WBSSC Group C Practice Set in Bengali PDF 2025 | WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট PDF
![]() |
WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট 2025 PDF |
ডিয়ার স্টুডেন্টস,
আমরা সকলেই জানি যে WBSSC এর পক্ষ থেকে গ্রুপ সি পদের প্যানেল এবং পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। যদিও আবেদন পর্ব এখনও শুরু হয়নি, যেহেতু পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে সেহেতু তোমাদের কাজ হবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া।
তাই তোমাদের জন্য আজকে আমরা নিয়ে উপস্থিত হয়েছি WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট 2025 PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে উক্ত পরীক্ষার সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয় গুলির উপর বাছাই করা কিছু প্রশ্ন উত্তর।
সুতরাং তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও আর অবশ্যই এই সকল পোস্ট গুলি একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে।
WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট
✦ Part – A : General Knowledge (15 Questions)
01. ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান?
(A) সাহিত্য আকাদেমি পুরস্কার
(B) নোবেল পুরস্কার
(C) ভারতরত্ন
(D) জ্ঞানপীঠ পুরস্কার
02. আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি কে ছিলেন?
(A) মালিক কাফুর
(B) আমির খুসরো
(C) কুতুবুদ্দিন আইবক
(D) নাসিরুদ্দিন খসরু
03. বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোন দেশে অবস্থিত?
(A) ভারত
(B) মিশর
(C) চীন
(D) জাপান
04. ভারতের ‘জনগণনা’ কত বছর অন্তর হয়?
(A) প্রতি ৫ বছরে
(B) প্রতি ৭ বছরে
(C) প্রতি ১০ বছরে
(D) প্রতি ১৫ বছরে
05. “অপরাজেয় আত্মা” (Indomitable Spirit) গ্রন্থটির রচয়িতা কে?
(A) অরবিন্দ ঘোষ
(B) এ.পি.জে. আবদুল কালাম
(C) সুভাষচন্দ্র বসু
(D) মহাত্মা গান্ধী
06. ‘বারানসী’ কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) গঙ্গা
(C) ব্রহ্মপুত্র
(D) মহানদী
07. ‘ত্রিপাক্ষিক যুদ্ধে’ কারা অংশগ্রহণ করেছিল?
(A) পাল, প্রতিহার, চোল
(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
(C) মৌর্য, কুষাণ, সাতবাহন
(D) মুঘল, আফগান, রাজপুত
08. ভারতের জাতীয় প্রাণী কোনটি?
(A) সিংহ
(B) হাতি
(C) বাঘ
(D) চিতা
09. হরপ্পা সভ্যতার প্রধান ফসল কী ছিল?
(A) চাল
(B) গম
(C) তুলা
(D) যব
10. ‘রাজা রামমোহন রায়’ কোন উপাধি পান?
(A) বিদ্যাসাগর
(B) ভারতকেশরী
(C) রাজা
(D) মহামনা
11. বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
(A) সাহারা
(B) গোবি
(C) কালাহারি
(D) অ্যান্টার্কটিকা
12. ভারতের সবচেয়ে ছোট রাজ্য (আয়তনে) কোনটি?
(A) গোয়া
(B) সিকিম
(C) মেঘালয়
(D) মিজোরাম
13. ‘তুঘলকনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
(A) মিনহাজ-ই-সিরাজ
(B) আমির খুসরো
(C) ইবনে বতুতা
(D) ফিরোজ শাহ
14. ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন কে?
(A) লর্ড কার্জন
(B) লর্ড মিন্টো
(C) লর্ড হার্ডিঞ্জ
(D) লর্ড রিপন
15. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) লন্ডন
(B) প্যারিস
(C) নিউইয়র্ক
(D) জেনেভা
✦ Part – B : Current Affairs (15 Questions)
16. ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী কে হন?
