ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF | River Projects in India
![]() |
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF |
আমরা প্রিয় ছাত্রছাত্রী,
আমরা আজ তোমাদের খুব সুন্দর ভাবে ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা PDF টি শেয়ার করছি। যে পোস্টটিতে ভারতের সমস্থ নদী পরিকল্পনা, নদী এবং অবস্থান গুলি সাজিয়ে দেওয়া আছে। যে পরিকল্পনা গুলি তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবি উপযোগী, কারন যে কোনো পরীক্ষায় এই টপিকটি থেকে একটা হলেও প্রশ্ন আসে। তাই তোমাদের এখন প্রধান কাজ হবে মনোযোগ সহকারে এই নীচের পোস্টটি একবার ভালোভাবে মুখস্থ করে নেওয়া।
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা সমূহ
পরিকল্পনা নদী অবস্থান
❖ ঘাটপ্রভা প্রকল্প ➺ ঘাটপ্রভা ➺ কর্ণাটক
❖ ভদ্রা প্রকল্প➺ ভদ্রা ➺ কর্ণাটক
❖ মালপ্রভা প্রকল্প ➺ মালপ্রভা ➺ কর্ণাটক
❖ কৃষ্ণা প্রকল্প ➺ কৃষ্ণা ➺ কর্ণাটক
❖ শিবসমুদ্রম প্রকল্প ➺ কাবেরী ➺ কর্ণাটক
❖ সরাবতী প্রকল্প ➺ সরাবতী ➺ কর্ণাটক
❖ কয়না বাঁধ প্রকল্প ➺ কয়না ➺ মহারাষ্ট্র
❖ টাটা হাইডাল প্রকম্প ➺ ভীমা ➺ মহারাষ্ট্র
❖ ভীমা প্রকল্প ➺ পবন ➺ মহারাষ্ট্র
❖ জায়াকওয়াদি প্রকল্প ➺ গোদাবরী ➺ মহারাষ্ট্র
❖ হাসদেও বাংগো প্রকল্প ➺ হাসদেও ➺ মধ্যপ্রদেশ
❖ গঙ্গা সাগর প্রকল্প ➺ চম্বল ➺ মধ্যপ্রদেশ
❖ তাওয়া প্রকল্প ➺ তাওয়া ➺ মধ্যপ্রদেশ
❖ ময়ূরাক্ষী প্রকল্প ➺ ময়ূরাক্ষী ➺ পশ্চিমবঙ্গ
❖ কংসাবতী প্রকল্প ➺ কংসাবতী ➺ পশ্চিমবঙ্গ
❖ ফারাক্কা প্রকল্প ➺ গঙ্গা ➺ পশ্চিমবঙ্গ
❖ মানডি প্রকল্প ➺ বিপাশা ➺ হিমাচল প্রদেশ
❖ পং বাঁধ প্রকল্প ➺ বিপাশা ➺ পাঞ্জাব
❖ ভাকরা নাঙ্গাল প্রকল্প ➺ শতুদ্র ➺ পাঞ্জাব
❖ উরি পাওয়ার প্রকল্প ➺ ঝিলাম ➺ জম্মু ও কাশ্মীর
❖ সালাল প্রকল্প ➺ চেনাব ➺ জম্মু ও কাশ্মীর
❖ তেহরি বাঁধ প্রকল্প ➺ ভাগীরথী ➺ উত্তরাখণ্ড
❖ ইদুক্কি প্রকল্প ➺ পেরিয়ার ➺ কেরালা
❖ হিরাকুঁদ প্রকল্প ➺ মহানদী ➺ ওড়িশা
❖ কুণ্ডা প্রকল্প ➺ কুণ্ডা ➺ তামিলনাড়ু
❖ সোমাসিলা বাঁধ প্রকল্প ➺ পেন্না ➺ অন্ধ্রপ্রদেশ
❖ পোচমপাদ প্রকল্প ➺ গোদাবরী ➺ অন্ধ্রপ্রদেশ
❖ নাগার্জুন সাগর প্রকল্প ➺ কৃষ্ণা ➺ অন্ধ্রপ্রদেশ
❖ রামগঙ্গা প্রকল্প ➺ রামগঙ্গা ➺ উত্তরপ্রদেশ
❖ কার্জন প্রকল্প ➺ কার্জন ➺ গুজরাট
❖ কাকড়াপাড়া প্রকল্প ➺ তাপ্তি ➺ গুজরাট
❖ উকাই প্রকল্প ➺ তাপ্তি ➺ গুজরাট
❖ পানামা প্রকল্প ➺ পানামা ➺ গুজরাট
❖ জওহর সাগর প্রকল্প ➺ চম্বল ➺ রাজস্থান
❖ রাণাপ্রতাপ সাগর প্রকল্প ➺ চম্বল ➺ রাজস্থান
❖ মাটাটিলা প্রকল্প ➺ বেতোয়া ➺ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ
❖ গণ্ডক প্রকল্প ➺ গণ্ডক ➺ উত্তরপ্রদেশ ও বিহার
❖ পাঞ্চেত প্রকল্প ➺ দামোদর ➺ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
❖ দুর্গাপুর ব্যারেজ প্রকল্প ➺ দামোদর ➺ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড
❖ সর্দার সরোবর প্রকল্প ➺ নর্মদা ➺ মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র ও রাজস্থান
❖ চম্বল উপত্যকা প্রকল্প ➺ চম্বল ➺ মধ্যপ্রদেশ ও রাজস্থান
❖ নর্মদা সাগর প্রকল্প ➺ নর্মদা ➺ মধ্যপ্রদেশ ও গুজরাট
❖ তুঙ্গভদ্রা প্রকল্প ➺ তুঙ্গভদ্রা ➺ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা
File Format: PDF
No. of Pages: 03
File Size: 447 KB
Download Link :
No comments:
Post a Comment