Math Practice Set in Bengali PDF | গণিত প্র্যাকটিস সেট PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি চাকরির পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্র্যাকটিস সেট নিয়ে। যে সেটটির জন্য তোমরা অনেকদিন থেকেই আমাদের বিভিন্ন রকম ভাবে অনুরোধ কর ছিলে। তাই তোমাদের অনুরোধে আজ আমরা হাজির হয়েছি অঙ্ক প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে।
যে পোস্টটির মধ্যে দেওয়া আছে গণিত বিষয়ের প্রায় সমস্ত রকম টপিক গুলি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই তোমরা নিজেকে উক্ত বিষয়ে সঠিক ভাবে প্রস্তুত করে তোলার জন্য অবশ্যই নীচের দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও।
গণিত প্র্যাকটিস সেট
01. 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গোরুর দাম, 50টি ভেড়ার বদলে ক-টি গোরু পাওয়া যাবে ?
ⓐ 6
ⓑ 8
ⓒ 10
ⓓ 12
02. একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে ?
ⓐ 10টি
ⓑ 40টি
ⓒ 50টি
ⓓ 80টি
03. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি হবে -
ⓐ 30
ⓑ 40
ⓒ 45
ⓓ 60
04. একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, এ থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে 14 লিটার জল বেশী আছে। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করো।
ⓐ 100 লিটার
ⓑ 130 লিটার
ⓒ 200 লিটার
ⓓ 150 লিটার
05. তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?
ⓐ 81
ⓑ 100
ⓒ 121
ⓓ 144
06. 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে। এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4:3 হবে ?
ⓐ 20 লিটার
ⓑ 24 লিটার
ⓒ 26 লিটার
ⓓ 30 লিটার
07. দুটি সংখ্যার অনুপাত 3:4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত ?
ⓐ 48 *
ⓑ 50
ⓒ 56
ⓓ 60
08. কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত ?
ⓐ 30
ⓑ 32
ⓒ 34
ⓓ 36
09. 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
ⓐ 163
ⓑ 173
ⓒ 204
ⓓ 331
10. দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
ⓐ 48
ⓑ 60
ⓒ 72
ⓓ 80
11. একটি লোক 5 টি পেন 1 টাকায় কেনে ও 4 টি পেন 1 টাকায় বিক্রি করে তার লাভের সতাংশ কত ?
ⓐ 20%
ⓑ 25%
ⓒ 30%
ⓓ 35%
12. পরীক্ষায় 33% পেলে পাশ করা যাই একজন 125 পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল ?
ⓐ 400
ⓑ 350
ⓒ 500
ⓓ 200
13. তিনটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2 ও 4:1 2:3, তাদের কে অন্য একটি পাত্রে ঢাললে দুধ ও জলের অনুপাত কত হবে ?
ⓐ 2:3
ⓑ 3:2
ⓒ 6:9
ⓓ 5:2
14. 20 তো সংখ্যার গড় 15, যদি প্রথম 5 টি সংখ্যার গড় 12 হয় তাহলে বাকি সংখ্যার গড় কত ?
ⓐ 15
ⓑ 16
ⓒ 20
ⓓ কোনটাই নয়
15. দুটো পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2 ও 4:1, তাদের কে অন্য একটি পাত্রে ঢাললে দুধ ও জলের অনুপাত কত হবে ?
ⓐ 3:7
ⓑ 5:2
ⓒ 7:3
ⓓ 2:1
16. A ও B এর বয়সের অনুপাত 4:3 ও তাদের বয়সের যোগফল 35 হলে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত ?
ⓐ 20:15
ⓑ 28:23
ⓒ 15:20
ⓓ 23:28
17. 7 টি ধারাবাহিক সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখাটি কত ?
ⓐ 23
ⓑ 24
ⓒ 25
ⓓ 22
18. 80 এর কত সতাংশ 32 হবে ?
