানিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HMnO4

❒ পারক্লোরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HClO4

❒ বোরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H3BO3

❒ সায়ানিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HCNO

❒ সালফিউরাস অ্যাসিডের সংকেত কী ?
➼ H2SO3

❒ সিলিকিক অ্যাসিডের সংকেত কী ?
➼ H2SiO3

❒ অলিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C17H33COOH

❒ অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কী ?
➼ CH3COOH

❒ পাইরোভিক অ্যাসিডের সংকেত কী ?
➼ CH3-CO-COOH

❒ ফরমিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HCOOH (পিঁপড়ার কামড়ে থাকে)

❒ স্টিয়ারিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C17H35COOH

❒ হাইড্রো ক্লোরিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HCl

❒ অযাসিটিক অ্যাসিডের সংকেত কী ?
➼ CH3COOH (ভিনেগারের টক স্বাদ ও গন্ধের জন্য দায়ী)

❒ হাইড্রোজোয়িক অ্যাসিডের সংকেত কী ?
➼ N3H (ব্যতিক্রমি অ্যাসিড)

❒ পামিটিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C15H31COOH

❒ হাইপো ক্লোরাস অ্যাসিডের সংকেত কী ?
➼ HClO

❒ হাইড্রো ব্রোমিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HBr

❒ হাইড্রো আয়োডিক অ্যাসিডের সংকেত কী ?
➼ HI

❒ গকোনিক অ্যাসিডের সংকেত কী ?
➼ C6H12O7
বিভিন্ন অ্যাসিডের সংকেত PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name:  বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  248 KB



No comments:

Post a Comment