(A) রাহুল গান্ধী
(B) নরেন্দ্র মোদী
(C) অমিত শাহ
(D) মমতা বন্দ্যোপাধ্যায়
17. ২০২৪ সালের “Union Budget” কোন তারিখে উপস্থাপন করা হয়?
(A) ১ ফেব্রুয়ারি
(B) ১৫ আগস্ট
(C) ২ অক্টোবর
(D) ২৬ জানুয়ারি
18. ২০২৩ সালে কোন ভারতীয় নারী ক্রীড়াবিদ পদ্মভূষণ পান?
(A) মেরি কম
(B) পি. ভি. সিন্ধু
(C) সাইনাঃ নেহওয়াল
(D) হিমা দাস
19. ২০২৩ সালে “ভারত” কোন দেশকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়?
(A) যুক্তরাজ্য
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) কানাডা
20. ২০২৩ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-এর চেয়ারম্যান কে?
(A) কে. শিবন
(B) এস. সোমনাথ
(C) ভি. আর. ললিথাম্বিকা
(D) সতীশ ধাওয়ান
21. ২০২৪ সালে “কপা আমেরিকা” ফুটবল টুর্নামেন্ট কে জিতেছে?
(A) আর্জেন্টিনা
(B) ব্রাজিল
(C) উরুগুয়ে
(D) কলম্বিয়া
22. ২০২৪ সালের Republic Day Parade-এ প্রধান অতিথি ছিলেন কে?
(A) ইমানুয়েল ম্যাক্রোঁ
(B) জো বাইডেন
(C) রুসির সুনাক
(D) ভ্লাদিমির পুতিন
23. ২০২৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পান?
(A) জন বানভিল
(B) জোন ফস
(C) মার্গারেট অ্যাটউড
(D) কাজুও ইশিগুরো
24. ২০২৩ সালে ভারতের নতুন প্রধান বিচারপতি (CJI) কে?
(A) ডি. ওয়াই. চন্দ্রচূড়
(B) এস.এ. বোবদে
(C) এন.ভি. রামানা
(D) শরদ অরবিন্দ বোবদে
25. ২০২৩ সালে ‘অস্কার সেরা অভিনেতা’ পুরস্কার কে পান?
(A) সিলিয়ান মারফি
(B) ব্রেন্ডন ফ্রেজার
(C) লিওনার্দো ডি ক্যাপ্রিও
(D) ম্যাট ডেমন
26. ২০২৪ সালে ‘পদ্মশ্রী’ পাওয়া প্রথম ট্রান্সজেন্ডার কে?
(A) গৌরী সাওয়ান্ত
(B) ললিতা ভগওয়ান
(C) কোকিলা মাহাতো
(D) জয়িতা মণ্ডল
27. COP28 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(A) দুবাই
(B) মাদ্রিদ
(C) প্যারিস
(D) নিউইয়র্ক
28. ২০২৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ভারত
(B) ভিয়েতনাম
(C) যুক্তরাষ্ট্র
(D) ইংল্যান্ড
29. ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের সর্বাধিক পদক কোন খেলায় আসে?
(A) কাবাডি
(B) অ্যাথলেটিক্স
(C) শ্যুটিং
(D) কুস্তি
30. ২০২৪ সালে ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এ অন্তর্ভুক্ত হয় ভারতের কোন স্থান?
(A) শ্রী জগন্নাথ মন্দির
(B) শ্রীঅঙ্কলেশ্বর মন্দির
(C) মহারাষ্ট্রের আজন্তা গুহা
(D) মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা
✦ Part – C : English (15 Questions)
31. Antonym of “Transparent”:
(A) Opaque
(B) Clear
(C) Pure
(D) Translucent
32. Choose the correct spelling:
(A) Priviledge
(B) Privilege
(C) Privilage
(D) Privelige
33. Choose the correct article:
He is ____ European.
(A) a
(B) an
(C) the
(D) none
34. One word substitution:
“A person who does not believe in God”—
(A) Atheist
(B) Agnostic
(C) Pagan
(D) Rationalist
35. Synonym of “Fragile”:
(A) Strong
(B) Delicate
(C) Sturdy
(D) Hard
36. Fill in the blank:
I have not seen him ____ Monday.
(A) since
(B) for
(C) from
(D) by
37. Passive voice: “They will finish the work.”
(A) The work is finished by them.
(B) The work will be finished by them.
(C) The work was finished by them.
(D) The work has been finished by them.
38. Correct Indirect Speech:
He said, “I will go tomorrow.”
(A) He said that he would go tomorrow.
(B) He said that he will go the next day.
(C) He said that he would go the next day.
(D) He said he would go today.
39. Antonym of “Expand”:
(A) Contract
(B) Increase
(C) Extend
(D) Widen
40. Idiom: “To beat around the bush” means—
(A) To speak frankly
(B) To avoid the main topic
(C) To quarrel
(D) To fight bravely
41. Fill in the blank:
The boy is good ____ Mathematics.
(A) in
(B) at
(C) for
(D) with
42. Correct tense:
By 2026, she ____ her PhD.
(A) completes
(B) will complete
(C) will have completed
(D) completed
43. Synonym of “Benevolent”:
(A) Kind
(B) Cruel
(C) Harsh
(D) Wicked
44. Choose the correct option:
The train ____ at 5 AM tomorrow.
(A) leaves
(B) leave
(C) left
(D) will leaving
45. Antonym of “Victory”:
(A) Win
(B) Triumph
(C) Success
(D) Defeat
✦ Part – D : Arithmetic (15 Questions)
46. 144 এর বর্গমূল কত?
(A) 10
(B) 11
(C) 12
(D) 13
47. 40% of 350 = ?
(A) 120
(B) 130
(C) 140
(D) 150
48. একটি সংখ্যার 3/7 = 72 হলে সংখ্যাটি কত?
(A) 154
(B) 162
(C) 168
(D) 174
49. 18, 24 এবং 30 এর HCF কত?
(A) 2
(B) 3
(C) 6
(D) 12
50. 45 ÷ 0.5 = ?
(A) 90
(B) 80
(C) 70
(D) 60
51. একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি 240 টাকায় বিক্রি হয়, তবে ক্রয়মূল্য কত?
(A) 280
(B) 290
(C) 300
(D) 320
52. একটি ট্রেন 90 কিমি/ঘণ্টা বেগে চলে। 270 কিমি যেতে কত সময় লাগবে?
(A) 2 ঘণ্টা
(B) 2.5 ঘণ্টা
(C) 3 ঘণ্টা
(D) 3.5 ঘণ্টা
53. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 18 মিটার। ক্ষেত্রফল কত?
(A) 352
(B) 432
(C) 432
(D) 480
54. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 10 সেমি। এর পরিসীমা কত?
(A) 20
(B) 30
(C) 40
(D) 25
55. 1/4 of 1/2 of 640 = ?
(A) 80
(B) 90
(C) 100
(D) 120
56. একটি কাজ 15 দিনে 10 জন মিলে শেষ করে। 5 জন মিলে কাজটি করতে কত দিন লাগবে?
(A) 25
(B) 30
(C) 35
(D) 40
57. 7² + 12² = ?
(A) 169
(B) 170
(C) 171
(D) 172
58. 2 ঘণ্টা 30 মিনিট = কত ঘন্টা?
(A) 2.25
(B) 2.30
(C) 2.40
(D) 2.5
59. 5 : 8 = ? : 32
(A) 15
(B) 18
(C) 20
(D) 25
60. 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত?
(A) 4950
(B) 5000
(C) 5050
(D) 5100
WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
Practice Set Link: | Click Here to Download |
Answer Key Link: | Click Here to Download |
আরও পড়ুন- WBSSC গ্রুপ C ক্লার্ক সিলেবাস 2025
আরও পড়ুন- WBSSC গ্রুপ সি 2017 প্রশ্নপত্র
আরও পড়ুন- WBSSC GK প্রশ্ন উত্তর
No comments:
Post a Comment