ⓐ 40%
ⓑ 50%
ⓒ 65%
ⓓ 60%
19. দুটো নম্বর তৃতীয় নম্বরের থেকে 30%ও 37% ছোট,দ্বিতীয় নম্বর প্রথম নম্বরের থেকে কত ছোট ?
ⓐ 20%
ⓑ 10%
ⓒ 15%
ⓓ 15%
20. তিনটি সংখ্যার ল.সা.গু 120, কোনটি তাদের গ.সা.গু. হবে না ?
ⓐ 8
ⓑ 12
ⓒ 24
ⓓ 35
21. 60 কেজি ওজনের একজন ব্যাক্তি আসার ফলে 25 জন ব্যক্তির গড় 1 কেজি বাড়ল, নতুন ব্যক্তির ওজন কত ?
ⓐ 80
ⓑ 85
ⓒ 65
ⓓ 60
22. এক ব্যক্তির 1400 টাকা দিয়ে জিনিস কিনে 15% ক্ষতিটে বিক্রি করলো, জিনিসটির বিক্রয় মূল্য কত ?
ⓐ 1200
ⓑ 1300
ⓒ 1100
ⓓ 1190
23. দুটি সংখ্যার ল.সা.গু 48 ও তাদের অনুপাত 2:3 হলে সংখ্যা দুটির যোগফল কত ?
ⓐ 16
ⓑ 40
ⓒ 24
ⓓ 18
24. 75-(96-18÷6-58)÷5+4×17=?
ⓐ 7
ⓑ 136
ⓒ 70
ⓓ 60
25. শুভো ও সৌমেন এর বয়স 40 ও 60, কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল ?
ⓐ 20
ⓑ 5
ⓒ 10
ⓓ 30
26. A ,B এর থেকে 25% বেশি, B, A এর থেকে কত সতাংশ কম ?
ⓐ 22%
ⓑ 20%
ⓒ 26%
ⓓ 25%
27. 9 টি সংখ্যার গড় 50, প্রথম 5 টি সংখ্যার গড় 54 এবং শেষ তিনটি সংখ্যার গড় 52, তাহলে 6 নম্বর সংখাটি কত ?
ⓐ 22
ⓑ 24
ⓒ 26
ⓓ 25
28. 10 বছর আগে A ও B এর বয়সের অনুপাত 3:2 ,10 বছর পরে বয়সের অনুপাত 4:3 হলে তাদের বর্তমান বয়সের যোগফল কত ?
ⓐ 100
ⓑ 120
ⓒ 150
ⓓ 90
29. তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। তাদের গ.সা.গু.12 হলে সংখ্যা তিনটি কি কি ?
ⓐ 12,24,16
ⓑ 12,16,24
ⓒ 12,24,36
ⓓ কোনটাই নয়
30. 300 টি ছাগল ও পয়রা ছিল, তাদের মোট মাথার সংখ্যা 200 ও তাদের মোট পায়ের সংখ্যা 580 হলে,পয়রা কতগুলি ছিল ?
ⓐ 90
ⓑ 110
ⓒ 200
ⓓ 300
31. 400 টি লেবুর ক্রয় মূল্য 320 লেবুর বিক্রয় মূল্যের সমান হলে লাভ কত হলো ?
ⓐ 20%
ⓑ 25%
ⓒ 30%
ⓓ 10%
32. 9 টি সংখ্যার গড় 50, প্রথম 5 টি সংখ্যার গড় 54 এবং শেষ তিনটি সংখ্যার গড় 52, তাহলে 6 নম্বর সংখাটি কত ?
ⓐ 22
ⓑ 24
ⓒ 26
ⓓ 25
33. 132 টাকায় একটি খেলনা কেনার পর 15% লাভে সেটিকে বিক্রি করলে খেলনা টির বিক্রয় মূল্য কত ?
ⓐ 150.80
ⓑ 151.80
ⓒ 150.60
ⓓ 151.60
34. 7 টি সংখ্যার গড় 20 যদি প্রত্যকের সাথে 15 যোগ করা হয় তাহলে নতুন গড় কত ?
ⓐ 35
ⓑ 22
ⓒ 15
ⓓ 20
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment